১২:৫১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

সিলেট-সুনামগঞ্জ সীমান্ত ৫৫ বাংলাদেশিকে পুশ-ইন করলো বিএসএফ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • / 74

ছবি সংগৃহীত

 

সিলেট ও সুনামগঞ্জ জেলার তিনটি সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৫৫ জন বাংলাদেশিকে পুশ–ইন করেছে। বুধবার (১৬ জুলাই) ভোরে সিলেটের বিভিন্ন সীমান্তপথে এই ঘটনা ঘটে। পুশ–ইন হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ১২ জন পুরুষ, ৩৩ জন নারী ও ১০ জন শিশু।

সিলেট-৪৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুশ–ইন হওয়া সবাইকে সীমান্ত এলাকা থেকে আটক করা হয়েছে এবং তাদের যাচাই-বাছাই শেষে আইনগত প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের ব্যবস্থা চলছে।

বিজ্ঞাপন

বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেটের নোয়াকোট, কালাইরাগ, তামাবিল ও শ্রীপুর বিওপির অধীনে থাকা সীমান্ত দিয়ে চারটি গ্রুপে করে এই বাংলাদেশিদের পুশ-ইন করা হয়। সীমান্ত এলাকায় টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে।

আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তারা আগেও অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন এবং সেখানেই অবস্থান করছিলেন।

জানা গেছে, সিলেট জেলার কালাইরাগ সীমান্ত দিয়ে পুশ-ইন হওয়া ৭টি পরিবারের ১৯ জনের মধ্যে রয়েছেন ৫ জন পুরুষ, ৯ জন নারী ও ৫ জন শিশু। শ্রীপুর সীমান্তের মোকামপুঞ্জি এলাকা দিয়ে পুশ–ইন হওয়া ৯টি পরিবারের ১৩ জনের মধ্যে ২ জন পুরুষ, ৮ জন নারী ও ৩ জন শিশু রয়েছেন। তামাবিল বিওপির আওতাধীন নলজুরি এলাকা দিয়ে একটি পরিবারের ২ জনকে আটক করা হয়।

অন্যদিকে সুনামগঞ্জ জেলার নোয়াকোট বিওপি এলাকার ছনবাড়ী সীমান্ত দিয়ে পুশ–ইন হওয়া ৮টি পরিবারের মোট ২১ জনের মধ্যে ৪ জন পুরুষ, ১৫ জন নারী ও ২ জন শিশু রয়েছে।

আটককৃতদের জেলা ভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, তাদের মধ্যে নড়াইলের ২৩ জন, যশোরের ১২ জন, সাতক্ষীরার ১০ জন, সিলেটের ৪ জন, বরিশালের ২ জন এবং কুষ্টিয়া, খুলনা, হবিগঞ্জ ও নরসিংদী জেলার একজন করে রয়েছেন।

বিজিবি জানিয়েছে, সীমান্তে পুশ–ইন প্রতিরোধে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

সিলেট-সুনামগঞ্জ সীমান্ত ৫৫ বাংলাদেশিকে পুশ-ইন করলো বিএসএফ

আপডেট সময় ০৬:৪৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

 

সিলেট ও সুনামগঞ্জ জেলার তিনটি সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৫৫ জন বাংলাদেশিকে পুশ–ইন করেছে। বুধবার (১৬ জুলাই) ভোরে সিলেটের বিভিন্ন সীমান্তপথে এই ঘটনা ঘটে। পুশ–ইন হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ১২ জন পুরুষ, ৩৩ জন নারী ও ১০ জন শিশু।

সিলেট-৪৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুশ–ইন হওয়া সবাইকে সীমান্ত এলাকা থেকে আটক করা হয়েছে এবং তাদের যাচাই-বাছাই শেষে আইনগত প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের ব্যবস্থা চলছে।

বিজ্ঞাপন

বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেটের নোয়াকোট, কালাইরাগ, তামাবিল ও শ্রীপুর বিওপির অধীনে থাকা সীমান্ত দিয়ে চারটি গ্রুপে করে এই বাংলাদেশিদের পুশ-ইন করা হয়। সীমান্ত এলাকায় টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে।

আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তারা আগেও অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন এবং সেখানেই অবস্থান করছিলেন।

জানা গেছে, সিলেট জেলার কালাইরাগ সীমান্ত দিয়ে পুশ-ইন হওয়া ৭টি পরিবারের ১৯ জনের মধ্যে রয়েছেন ৫ জন পুরুষ, ৯ জন নারী ও ৫ জন শিশু। শ্রীপুর সীমান্তের মোকামপুঞ্জি এলাকা দিয়ে পুশ–ইন হওয়া ৯টি পরিবারের ১৩ জনের মধ্যে ২ জন পুরুষ, ৮ জন নারী ও ৩ জন শিশু রয়েছেন। তামাবিল বিওপির আওতাধীন নলজুরি এলাকা দিয়ে একটি পরিবারের ২ জনকে আটক করা হয়।

অন্যদিকে সুনামগঞ্জ জেলার নোয়াকোট বিওপি এলাকার ছনবাড়ী সীমান্ত দিয়ে পুশ–ইন হওয়া ৮টি পরিবারের মোট ২১ জনের মধ্যে ৪ জন পুরুষ, ১৫ জন নারী ও ২ জন শিশু রয়েছে।

আটককৃতদের জেলা ভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, তাদের মধ্যে নড়াইলের ২৩ জন, যশোরের ১২ জন, সাতক্ষীরার ১০ জন, সিলেটের ৪ জন, বরিশালের ২ জন এবং কুষ্টিয়া, খুলনা, হবিগঞ্জ ও নরসিংদী জেলার একজন করে রয়েছেন।

বিজিবি জানিয়েছে, সীমান্তে পুশ–ইন প্রতিরোধে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।