এআই চ্যাটবট নিয়ে গুরুতর তথ্য ফাঁস স্বীকার করল মেটা

- আপডেট সময় ১২:২৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
- / 1
প্রযুক্তি বিশ্বে নতুন বিতর্কের জন্ম দিয়েছে মেটা। জনপ্রিয় প্রযুক্তি সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ জানিয়েছে, ফাঁস হওয়া এক অভ্যন্তরীণ নথি অনুযায়ী মেটার তৈরি এআই চ্যাটবটগুলো একসময় নাবালক ব্যবহারকারীদের সঙ্গে রোমান্টিক আলাপচারিতার অনুমতি পেত। এই নথি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রযুক্তি বিশেষজ্ঞদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
মেটা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এই নীতি ছিল অতীতে কার্যকর, তবে বর্তমানে এটি পরিবর্তন করা হয়েছে। তবুও, সমালোচকদের মতে, এই ঘটনা মেটার অভ্যন্তরীণ নীতি ও নিরাপত্তা ব্যবস্থার গুরুতর দুর্বলতা প্রকাশ করেছে।
শিশু অধিকার কর্মী ও প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, নাবালকদের সঙ্গে রোমান্টিক আলাপের সুযোগ দেওয়া শিশু সুরক্ষার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এটি কেবল নৈতিক প্রশ্নই তোলে না, বরং আইনি ও নিরাপত্তাজনিত জটিলতাও তৈরি করতে পারে।
ঘটনার পর প্রযুক্তি ও মানবাধিকার সংগঠনগুলো মেটাকে তাদের এআই সিস্টেম ব্যবস্থাপনা, নিরাপত্তা নির্দেশিকা ও শিশু সুরক্ষা নীতি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তৃত ব্যবহারের যুগে এই ধরনের ফাঁস তথ্য বিশ্বজুড়ে প্রযুক্তি কোম্পানিগুলোর জবাবদিহিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।