০৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :

ইউক্রেন জুড়ে ৬০০-র বেশি রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তাণ্ডব, নিহত ৬

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • / 134

ছবি: সংগৃহীত

 

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় আবারও কেঁপে উঠেছে ইউক্রেনের একাধিক শহর। এক রাতেই ছোড়া হয়েছে ৬০০-র বেশি ড্রোন ও মিসাইল। এতে অন্তত ৬ জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে কিয়েভ। একইসঙ্গে দোনেৎস্ক অঞ্চলের আরও একটি গ্রাম দখলের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রোববার রাতে (১৩ জুলাই) চেরনিভচি, লভিভ, খারকিভ ও সুমি অঞ্চলে ব্যাপক বিমান হামলা চালায় রাশিয়ার বাহিনী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মতে, হামলায় ব্যবহৃত হয়েছে অন্তত ২৬টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও প্রায় ৬০০ কামিকাজে ড্রোন।

বিজ্ঞাপন

এই হামলায় বেশ কয়েকজন আহত ও নিহত হয়েছেন। ইউক্রেনের প্রতিরক্ষা বিভাগ দাবি করেছে, বেশিরভাগ রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে সক্ষম হয়েছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা।

এদিকে, একইদিনে দোনেৎস্ক অঞ্চলের মাইরনে গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। এলাকাটি নিপ্রোপেত্রভস্ক সীমান্তবর্তী। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, শত্রুপক্ষের প্রতিরক্ষা ভেদ করেই তারা ওই গ্রাম দখলে নিয়েছে। একইসঙ্গে আরও ছয়টি অঞ্চলে অভিযান চালিয়ে যাচ্ছে মস্কো।

জম্মি হামলার মধ্যেই রাশিয়া নিয়েছে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সিদ্ধান্ত। ২০২২ সালের জুলাইয়ে জাতিসংঘের সঙ্গে স্বাক্ষরিত কৃষিপণ্য রফতানি সংক্রান্ত চুক্তিটি তারা আর নবায়ন করবে না বলে জানিয়েছে। মস্কোর অভিযোগ, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে চুক্তির পাঁচটি মৌলিক শর্তই পূরণ হয়নি—বিশেষ করে বীমা, পেমেন্ট ও লজিস্টিক বিষয়ে।

রুশ হামলার পাল্টা জবাবে যুক্তরাষ্ট্র নতুন সামরিক সহায়তার পরিকল্পনা করছে ইউক্রেনের জন্য। সিবিএস নিউজ জানিয়েছে, ট্রাম্প প্রশাসন পুরনো ৩৫০ কোটি ডলারের বাজেট থেকে সহায়তা অনুমোদন করতে পারে। একইসঙ্গে ৫০০ কোটি ডলারের রুশ ফ্রিজ করা সম্পদ ইউক্রেনের জন্য স্থানান্তরেরও চিন্তা করা হচ্ছে।

এরইমধ্যে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কিয়েভকে আরও প্রতিরক্ষামূলক অস্ত্র সরবরাহ করা হবে। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, সোমবার (১৪ জুলাই) রাশিয়া নিয়ে একটি “বড় ঘোষণা” দেবেন তিনি। এ নিয়ে মস্কোতেও বাড়ছে কূটনৈতিক উত্তেজনা।

নিউজটি শেয়ার করুন

ইউক্রেন জুড়ে ৬০০-র বেশি রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তাণ্ডব, নিহত ৬

আপডেট সময় ১০:২৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

 

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় আবারও কেঁপে উঠেছে ইউক্রেনের একাধিক শহর। এক রাতেই ছোড়া হয়েছে ৬০০-র বেশি ড্রোন ও মিসাইল। এতে অন্তত ৬ জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে কিয়েভ। একইসঙ্গে দোনেৎস্ক অঞ্চলের আরও একটি গ্রাম দখলের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রোববার রাতে (১৩ জুলাই) চেরনিভচি, লভিভ, খারকিভ ও সুমি অঞ্চলে ব্যাপক বিমান হামলা চালায় রাশিয়ার বাহিনী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মতে, হামলায় ব্যবহৃত হয়েছে অন্তত ২৬টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও প্রায় ৬০০ কামিকাজে ড্রোন।

বিজ্ঞাপন

এই হামলায় বেশ কয়েকজন আহত ও নিহত হয়েছেন। ইউক্রেনের প্রতিরক্ষা বিভাগ দাবি করেছে, বেশিরভাগ রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে সক্ষম হয়েছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা।

এদিকে, একইদিনে দোনেৎস্ক অঞ্চলের মাইরনে গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। এলাকাটি নিপ্রোপেত্রভস্ক সীমান্তবর্তী। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, শত্রুপক্ষের প্রতিরক্ষা ভেদ করেই তারা ওই গ্রাম দখলে নিয়েছে। একইসঙ্গে আরও ছয়টি অঞ্চলে অভিযান চালিয়ে যাচ্ছে মস্কো।

জম্মি হামলার মধ্যেই রাশিয়া নিয়েছে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সিদ্ধান্ত। ২০২২ সালের জুলাইয়ে জাতিসংঘের সঙ্গে স্বাক্ষরিত কৃষিপণ্য রফতানি সংক্রান্ত চুক্তিটি তারা আর নবায়ন করবে না বলে জানিয়েছে। মস্কোর অভিযোগ, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে চুক্তির পাঁচটি মৌলিক শর্তই পূরণ হয়নি—বিশেষ করে বীমা, পেমেন্ট ও লজিস্টিক বিষয়ে।

রুশ হামলার পাল্টা জবাবে যুক্তরাষ্ট্র নতুন সামরিক সহায়তার পরিকল্পনা করছে ইউক্রেনের জন্য। সিবিএস নিউজ জানিয়েছে, ট্রাম্প প্রশাসন পুরনো ৩৫০ কোটি ডলারের বাজেট থেকে সহায়তা অনুমোদন করতে পারে। একইসঙ্গে ৫০০ কোটি ডলারের রুশ ফ্রিজ করা সম্পদ ইউক্রেনের জন্য স্থানান্তরেরও চিন্তা করা হচ্ছে।

এরইমধ্যে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কিয়েভকে আরও প্রতিরক্ষামূলক অস্ত্র সরবরাহ করা হবে। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, সোমবার (১৪ জুলাই) রাশিয়া নিয়ে একটি “বড় ঘোষণা” দেবেন তিনি। এ নিয়ে মস্কোতেও বাড়ছে কূটনৈতিক উত্তেজনা।