ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানে ধ/র্ষ/ণে/র দায়ে ৩ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর শ্রমিকদের কঠোর পরিশ্রম ও অবদানে দেশ এগিয়ে যাচ্ছে: প্রাণিসম্পদ উপদেষ্টা দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে আগামী দিনের লক্ষ্য: জামায়াত আমির মানবাধিকারের পক্ষে থাকুন, ঘেটো বানাবেন না: তথ্য উপদেষ্টা ইরানে ভয়াবহ বাস দুর্ঘটনায় ২১ জন নিহত, আহত অন্তত ২৯ শিশুদের মাঝে গড়ে তুলতে হবে পরিবেশ সচেতনতা: রিজওয়ানা হাসান বাংলাদেশে মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের নতুন মিশন চালু: প্রেস উইং দেশজুড়ে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৯৪ জন আর কোনো ‘গডফাদার’ বাংলাদেশে সৃষ্টি হতে দেওয়া হবে না: হুঁশিয়ারি নাহিদ ইসলামের শ্রমিকদের কালো তালিকাভুক্ত করার অধিকার নেই মালিকদের: শ্রম উপদেষ্টা

শ্রীলঙ্কায় ইতিহাস গড়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • / 10

ছবি সংগৃহীত

 

শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক লঙ্কানদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা। এই ঐতিহাসিক জয় এসেছে লিটন দাসের নেতৃত্বে, যা স্মরণীয় করে রাখবে পুরো দল।

প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। আর তৃতীয় ম্যাচে ওয়ানডে সিরিজের মতো পরিণতির শঙ্কা থাকলেও সেটি বাস্তব হতে দেননি শেখ মেহেদী হাসান, তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়রা।

বুধবার (১৬ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে আগে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। শুরুতেই আঘাত হানেন শরিফুল ইসলাম। ইনিংসের প্রথম ওভারেই ৬ রানে কুশল মেন্ডিসকে ফিরিয়ে লঙ্কান শিবিরে চাপ বাড়িয়ে দেন।

এরপর শেখ মেহেদীর স্পিন ঘূর্ণিতে কাঁপতে থাকে লঙ্কান ব্যাটিং লাইনআপ। নিজের প্রথম ওভারেই শূন্য রানে কুশল পেরেরাকে স্লিপে ক্যাচে পরিণত করেন তিনি। পরে ফেরান চান্দিমাল ও অধিনায়ক আসালাঙ্কাকে। ম্যাচের শেষ ওভারে তুলে নেন পাথুম নিশাঙ্কার গুরুত্বপূর্ণ উইকেট, যিনি তখন ৪৬ রানে খেলছিলেন।

মেহেদী ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা পারফরম্যান্স উপহার দেন। শরিফুল, মুস্তাফিজ ও শামীম পাটোয়ারি নেন একটি করে উইকেট। দাসুন শানাকার অপরাজিত ৩৫ রানের ইনিংস এবং শেষ ওভারে শরিফুলের ওপর ঝড় তুলে ২২ রান নেওয়ায় শ্রীলঙ্কা ১৩২ রানে থামে।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই আউট হন ওপেনার পারভেজ ইমন। তবে চাপ সামলে দারুণ জুটি গড়েন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। তারা গড়েন ৭৪ রানের কার্যকরী পার্টনারশিপ। লিটন ৩২ রান করে আউট হলেও তামিম ৪৭ বলে ৭৩ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন।

তামিমের সঙ্গে তাওহীদ হৃদয়ের ২৫ বলে ২৭ রানের ইনিংস এবং অপরাজিত জুটি বাংলাদেশকে ২২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে দেয়।

এই জয়ের মাধ্যমে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জেতার পাশাপাশি পূর্ণকালীন অধিনায়ক হিসেবে নিজের অভিষেক সিরিজেই সাফল্যের মুখ দেখলেন লিটন দাস। আর ম্যাচসেরা শেখ মেহেদী হাসান হয়ে উঠলেন দলের নায়ক।

নিউজটি শেয়ার করুন

শ্রীলঙ্কায় ইতিহাস গড়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

আপডেট সময় ১২:৩৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

 

শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক লঙ্কানদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা। এই ঐতিহাসিক জয় এসেছে লিটন দাসের নেতৃত্বে, যা স্মরণীয় করে রাখবে পুরো দল।

প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। আর তৃতীয় ম্যাচে ওয়ানডে সিরিজের মতো পরিণতির শঙ্কা থাকলেও সেটি বাস্তব হতে দেননি শেখ মেহেদী হাসান, তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়রা।

বুধবার (১৬ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে আগে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। শুরুতেই আঘাত হানেন শরিফুল ইসলাম। ইনিংসের প্রথম ওভারেই ৬ রানে কুশল মেন্ডিসকে ফিরিয়ে লঙ্কান শিবিরে চাপ বাড়িয়ে দেন।

এরপর শেখ মেহেদীর স্পিন ঘূর্ণিতে কাঁপতে থাকে লঙ্কান ব্যাটিং লাইনআপ। নিজের প্রথম ওভারেই শূন্য রানে কুশল পেরেরাকে স্লিপে ক্যাচে পরিণত করেন তিনি। পরে ফেরান চান্দিমাল ও অধিনায়ক আসালাঙ্কাকে। ম্যাচের শেষ ওভারে তুলে নেন পাথুম নিশাঙ্কার গুরুত্বপূর্ণ উইকেট, যিনি তখন ৪৬ রানে খেলছিলেন।

মেহেদী ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা পারফরম্যান্স উপহার দেন। শরিফুল, মুস্তাফিজ ও শামীম পাটোয়ারি নেন একটি করে উইকেট। দাসুন শানাকার অপরাজিত ৩৫ রানের ইনিংস এবং শেষ ওভারে শরিফুলের ওপর ঝড় তুলে ২২ রান নেওয়ায় শ্রীলঙ্কা ১৩২ রানে থামে।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই আউট হন ওপেনার পারভেজ ইমন। তবে চাপ সামলে দারুণ জুটি গড়েন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। তারা গড়েন ৭৪ রানের কার্যকরী পার্টনারশিপ। লিটন ৩২ রান করে আউট হলেও তামিম ৪৭ বলে ৭৩ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন।

তামিমের সঙ্গে তাওহীদ হৃদয়ের ২৫ বলে ২৭ রানের ইনিংস এবং অপরাজিত জুটি বাংলাদেশকে ২২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে দেয়।

এই জয়ের মাধ্যমে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জেতার পাশাপাশি পূর্ণকালীন অধিনায়ক হিসেবে নিজের অভিষেক সিরিজেই সাফল্যের মুখ দেখলেন লিটন দাস। আর ম্যাচসেরা শেখ মেহেদী হাসান হয়ে উঠলেন দলের নায়ক।