চট্টগ্রামে তিনটি আইকনিক ভবনের পরিকল্পনা: এনবিআর

- আপডেট সময় ১১:১৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / 10
চট্টগ্রামে তিনটি ব্যতিক্রমধর্মী ও দৃষ্টিনন্দন সরকারি স্থাপনা নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
শুক্রবার (২৫ জুলাই) দুপুরে চট্টগ্রাম কাস্টমস হাউসে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন।
তিনি জানান, “চট্টগ্রামে আমরা তিনটি আইকনিক স্থাপনা নির্মাণের উদ্যোগ নিয়েছি। এর মধ্যে একটি হবে অত্যন্ত নান্দনিক কাস্টমস হাউস ভবন, যার ডিজাইন ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। তবে চূড়ান্ত অনুমোদনের আগে প্রধান উপদেষ্টার সঙ্গে পরামর্শ করা হবে।”
এছাড়া আরও দুটি ভবনের মধ্যে থাকবে একটি আধুনিক কাস্টমস অ্যাকাডেমি এবং একটি কর ভবন, যা চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় নির্মাণ করা হবে বলে জানান তিনি।
চেয়ারম্যান আরও বলেন, “নতুন কাস্টমস হাউস নির্মাণের জন্য বর্তমান ভবনটি ভেঙে ফেলতে হবে। তাই নতুন ভবন তৈরি হওয়া পর্যন্ত কাস্টমস হাউসের কার্যক্রম কোথায় চলবে, সেই চিন্তা থেকেই আমরা কয়েকটি বিকল্প স্থান পরিদর্শন করেছি।”
তিনি জানান, “ব্যবসায়ীদের বেশিরভাগই আগ্রাবাদ এলাকায় অবস্থান করেন। তাই সেখানে অবস্থিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভবনকে অস্থায়ীভাবে কাস্টমস হাউস হিসেবে ব্যবহারের চিন্তা করা হচ্ছে। ভবন নির্মাণ চলাকালীন সময় পর্যন্ত কাস্টমস কার্যক্রম ওই ভবনে পরিচালনা করা হলে সবার জন্যই তা সুবিধাজনক হবে বলে আমার মনে হয়।”