ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই চ্যাটবট নিয়ে গুরুতর তথ্য ফাঁস স্বীকার করল মেটা নবীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক সংগ্রাম-শ্রদ্ধা-ভালোবাসায় ৮১ বছরে খালেদা জিয়া রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলায় ড্রোন প্রশিক্ষণ কেন্দ্র খুলছে লিথুয়ানিয়া এআই–ভিত্তিক হার্ডওয়্যারে বড় উদ্যোগ নিচ্ছে অ্যাপল জেরুজালেমকে চিরতরে ছিনিয়ে নিতে ই-ওয়ান বসতি প্রকল্প পুনরুজ্জীবনের ঘোষণা ইসরাইলি অর্থমন্ত্রীর ইউক্রেনকে অস্ত্র সহায়তায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলল ইউরোপ সিরিয়ার পুনর্গঠনে ইদলিব হবে কেন্দ্রবিন্দু: প্রেসিডেন্ট শারআ নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ রাজনীতি থেকে মাইনাস হবে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে: সালাহউদ্দিন

ইনজুরিতে দল থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার তিন মূল খেলোয়াড়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • / 7

ছবি: সংগৃহীত

 

দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ রোমাঞ্চ ছড়াচ্ছে শেষ মুহূর্ত পর্যন্ত। ১–১ সমতায় দাঁড়িয়ে থাকা সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ হবে অঘোষিত ফাইনাল, যা মাঠে গড়াবে ১৬ আগস্ট। এই ম্যাচের মাত্র তিন দিন পর শুরু হবে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে লড়াই। আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

তবে ইনজুরির কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন মিচেল ওয়েন, ল্যান্স মরিস ও ম্যাথু শর্ট। দ্বিতীয় টি-টোয়েন্টিতে কাগিসো রাবাদার বাউন্সারে হেলমেটে আঘাত পেয়ে কনকাশন প্রোটোকল মেনে মাঠ ছাড়েন ওয়েন। চিকিৎসকদের নির্দেশনায় অন্তত ১২ দিন মাঠের বাইরে থাকতে হবে তাকে, ফলে ওয়ানডে অভিষেকের জন্য আরও অপেক্ষা করতে হবে এই পেসারকে। অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে থাকা প্যাট কামিন্স ও মিচেল স্টার্কও ওয়ানডেতে থাকছেন না।

পিঠের চোটে ভোগা মরিস দেশে ফিরে গেছেন চিকিৎসার জন্য। তার ভারত সফরে অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে খেলার সম্ভাবনাও এখন অনিশ্চিত। সাইড স্ট্রেইন ইনজুরিতে থাকা ম্যাথু শর্ট এখনও ফিট না হওয়ায় পুরো সফর থেকেই বাদ পড়েছেন। তাদের জায়গায় দলে যোগ হয়েছেন অলরাউন্ডার অ্যারন হার্ডি ও স্পিনার ম্যাট কুনেম্যান।

প্রথম টি-টোয়েন্টিতে ১৭ রানে জয় পেয়ে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া, তবে দ্বিতীয় ম্যাচে ৫৩ রানের বড় জয় তুলে সমতায় ফেরে দক্ষিণ আফ্রিকা। সিরিজ নির্ধারণী ম্যাচটি হবে শনিবার কেয়ার্নসে। একই মাঠে ১৯ আগস্ট শুরু হবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ, আর বাকি দুটি ম্যাচ ২২ ও ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে ম্যাকাইয়ে।

নিউজটি শেয়ার করুন

ইনজুরিতে দল থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার তিন মূল খেলোয়াড়

আপডেট সময় ১১:২৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

 

দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ রোমাঞ্চ ছড়াচ্ছে শেষ মুহূর্ত পর্যন্ত। ১–১ সমতায় দাঁড়িয়ে থাকা সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ হবে অঘোষিত ফাইনাল, যা মাঠে গড়াবে ১৬ আগস্ট। এই ম্যাচের মাত্র তিন দিন পর শুরু হবে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে লড়াই। আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

তবে ইনজুরির কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন মিচেল ওয়েন, ল্যান্স মরিস ও ম্যাথু শর্ট। দ্বিতীয় টি-টোয়েন্টিতে কাগিসো রাবাদার বাউন্সারে হেলমেটে আঘাত পেয়ে কনকাশন প্রোটোকল মেনে মাঠ ছাড়েন ওয়েন। চিকিৎসকদের নির্দেশনায় অন্তত ১২ দিন মাঠের বাইরে থাকতে হবে তাকে, ফলে ওয়ানডে অভিষেকের জন্য আরও অপেক্ষা করতে হবে এই পেসারকে। অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে থাকা প্যাট কামিন্স ও মিচেল স্টার্কও ওয়ানডেতে থাকছেন না।

পিঠের চোটে ভোগা মরিস দেশে ফিরে গেছেন চিকিৎসার জন্য। তার ভারত সফরে অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে খেলার সম্ভাবনাও এখন অনিশ্চিত। সাইড স্ট্রেইন ইনজুরিতে থাকা ম্যাথু শর্ট এখনও ফিট না হওয়ায় পুরো সফর থেকেই বাদ পড়েছেন। তাদের জায়গায় দলে যোগ হয়েছেন অলরাউন্ডার অ্যারন হার্ডি ও স্পিনার ম্যাট কুনেম্যান।

প্রথম টি-টোয়েন্টিতে ১৭ রানে জয় পেয়ে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া, তবে দ্বিতীয় ম্যাচে ৫৩ রানের বড় জয় তুলে সমতায় ফেরে দক্ষিণ আফ্রিকা। সিরিজ নির্ধারণী ম্যাচটি হবে শনিবার কেয়ার্নসে। একই মাঠে ১৯ আগস্ট শুরু হবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ, আর বাকি দুটি ম্যাচ ২২ ও ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে ম্যাকাইয়ে।