রাশিয়ার ভেতরে হামলায় ইউক্রেনকে ‘না’ বলল পেন্টাগন

- আপডেট সময় ১০:২৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
- / 11
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে নিষেধাজ্ঞা দিয়েছে। পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনীয় বাহিনী যদি রাশিয়ার অভ্যন্তরে হামলা করতে চায়, তবে মার্কিন অস্ত্র ব্যবহার না করার অনুরোধ করা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত বছর প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদে ইউক্রেনকে দূরপাল্লার এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দেওয়া হয়েছিল, তবে শর্ত ছিল মার্কিন সামরিক কমান্ডের অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার মূল ভূখণ্ডে হামলার জন্য এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি চাওয়া হলেও তা কখনোই অনুমোদন পাইনি।
ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনকে রাশিয়ার ভেতরে হামলার অনুমতি না দেওয়ার পেছনে দুটি কারণ রয়েছে: প্রথমত, ট্রাম্প সংঘাতের মাত্রা কমানোর পক্ষপাতী এবং দ্বিতীয়ত, যুদ্ধের অবসানের প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হতে পারে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে, যার ফলে লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে। ট্রাম্প দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হয়ে আন্তর্জাতিক ইস্যু হিসেবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।