ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

- আপডেট সময় ১১:৪৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / 8
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আসকর আলী (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (১২ জুলাই) ভোরে উপজেলার মিনাপুর সীমান্তের ৩৫৩ নম্বর প্রধান পিলারের কাছে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
নিহত আসকর আলী হরিপুর উপজেলার জীবনপুর গ্রামের কানুরা নামের এক ব্যক্তির ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
স্থানীয় সূত্র ও বিজিবির তথ্য অনুযায়ী, শনিবার ভোর চারটার দিকে আসকর আলীসহ কয়েকজন ব্যক্তি মিনাপুর সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে কাঁটাতারের কাছে প্রবেশ করেন। এ সময় ভারতের কিষাণগঞ্জ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে ঘটনাস্থলেই নিহত হন আসকর আলী। তার মরদেহ ভারতের প্রায় ২০০ গজ ভেতরে পড়ে আছে বলে জানা গেছে।
ঘটনার পর সীমান্তে উত্তেজনা দেখা দিলে ওই এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়। একইসঙ্গে ভারতের পক্ষেও অতিরিক্ত বিএসএফ সদস্য মোতায়েন করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
দিনাজপুরের ৪২ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ঘটনার বিষয়ে অবগত হওয়ার সঙ্গে সঙ্গে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা শুরু করেছে। নিহত যুবকের মরদেহ ফেরত আনতে পতাকা বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে।
বিজিবি জানায়, “আমরা বিএসএফের সঙ্গে সমন্বয় করে দ্রুত সময়ের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহটি দেশে ফেরত আনার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
এদিকে নিহত আসকর আলীর পরিবার এবং স্থানীয়দের মধ্যে চরম শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সীমান্তে পুনরায় এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দ্বিপক্ষীয় উদ্যোগ জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।