০৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

পরিবেশ রক্ষা ও উন্নয়নের জন্য শুধু এক প্রজন্মের প্রচেষ্টা যথেষ্ট নয়: পরিবেশ উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩০:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • / 121

ছবি সংগৃহীত

 

পরিবেশ রক্ষা ও উন্নয়নের জন্য শুধু এক প্রজন্মের প্রচেষ্টা যথেষ্ট নয় এমন মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শনিবার (১৯ জুলাই) সকালে রাজধানীতে পরিবেশ অধিদফতর আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, “পরিবেশের উন্নয়ন কোনো এক দিনের বা এক প্রজন্মের কাজ নয়। এটি দীর্ঘমেয়াদি একটি প্রক্রিয়া। এজন্য প্রজন্ম থেকে প্রজন্মে সচেতনতা, মূল্যবোধ ও দায়িত্বশীলতার চর্চা গড়ে তুলতে হবে।” একইসাথে তিনি পরিবেশ রক্ষায় ইতিবাচক অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “পলিথিন ব্যাগ ব্যবহার আমাদের পরিবেশের জন্য মারাত্মক হুমকি। তাই বাজারে যাওয়ার সময় কাপড়ের ব্যাগ ব্যবহারে অভ্যস্ত হতে হবে।”

শব্দদূষণ রোধে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “রাস্তায় গাড়ি চালানোর সময় অকারণে হর্ন বাজানো আমাদের পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলে। তাই প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে এবং এমন ক্ষতিকর অভ্যাস থেকে বিরত থাকতে হবে।”

পরিবেশ উপদেষ্টা আরও বলেন, “পরিবেশ সংরক্ষণের বিষয়টি যেন কেবল কিছুসংখ্যক মানুষ বা প্রতিষ্ঠান নয়, বরং সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়ে, সেজন্য সকলকে একসাথে কাজ করতে হবে।”

তিনি আশাবাদ ব্যক্ত করেন, তরুণ প্রজন্ম যদি এখন থেকেই পরিবেশবান্ধব জীবনধারায় অভ্যস্ত হয়, তবে ভবিষ্যৎ বাংলাদেশ হবে আরও সবুজ, সুস্থ ও টেকসই।

অনুষ্ঠানে পরিবেশ অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিবেশবান্ধব কার্যক্রমে অংশ নেওয়া শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিশেষজ্ঞরা মনে করছেন, পরিবেশ রক্ষার এই আহ্বানকে যদি ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে বাস্তবায়ন করা যায়, তবে ধীরে ধীরে দেশের পরিবেশ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

নিউজটি শেয়ার করুন

পরিবেশ রক্ষা ও উন্নয়নের জন্য শুধু এক প্রজন্মের প্রচেষ্টা যথেষ্ট নয়: পরিবেশ উপদেষ্টা

আপডেট সময় ০৩:৩০:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

 

পরিবেশ রক্ষা ও উন্নয়নের জন্য শুধু এক প্রজন্মের প্রচেষ্টা যথেষ্ট নয় এমন মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শনিবার (১৯ জুলাই) সকালে রাজধানীতে পরিবেশ অধিদফতর আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, “পরিবেশের উন্নয়ন কোনো এক দিনের বা এক প্রজন্মের কাজ নয়। এটি দীর্ঘমেয়াদি একটি প্রক্রিয়া। এজন্য প্রজন্ম থেকে প্রজন্মে সচেতনতা, মূল্যবোধ ও দায়িত্বশীলতার চর্চা গড়ে তুলতে হবে।” একইসাথে তিনি পরিবেশ রক্ষায় ইতিবাচক অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “পলিথিন ব্যাগ ব্যবহার আমাদের পরিবেশের জন্য মারাত্মক হুমকি। তাই বাজারে যাওয়ার সময় কাপড়ের ব্যাগ ব্যবহারে অভ্যস্ত হতে হবে।”

শব্দদূষণ রোধে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “রাস্তায় গাড়ি চালানোর সময় অকারণে হর্ন বাজানো আমাদের পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলে। তাই প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে এবং এমন ক্ষতিকর অভ্যাস থেকে বিরত থাকতে হবে।”

পরিবেশ উপদেষ্টা আরও বলেন, “পরিবেশ সংরক্ষণের বিষয়টি যেন কেবল কিছুসংখ্যক মানুষ বা প্রতিষ্ঠান নয়, বরং সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়ে, সেজন্য সকলকে একসাথে কাজ করতে হবে।”

তিনি আশাবাদ ব্যক্ত করেন, তরুণ প্রজন্ম যদি এখন থেকেই পরিবেশবান্ধব জীবনধারায় অভ্যস্ত হয়, তবে ভবিষ্যৎ বাংলাদেশ হবে আরও সবুজ, সুস্থ ও টেকসই।

অনুষ্ঠানে পরিবেশ অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিবেশবান্ধব কার্যক্রমে অংশ নেওয়া শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিশেষজ্ঞরা মনে করছেন, পরিবেশ রক্ষার এই আহ্বানকে যদি ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে বাস্তবায়ন করা যায়, তবে ধীরে ধীরে দেশের পরিবেশ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।