অপরাধ সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকায় দক্ষিণ আফ্রিকার পুলিশমন্ত্রী বরখাস্ত

- আপডেট সময় ০৭:৩৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / 5
দক্ষিণ আফ্রিকার পুলিশমন্ত্রী সেনজো ম্যাখুনুকে অপরাধ সিন্ডিকেটের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
ম্যাখুনুর স্থানে দায়িত্ব পালন করবেন আইনের অধ্যাপক ফিরোজ চাচালিয়া। তাকে ভারপ্রাপ্ত পুলিশমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট রামাফোসা।
জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে রামাফোসা বলেন, “এই অভিযোগগুলো গুরুতর এবং জাতীয় নিরাপত্তার প্রশ্নের সঙ্গে জড়িত। এজন্য একটি পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত জরুরি। খুব শিগগিরই একটি বিচারিক কমিশন গঠন করা হবে।”
প্রেসিডেন্ট আরও জানান, তার সরকার আইন ও শৃঙ্খলা রক্ষায় আপসহীন অবস্থানে রয়েছে এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়।
বিবিসির খবরে বলা হয়েছে, কোয়াজুলু-নাতাল প্রদেশের পুলিশ কমিশনার নাহ্লানাহ্লা ম্যাখোয়ানাজি গত রবিবার ম্যাখুনুর বিরুদ্ধে অভিযোগ আনেন। তার ভিত্তিতেই প্রেসিডেন্ট এই পদক্ষেপ গ্রহণ করেন।
ম্যাখুনু আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)-এর একজন জ্যেষ্ঠ নেতা হিসেবেও পরিচিত। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
দক্ষিণ আফ্রিকার রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের সিদ্ধান্ত দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।
তবে ম্যাখুনুর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি।
এই ঘটনাকে কেন্দ্র করে দেশটির আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ভূমিকাও এখন আলোচনায় এসেছে। তদন্ত কমিশনের কার্যক্রম শুরুর পর ম্যাখুনুর বিরুদ্ধে অভিযোগ কতটা সত্য, সেটি প্রকাশ্যে আসবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, রামাফোসা সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে নাগরিক সমাজের বিভিন্ন অংশ। তাদের মতে, প্রশাসনের শীর্ষ পর্যায়ে এমন সিদ্ধান্ত নেওয়া দুর্নীতিবিরোধী আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে।
সরকারি সূত্রে জানা গেছে, বিচারিক কমিশনের সদস্যদের তালিকা ও কার্যক্রমের সময়সীমা আগামী সপ্তাহেই ঘোষণা করা হবে।