ঢাকা ১০:১৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হানিফ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুর্নীতির মামলা, সম্পদ বিবরণী চেয়ে আইনি নোটিশ বঙ্গোপসাগরে ভারতীয় দুই ট্রলারসহ ৩৪ জেলে আটক শুধু বাহক নয়, মাদকের গডফাদারদেরও আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা পরমাণু সংস্থার পরিদর্শকদের জুতার ভেতরে গুপ্তচর চিপ! দাবি ইরানের। ইউক্রেনে সেনা খসড়ায় স্বয়ংক্রিয় প্রযুক্তি: ১৭-২৫ বছরের তরুণদের জন্য পালানোর আর পথ নেই। রাশিয়ার “মেগা-অফেনসিভ” পরিকল্পনা, সঙ্গে থাকছে ৩০,০০০ উত্তর কোরিয়ান সেনা অপরাধ সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকায় দক্ষিণ আফ্রিকার পুলিশমন্ত্রী বরখাস্ত আমাদের উজানের দেশ, তথ্য না দিলে বন্যার প্রস্তুতি নেওয়া কঠিন: পরিবেশ উপদেষ্টা সর্দি কাশি নিরাময়ে লবঙ্গের ৭টি স্বাস্থ্য উপকারিতা যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বাণিজ্য উপদেষ্টা

চীনের সামরিক তৎপরতা ও খনিজ রপ্তানিতে উদ্বিগ্ন জাপান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • / 4

ছবি সংগৃহীত

 

 

চীনের সামরিক কর্মকাণ্ড এবং দুর্লভ খনিজ রপ্তানি নিষেধাজ্ঞা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাপান। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত একটি আঞ্চলিক সম্মেলনের ফাঁকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে এই উদ্বেগের কথা জানান জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইওয়াইয়া।

বৃহস্পতিবার আসিয়ান সম্পর্কিত বিভিন্ন বৈঠকের পাশাপাশি দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, চীনের সামরিক বাহিনীর বিপজ্জনক কার্যকলাপ এবং দুর্লভ খনিজ ও চুম্বকের রপ্তানি নিষেধাজ্ঞা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকের ঠিক আগে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পূর্ব চীন সাগরে জাপানের একটি নজরদারি বিমানের খুব কাছ দিয়ে চীনের দুটি যুদ্ধবিমান অস্বাভাবিকভাবে উড়ে যায়, যা একটি বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা তৈরি করে। বিষয়টি নিয়েও চীনের প্রতি উদ্বেগ জানানো হয়।

পররাষ্ট্রমন্ত্রী ইওয়াইয়া বৈঠকে সাফ জানিয়ে দেন, পূর্ব চীন সাগরে চীনা কোস্ট গার্ডের হেলিকপ্টারের আকাশসীমা লঙ্ঘন এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরে চীনের দুটি বিমানবাহী রণতরীর সক্রিয়তা জাপানের জন্য গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, পূর্ব ও দক্ষিণ চীন সাগরের নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাইওয়ানের আশপাশে বড় পরিসরে চীনের সামরিক মহড়া এই স্থিতিশীলতা নষ্ট করতে পারে, যা চীনের প্রতি স্পষ্ট সমালোচনার ইঙ্গিত বহন করে।

দুর্লভ খনিজ ও চুম্বকের রপ্তানির ওপর চীনের আরোপিত নিষেধাজ্ঞা প্রসঙ্গে ইওয়াইয়া ওয়াং ইকে আহ্বান জানান, যেন দ্রুত রপ্তানির অনুমোদনপ্রক্রিয়া সম্পন্ন করা হয়। তিনি জানান, এ নিষেধাজ্ঞা জাপানি কোম্পানিগুলোর ওপর বড় ধরনের প্রভাব ফেলছে।

জাপান জানায়, চীনা বিধিনিষেধের কারণে রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমেছে এবং গত পাঁচ বছরে রপ্তানির পরিমাণ সর্বনিম্নে পৌঁছেছে। তবে ওয়াং ই আশ্বস্ত করেছেন, প্রযোজ্য নিয়ম মেনে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করলে চীন জাপানি কোম্পানিগুলোর স্বাভাবিক চাহিদা অনুযায়ী দুর্লভ খনিজ সরবরাহে সক্ষম হবে।

সূত্র: জাপান টাইমস

নিউজটি শেয়ার করুন

চীনের সামরিক তৎপরতা ও খনিজ রপ্তানিতে উদ্বিগ্ন জাপান

আপডেট সময় ০৩:৪৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

 

 

চীনের সামরিক কর্মকাণ্ড এবং দুর্লভ খনিজ রপ্তানি নিষেধাজ্ঞা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাপান। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত একটি আঞ্চলিক সম্মেলনের ফাঁকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে এই উদ্বেগের কথা জানান জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইওয়াইয়া।

বৃহস্পতিবার আসিয়ান সম্পর্কিত বিভিন্ন বৈঠকের পাশাপাশি দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, চীনের সামরিক বাহিনীর বিপজ্জনক কার্যকলাপ এবং দুর্লভ খনিজ ও চুম্বকের রপ্তানি নিষেধাজ্ঞা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকের ঠিক আগে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পূর্ব চীন সাগরে জাপানের একটি নজরদারি বিমানের খুব কাছ দিয়ে চীনের দুটি যুদ্ধবিমান অস্বাভাবিকভাবে উড়ে যায়, যা একটি বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা তৈরি করে। বিষয়টি নিয়েও চীনের প্রতি উদ্বেগ জানানো হয়।

পররাষ্ট্রমন্ত্রী ইওয়াইয়া বৈঠকে সাফ জানিয়ে দেন, পূর্ব চীন সাগরে চীনা কোস্ট গার্ডের হেলিকপ্টারের আকাশসীমা লঙ্ঘন এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরে চীনের দুটি বিমানবাহী রণতরীর সক্রিয়তা জাপানের জন্য গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, পূর্ব ও দক্ষিণ চীন সাগরের নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাইওয়ানের আশপাশে বড় পরিসরে চীনের সামরিক মহড়া এই স্থিতিশীলতা নষ্ট করতে পারে, যা চীনের প্রতি স্পষ্ট সমালোচনার ইঙ্গিত বহন করে।

দুর্লভ খনিজ ও চুম্বকের রপ্তানির ওপর চীনের আরোপিত নিষেধাজ্ঞা প্রসঙ্গে ইওয়াইয়া ওয়াং ইকে আহ্বান জানান, যেন দ্রুত রপ্তানির অনুমোদনপ্রক্রিয়া সম্পন্ন করা হয়। তিনি জানান, এ নিষেধাজ্ঞা জাপানি কোম্পানিগুলোর ওপর বড় ধরনের প্রভাব ফেলছে।

জাপান জানায়, চীনা বিধিনিষেধের কারণে রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমেছে এবং গত পাঁচ বছরে রপ্তানির পরিমাণ সর্বনিম্নে পৌঁছেছে। তবে ওয়াং ই আশ্বস্ত করেছেন, প্রযোজ্য নিয়ম মেনে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করলে চীন জাপানি কোম্পানিগুলোর স্বাভাবিক চাহিদা অনুযায়ী দুর্লভ খনিজ সরবরাহে সক্ষম হবে।

সূত্র: জাপান টাইমস