ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা চাওয়ায় মন্ত্রিসভার বিরোধ, অবশেষে পদত্যাগ

- আপডেট সময় ১২:২১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
- / 7
ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক বিপর্যয়ের জন্য ইসরায়েলকে দায়ী করে তেল আবিবের ওপর নিষেধাজ্ঞা জারির প্রস্তাব দিয়েছিলেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্দক্যাম্প। তবে সরকারের জোটসঙ্গীদের আপত্তির কারণে তিনি পদত্যাগ করেছেন।
শনিবার এক বিবৃতিতে ভেল্দক্যাম্প বলেন, “মন্ত্রিসভার বৈঠকে আমি গাজায় চলমান মানবিক বিপর্যয়ের জন্য ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করেছিলাম, কিন্তু তা পাস হয়নি। জোটসঙ্গীদের আপত্তির পর আমি উপলব্ধি করেছি যে এই সরকারে থাকলে আমি আমার নীতি বাস্তবায়ন করতে পারব না। তাই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”
৬১ বছর বয়সী ভেল্দক্যাম্প, যিনি নেদারল্যান্ডসের সাবেক কূটনৈতিক কর্মকর্তা ও রাষ্ট্রদূত, বর্তমানে ক্ষমতাসীন জোট সরকারের অন্যতম শরিক সোশ্যাল কন্ট্রাক্ট পার্টি (এনএসসি)-এর শীর্ষ নেতা। এনএসসি-এর প্রেসিডেন্ট এডি ভ্যান হিজাম সাংবাদিকদের জানিয়েছেন, ক্যাসপারের পদত্যাগের পর তারাও জোট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বার্তায় বলেন, “এই সরকারের সঙ্গে আমাদের সব সম্পর্ক শেষ।”
প্রসঙ্গত, গত জুনে অভিবাসন নীতি নিয়ে দ্বন্দ্বের কারণে নেদারল্যান্ডসের কট্টরপন্থি রাজনীতিবিদ গ্রিট ওয়াইল্ডারসের নেতৃত্বাধীন দল সরকার থেকে সরে যায়, ফলে এই সরকার ভেঙে পড়ে। পরবর্তী সময়ে সিদ্ধান্ত হয়, আগামী অক্টোবর নেদারল্যান্ডসে পার্লামেন্ট নির্বাচন হবে এবং তত্কালীন তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় থাকবে ভেঙে পড়া জোট। সেই সিদ্ধান্তের দুই মাসের মাথায় পদত্যাগ করলেন ভেল্ডক্যাম্প।