০৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
শিরোনাম :
বিএনপি ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনা হবে: আমীর খসরু শাপলা দেওয়ার সুযোগ নেই, অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি: ইসি সচিব হানিফসহ ৪ জনের অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ পারমাণবিক চালিত আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষার ঘোষণা পুতিনের নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি
সর্বদলীয় বৈঠক

সর্বদলীয় বৈঠকে আমন্ত্রণহীন ১২ দলীয় জোট, ১৬ বছরের আন্দোলনের স্বীকৃতি দাবি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:০১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • / 123

ছবি সংগৃহীত

 

১২-দলীয় জোট জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রকে শুধু ৩৬ দিনের নয়, বিগত ১৬ বছরের আন্দোলন-সংগ্রামের ত্যাগের স্বীকৃতি দাবি করেছে। তারা মনে করে, এটি কোনো ‘প্রোক্লেমেশন’ নয়, বরং গণ-অভ্যুত্থানের একটি ‘ডিক্লারেশন’ আকারে আসা উচিত।

বৃহস্পতিবার পুরানা পল্টনে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা। তিনি জানান, সর্বদলীয় বৈঠক নিয়ে কোনো বার্তা না পেয়ে তারা হতাশ।

বিজ্ঞাপন

এহসানুল হুদা আরও বলেন, ৩১ ডিসেম্বর শহীদ মিনারে ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছিল। এ নিয়ে প্রশ্ন উঠলেও সরকার তাদের সম্পৃক্ততা অস্বীকার করে। তবে ৩০ ডিসেম্বর সরকারের পক্ষ থেকে একটি ঘোষণাপত্র তৈরির পরিকল্পনার কথা জানানো হয়।

জোটের দাবি, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত দলগুলোর সঙ্গে আলোচনা করেই এই ঘোষণাপত্র বাস্তবায়ন করা উচিত। দীর্ঘ ১৬ বছরের ত্যাগ ও সংগ্রামের প্রতি উপেক্ষা তাদের গভীরভাবে আহত করেছে।

জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম বলেন, ৩৬ দিনের আন্দোলন হাসিনা সরকারের পতন ঘটাতে না পারলেও এটি ১৫ বছরের সংগ্রামের ফসল। তিনি সরকারের প্রতি ঐক্য রক্ষায় সতর্ক হওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

সর্বদলীয় বৈঠক

সর্বদলীয় বৈঠকে আমন্ত্রণহীন ১২ দলীয় জোট, ১৬ বছরের আন্দোলনের স্বীকৃতি দাবি

আপডেট সময় ০৯:০১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

 

১২-দলীয় জোট জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রকে শুধু ৩৬ দিনের নয়, বিগত ১৬ বছরের আন্দোলন-সংগ্রামের ত্যাগের স্বীকৃতি দাবি করেছে। তারা মনে করে, এটি কোনো ‘প্রোক্লেমেশন’ নয়, বরং গণ-অভ্যুত্থানের একটি ‘ডিক্লারেশন’ আকারে আসা উচিত।

বৃহস্পতিবার পুরানা পল্টনে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা। তিনি জানান, সর্বদলীয় বৈঠক নিয়ে কোনো বার্তা না পেয়ে তারা হতাশ।

বিজ্ঞাপন

এহসানুল হুদা আরও বলেন, ৩১ ডিসেম্বর শহীদ মিনারে ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছিল। এ নিয়ে প্রশ্ন উঠলেও সরকার তাদের সম্পৃক্ততা অস্বীকার করে। তবে ৩০ ডিসেম্বর সরকারের পক্ষ থেকে একটি ঘোষণাপত্র তৈরির পরিকল্পনার কথা জানানো হয়।

জোটের দাবি, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত দলগুলোর সঙ্গে আলোচনা করেই এই ঘোষণাপত্র বাস্তবায়ন করা উচিত। দীর্ঘ ১৬ বছরের ত্যাগ ও সংগ্রামের প্রতি উপেক্ষা তাদের গভীরভাবে আহত করেছে।

জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম বলেন, ৩৬ দিনের আন্দোলন হাসিনা সরকারের পতন ঘটাতে না পারলেও এটি ১৫ বছরের সংগ্রামের ফসল। তিনি সরকারের প্রতি ঐক্য রক্ষায় সতর্ক হওয়ার আহ্বান জানান।