যুক্তরাষ্ট্র বনাম চীন: কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে বিদ্যুৎ গ্রিড নিয়ে টানাপোড়েন

- আপডেট সময় ০৩:২৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
- / 10
কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দৌড় এখন আর শুধু অ্যালগরিদম আর চিপস-এর মধ্যে সীমাবদ্ধ নয় — এটি নির্ভর করছে কে শক্তি সরবরাহের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারছে তার উপর।
★চীনের শক্তি সুবিধা
চীন বিপুল বিনিয়োগ করেছে জলবিদ্যুৎ, পারমাণবিক শক্তি ও নবায়নযোগ্য শক্তিতে, যার ফলে তাদের বিদ্যুৎ সরবরাহ প্রচুর ও সস্তা।
কখনো কখনো তাদের গ্রিড রিজার্ভ ৮০% থেকে ১০০% পর্যন্ত থাকে।
চীনের AI ডেটা সেন্টারগুলো বিদ্যুৎ ব্যবস্থার জন্য হুমকি নয়; বরং এগুলো অতিরিক্ত বিদ্যুৎ শোষণ করার একটি কার্যকর উপায়।
★যুক্তরাষ্ট্রের সীমাবদ্ধতা
যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ গ্রিড তীব্র চাপের মুখে, কারণ AI সার্ভারের চাহিদা দ্রুত বাড়ছে।
খরচ বাড়া, সরবরাহের সীমাবদ্ধতা ও সম্প্রসারণে ধীরগতি — এসব সমস্যা ঘিরে রয়েছে।
ফলে বেসরকারি কোম্পানিগুলো বাধ্য হচ্ছে নিজেদের মাইক্রোগ্রিড তৈরি করতে, পারমাণবিক শক্তি চুক্তি করতে, এমনকি গ্যাস জেনারেটর চালাতে, কেবলমাত্র AI সার্ভার চালু রাখার জন্য।