পাবনায় পুকুরে ভাসমান অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

- আপডেট সময় ০৩:৫৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / 5
পাবনা শহরের কলাবাগান কলোনির একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে লাইব্রেরি বাজার সংলগ্ন মিঠুর পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম-পরিচয় জানা না গেলেও, বয়স আনুমানিক ৪০ বছর বলে ধারণা করছে পুলিশ।
স্থানীয়রা জানান, কলাবাগান এলাকায় অবস্থিত পুকুরটি ‘মিঠুর পুকুর’ নামে পরিচিত। সকাল সাড়ে ৮টার দিকে এলাকার কিছু গৃহবধূ পুকুরপাড়ে ময়লা ফেলতে গিয়ে হঠাৎ একটি মরদেহ ভাসতে দেখেন। মরদেহটি উল্টে থাকা অবস্থায় ছিল। দৃশ্যটি দেখে তারা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন এবং ঘটনাটি জানাজানি হয়।
খবর পেয়ে পাবনা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়দের কেউই মৃত ব্যক্তিকে শনাক্ত করতে পারেননি। প্রত্যক্ষদর্শীদের মতে, মরদেহটি দেখে মনে হয়েছে এটি দুই-তিন দিন আগের হতে পারে।
এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, “মিঠুর পুকুর থেকে ভাসমান অবস্থায় একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটি অপমৃত্যু ধরে দেখা হচ্ছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।”
তিনি আরও বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন হাতে না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহের পরিচয় শনাক্তে থানায় জিডি এবং আশপাশের থানাগুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। একইসঙ্গে পরিবারের সন্ধানে স্থানীয়ভাবে প্রচার চালানো হচ্ছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, পুকুরপাড় এলাকায় পর্যাপ্ত আলো এবং নজরদারির ব্যবস্থা থাকা জরুরি। পুলিশ জানিয়েছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।