ঢাকা ১২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতাদের অংশগ্রহণ কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলবে মঙ্গলবার, বন্দর কর্তৃপক্ষের সতর্কবার্তা ৩৬ জুলাই স্মরণে টেলিটকের বিশেষ অফার সাজিদ হত্যার ইস্যুতে পরিবারের মামলা আদালত চত্ত্বর থেকে পালানো আসামী বরগুনা থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ট্রেন দুর্ঘটনা রোধে জনসচেতনতা ও সহযোগিতা চাইল রেলপথ মন্ত্রণালয় বাঁশ কুড়াল খুজতে গিয়ে কিশোরী পা বিচ্ছিন্ন চট্টগ্রামে হত্যাকাণ্ড: তিন ভাইসহ পাঁচজনের মৃত্যুদণ্ড সরকারি ৭ কলেজ নিয়ে গঠিত হচ্ছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ সাজিদ হত্যার ইস্যুতে আজই মামলা, সন্ধ্যায় জরুরি সিন্ডিকেট; ইবি উপাচার্য

“হ্যামস্ট্রিং চোটে ভুগছেন মেসি: মাঠ ছাড়লেন ১১ মিনিটে”

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • / 8

ছবি সংগৃহীত

 

 

দুর্দান্ত সময় কাটাচ্ছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। টানা ৫ ম্যাচে একাধিক গোল করে তিনি মেজর লিগ সকার (এমএলএস) ইতিহাস গড়েছিলেন। সর্বশেষ ম্যাচে তার জোড়া অ্যাসিস্টে জয়লাভ করে ইন্টার মায়ামি। কিন্তু এই সুখকর মুহূর্তে অনাকাঙ্ক্ষিত চোটের মুখে পড়েন তিনি। লিগস কাপের ম্যাচে আজ (রোববার) মাত্র ১১ মিনিটেই হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে মাঠ ছাড়তে হয়।

চেজ স্টেডিয়ামে নেকাক্সার বিপক্ষে মাঠে নামে মায়ামি। তবে মেসির ইনজুরির কারণে ম্যাচটি নিয়ে এখন আলোচনা হচ্ছে। মেসির ইনজুরি কতটা গুরুতর সেটি এখনও নিশ্চিত হয়নি। খেলার ৮ মিনিট পর, প্রতিপক্ষের বক্সের কাছাকাছি যাওয়ার সময় রাউল সানচেজ এবং আলেক্সিস পেনার ট্যাকেলে পড়ে তিনি হ্যামস্ট্রিংয়ে চোট পান।

মাঠে খেলতে না পারার কারণে তাকে তুলে নেওয়া হয়। পরে মায়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো জানান, “সে (মেসি) অস্বস্তি বোধ করছিল। আগামীকাল আমরা তার ইনজুরির গুরুতরতা সম্পর্কে জানতে পারব। মনে হচ্ছে গুরুতর কিছু নয়, তবে সে অস্বস্তিতে আছে।”

নির্ধারিত সময়ে মায়ামি-নেকাক্সার ম্যাচটি ২-২ গোলে সমতায় ছিল। লিগস কাপের নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ে জয়ী দল ৩ পয়েন্ট পায় এবং টাইব্রেকারে জয়ী হলে ২ পয়েন্ট পায়। সে হিসাবে ২ ম্যাচে মায়ামির পয়েন্ট এখন ৫। টাইব্রেকারে মায়ামি জয়লাভ করেছে ৫-৪ ব্যবধানে। নির্ধারিত সময়ের খেলায় মায়ামির পক্ষে একটি করে গোল করেন তেলাস্কো সেগোভিয়া ও জর্দি আলবা, जबकि টমাস বাদালোনি ও রিকার্ডো মনরিয়াল নেকাক্সার পক্ষে গোল করেন।

নিউজটি শেয়ার করুন

“হ্যামস্ট্রিং চোটে ভুগছেন মেসি: মাঠ ছাড়লেন ১১ মিনিটে”

আপডেট সময় ১১:২৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

 

 

দুর্দান্ত সময় কাটাচ্ছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। টানা ৫ ম্যাচে একাধিক গোল করে তিনি মেজর লিগ সকার (এমএলএস) ইতিহাস গড়েছিলেন। সর্বশেষ ম্যাচে তার জোড়া অ্যাসিস্টে জয়লাভ করে ইন্টার মায়ামি। কিন্তু এই সুখকর মুহূর্তে অনাকাঙ্ক্ষিত চোটের মুখে পড়েন তিনি। লিগস কাপের ম্যাচে আজ (রোববার) মাত্র ১১ মিনিটেই হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে মাঠ ছাড়তে হয়।

চেজ স্টেডিয়ামে নেকাক্সার বিপক্ষে মাঠে নামে মায়ামি। তবে মেসির ইনজুরির কারণে ম্যাচটি নিয়ে এখন আলোচনা হচ্ছে। মেসির ইনজুরি কতটা গুরুতর সেটি এখনও নিশ্চিত হয়নি। খেলার ৮ মিনিট পর, প্রতিপক্ষের বক্সের কাছাকাছি যাওয়ার সময় রাউল সানচেজ এবং আলেক্সিস পেনার ট্যাকেলে পড়ে তিনি হ্যামস্ট্রিংয়ে চোট পান।

মাঠে খেলতে না পারার কারণে তাকে তুলে নেওয়া হয়। পরে মায়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো জানান, “সে (মেসি) অস্বস্তি বোধ করছিল। আগামীকাল আমরা তার ইনজুরির গুরুতরতা সম্পর্কে জানতে পারব। মনে হচ্ছে গুরুতর কিছু নয়, তবে সে অস্বস্তিতে আছে।”

নির্ধারিত সময়ে মায়ামি-নেকাক্সার ম্যাচটি ২-২ গোলে সমতায় ছিল। লিগস কাপের নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ে জয়ী দল ৩ পয়েন্ট পায় এবং টাইব্রেকারে জয়ী হলে ২ পয়েন্ট পায়। সে হিসাবে ২ ম্যাচে মায়ামির পয়েন্ট এখন ৫। টাইব্রেকারে মায়ামি জয়লাভ করেছে ৫-৪ ব্যবধানে। নির্ধারিত সময়ের খেলায় মায়ামির পক্ষে একটি করে গোল করেন তেলাস্কো সেগোভিয়া ও জর্দি আলবা, जबकि টমাস বাদালোনি ও রিকার্ডো মনরিয়াল নেকাক্সার পক্ষে গোল করেন।