০৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
ট্রাম্পের উপস্থিতিতে সিনারকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন আলকারাজ ডিএমপির অভ্যন্তরীণ রদবদল: ৫ কর্মকর্তার নতুন দায়িত্ব নির্বাচনকালে তথ্যে প্রবাহে গণমাধ্যমকে বাধা দেওয়া হবে না: মাহফুজ আলম পৃথিবীর কোনো শক্তি ফেব্রুয়ারির নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব মৌলভীবাজারে বাগানের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যার চেষ্টা ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে : ইসি আনোয়ারুল বদরুদ্দীন উমরের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক হিজবুল্লাহ নিরস্ত্রীকরণে লেবাননের মন্ত্রিসভার পরিকল্পনার ধাপসমূহ ২০২৬ সালে মায়ামিতে অনুষ্ঠিত হবে জি-২০ সম্মেলন: ট্রাম্প পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী

ভোটার তালিকা সংযোজনসহ তিনটি অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • / 24

ছবি সংগৃহীত

 

ভোটার তালিকা সংশোধন, মানবদেহে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন এবং বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিষয়ক তিনটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এসব খসড়ার অনুমোদন দেওয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়াটি সভায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে। তবে সংশোধিত খসড়ার মধ্যে কী কী নতুন বিষয় অন্তর্ভুক্ত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এছাড়া, মানবদেহে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজনসংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আইন ‘মানবদেহে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়াও চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এই খসড়াটি লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং (আইনগত পর্যালোচনা) শেষে উপস্থাপন করা হয় এবং এরপর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

একই সঙ্গে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সংশোধন সংক্রান্ত ‘বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়াটিও ভেটিং শেষে উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

তবে এই দুটি খসড়ায় কী কী নতুন বা পরিবর্তিত ধারা যুক্ত হয়েছে, সে বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা হয়নি।

সরকারি সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ এই অধ্যাদেশগুলোর খসড়া শিগগিরই কার্যকর হতে পারে। আইন বিশেষজ্ঞরা মনে করছেন, এসব অধ্যাদেশ বাস্তবায়িত হলে প্রশাসনিক কার্যক্রম আরও সুষ্ঠু ও জনবান্ধব হবে।

নিউজটি শেয়ার করুন

ভোটার তালিকা সংযোজনসহ তিনটি অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদন

আপডেট সময় ০৭:২৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

 

ভোটার তালিকা সংশোধন, মানবদেহে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন এবং বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিষয়ক তিনটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এসব খসড়ার অনুমোদন দেওয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়াটি সভায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে। তবে সংশোধিত খসড়ার মধ্যে কী কী নতুন বিষয় অন্তর্ভুক্ত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এছাড়া, মানবদেহে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজনসংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আইন ‘মানবদেহে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়াও চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এই খসড়াটি লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং (আইনগত পর্যালোচনা) শেষে উপস্থাপন করা হয় এবং এরপর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

একই সঙ্গে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সংশোধন সংক্রান্ত ‘বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়াটিও ভেটিং শেষে উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

তবে এই দুটি খসড়ায় কী কী নতুন বা পরিবর্তিত ধারা যুক্ত হয়েছে, সে বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা হয়নি।

সরকারি সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ এই অধ্যাদেশগুলোর খসড়া শিগগিরই কার্যকর হতে পারে। আইন বিশেষজ্ঞরা মনে করছেন, এসব অধ্যাদেশ বাস্তবায়িত হলে প্রশাসনিক কার্যক্রম আরও সুষ্ঠু ও জনবান্ধব হবে।