ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ২০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
অর্থাভাবে থেমে থাকেনি মিমির পথচলা, পাশে দাঁড়ালেন তারেক রহমান ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় আইএসের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা নারী ফুটবলারদের বিদ্রোহ: কোচকে বর্জন, জাতীয় দলের ভবিষ্যৎ অনিশ্চিত ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ১৫, আহত ৪ শিশুসহ ১৬ রাষ্ট্র পুনর্গঠনই দেশের ভবিষ্যৎ, পিছিয়ে গেলে ক্ষতিগ্রস্থ হবে সাধারণ মানুষ: তারেক রহমান বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি না পেলে আন্দোলন চলবে, অবরোধ ও অনশনের ঘোষণা তিতুমীর কলেজ শিক্ষার্থীদের বাংলাদেশিসহ ৪৩ অভিবাসীর ইতালিতে ফেরা নিশ্চিত, আদালতের নির্দেশ কার্যকর সুদানে আরএসএফের হামলায় ৫৪ জন নিহত, আহত শতাধিক অপহরণের প্রকোপ: চার মাসে ৩০২ অপহরণ, উদ্বেগ-আতঙ্কে সাধারণ মানুষ কানাডা, মেক্সিকো ও চীনের ওপর ট্রাম্পের নতুন শুল্ক, বিশ্ব অর্থনীতিতে বিপর্যয়ের শঙ্কা

সর্বদলীয় বৈঠক

সর্বদলীয় বৈঠকে আমন্ত্রণহীন ১২ দলীয় জোট, ১৬ বছরের আন্দোলনের স্বীকৃতি দাবি

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

১২-দলীয় জোট জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রকে শুধু ৩৬ দিনের নয়, বিগত ১৬ বছরের আন্দোলন-সংগ্রামের ত্যাগের স্বীকৃতি দাবি করেছে। তারা মনে করে, এটি কোনো ‘প্রোক্লেমেশন’ নয়, বরং গণ-অভ্যুত্থানের একটি ‘ডিক্লারেশন’ আকারে আসা উচিত।

বৃহস্পতিবার পুরানা পল্টনে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা। তিনি জানান, সর্বদলীয় বৈঠক নিয়ে কোনো বার্তা না পেয়ে তারা হতাশ।

এহসানুল হুদা আরও বলেন, ৩১ ডিসেম্বর শহীদ মিনারে ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছিল। এ নিয়ে প্রশ্ন উঠলেও সরকার তাদের সম্পৃক্ততা অস্বীকার করে। তবে ৩০ ডিসেম্বর সরকারের পক্ষ থেকে একটি ঘোষণাপত্র তৈরির পরিকল্পনার কথা জানানো হয়।

জোটের দাবি, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত দলগুলোর সঙ্গে আলোচনা করেই এই ঘোষণাপত্র বাস্তবায়ন করা উচিত। দীর্ঘ ১৬ বছরের ত্যাগ ও সংগ্রামের প্রতি উপেক্ষা তাদের গভীরভাবে আহত করেছে।

জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম বলেন, ৩৬ দিনের আন্দোলন হাসিনা সরকারের পতন ঘটাতে না পারলেও এটি ১৫ বছরের সংগ্রামের ফসল। তিনি সরকারের প্রতি ঐক্য রক্ষায় সতর্ক হওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:০১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
৫১৮ বার পড়া হয়েছে

সর্বদলীয় বৈঠক

সর্বদলীয় বৈঠকে আমন্ত্রণহীন ১২ দলীয় জোট, ১৬ বছরের আন্দোলনের স্বীকৃতি দাবি

আপডেট সময় ০৯:০১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

 

১২-দলীয় জোট জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রকে শুধু ৩৬ দিনের নয়, বিগত ১৬ বছরের আন্দোলন-সংগ্রামের ত্যাগের স্বীকৃতি দাবি করেছে। তারা মনে করে, এটি কোনো ‘প্রোক্লেমেশন’ নয়, বরং গণ-অভ্যুত্থানের একটি ‘ডিক্লারেশন’ আকারে আসা উচিত।

বৃহস্পতিবার পুরানা পল্টনে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা। তিনি জানান, সর্বদলীয় বৈঠক নিয়ে কোনো বার্তা না পেয়ে তারা হতাশ।

এহসানুল হুদা আরও বলেন, ৩১ ডিসেম্বর শহীদ মিনারে ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছিল। এ নিয়ে প্রশ্ন উঠলেও সরকার তাদের সম্পৃক্ততা অস্বীকার করে। তবে ৩০ ডিসেম্বর সরকারের পক্ষ থেকে একটি ঘোষণাপত্র তৈরির পরিকল্পনার কথা জানানো হয়।

জোটের দাবি, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত দলগুলোর সঙ্গে আলোচনা করেই এই ঘোষণাপত্র বাস্তবায়ন করা উচিত। দীর্ঘ ১৬ বছরের ত্যাগ ও সংগ্রামের প্রতি উপেক্ষা তাদের গভীরভাবে আহত করেছে।

জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম বলেন, ৩৬ দিনের আন্দোলন হাসিনা সরকারের পতন ঘটাতে না পারলেও এটি ১৫ বছরের সংগ্রামের ফসল। তিনি সরকারের প্রতি ঐক্য রক্ষায় সতর্ক হওয়ার আহ্বান জানান।