ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আঞ্চলিক-বৈশ্বিক পরিবর্তনে ইরান-চীন হাত মিলাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি ইসরায়েলি হামলায় গাজার অন্যতম শীর্ষ নেতা মুহাম্মাদ সিনওয়ারের মৃত্যুর কথা নিশ্চিত করেছে হামাস ইসরায়েলের সাইবার ট্র্যাকিংয়ে নিহত হয়েছিলো ইরানের শীর্ষ ব্যক্তিরা পলিথিন পেলেই জব্দ করা হবে: পরিবেশ উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন নিয়ে এখনও সংশয় আছে: রুহুল কবির রিজভী চীনের সঙ্গে সম্পর্ক জোরদারে ভারতের প্রতিশ্রুতি: মোদি নতুন হামলায় গাজায় নিহত ৭৭ ফিলিস্তিনি: নিরাপত্তাহীনতা চরমে ভিনিসিয়ুস-গুলারের জোড়ায় নাটকীয় জয় রিয়ালের বিকেলে বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা

ডার্কসাইটে ৫.৫ কোটি নাগরিকের তথ্য ফাঁস, আসছে নতুন আইন: ফয়েজ আহমদ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • / 66

ছবি সংগৃহীত

 

রাজধানীর আগারগাঁওয়ে বুধবার (১৬ জুলাই) অনুষ্ঠিত “বিয়ার সামিট অ্যান্ড ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ২০২৫”-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এক উদ্বেগজনক তথ্য প্রকাশ করেন। তিনি জানান, দেশের প্রায় ৫ কোটি ৫০ লাখ নাগরিকের ব্যক্তিগত তথ্য বর্তমানে ডার্কসাইটে পাওয়া যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগের বিষয়।

তিনি বলেন, “এই ধরনের ডেটা ফাঁস শুধু নাগরিকের গোপনীয়তার জন্য হুমকি নয়, বরং এটি জাতীয় নিরাপত্তার জন্যও বিপজ্জনক।”

এই প্রেক্ষাপটে সরকার নাগরিকদের তথ্য সুরক্ষায় জোরালো উদ্যোগ গ্রহণ করছে বলে জানান তিনি। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে নতুন সুরক্ষা আইন প্রণয়ন এবং বিদ্যমান আইন সংস্কারের কথাও জানান তিনি।

এছাড়া ডেটা ব্যবস্থাপনা এবং সাইবার নিরাপত্তা সংশ্লিষ্ট নীতিমালার আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেন ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি বলেন, “ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে নাগরিকদের তথ্য নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য সহায়ক নীতিমালা তৈরি ও আইনগত কাঠামোর উন্নয়ন এখন সময়ের দাবি।”

এসময় তিনি আরও বলেন, দেশের মানুষ যাতে সহজে ও সাশ্রয়ী মূল্যে উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে পারে, সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। ডিজিটাল প্রযুক্তির প্রসারে সবার জন্য সমান সুযোগ তৈরি করতে সরকারের সদিচ্ছার কথা তুলে ধরেন তিনি।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য চুরি ও ফাঁসের ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

সরকারের পক্ষ থেকে নেয়া এই নতুন পদক্ষেপ ও পরিকল্পনা বাস্তবায়িত হলে নাগরিকদের তথ্য সুরক্ষা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

 

নিউজটি শেয়ার করুন

ডার্কসাইটে ৫.৫ কোটি নাগরিকের তথ্য ফাঁস, আসছে নতুন আইন: ফয়েজ আহমদ

আপডেট সময় ১২:১৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

 

রাজধানীর আগারগাঁওয়ে বুধবার (১৬ জুলাই) অনুষ্ঠিত “বিয়ার সামিট অ্যান্ড ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ২০২৫”-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এক উদ্বেগজনক তথ্য প্রকাশ করেন। তিনি জানান, দেশের প্রায় ৫ কোটি ৫০ লাখ নাগরিকের ব্যক্তিগত তথ্য বর্তমানে ডার্কসাইটে পাওয়া যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগের বিষয়।

তিনি বলেন, “এই ধরনের ডেটা ফাঁস শুধু নাগরিকের গোপনীয়তার জন্য হুমকি নয়, বরং এটি জাতীয় নিরাপত্তার জন্যও বিপজ্জনক।”

এই প্রেক্ষাপটে সরকার নাগরিকদের তথ্য সুরক্ষায় জোরালো উদ্যোগ গ্রহণ করছে বলে জানান তিনি। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে নতুন সুরক্ষা আইন প্রণয়ন এবং বিদ্যমান আইন সংস্কারের কথাও জানান তিনি।

এছাড়া ডেটা ব্যবস্থাপনা এবং সাইবার নিরাপত্তা সংশ্লিষ্ট নীতিমালার আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেন ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি বলেন, “ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে নাগরিকদের তথ্য নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য সহায়ক নীতিমালা তৈরি ও আইনগত কাঠামোর উন্নয়ন এখন সময়ের দাবি।”

এসময় তিনি আরও বলেন, দেশের মানুষ যাতে সহজে ও সাশ্রয়ী মূল্যে উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে পারে, সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। ডিজিটাল প্রযুক্তির প্রসারে সবার জন্য সমান সুযোগ তৈরি করতে সরকারের সদিচ্ছার কথা তুলে ধরেন তিনি।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য চুরি ও ফাঁসের ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

সরকারের পক্ষ থেকে নেয়া এই নতুন পদক্ষেপ ও পরিকল্পনা বাস্তবায়িত হলে নাগরিকদের তথ্য সুরক্ষা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।