ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
২-৩টি আসনের প্রস্তাব ও ক্ষমতার লোভ দেখিয়ে এনসিপি কেনার সাধ্য কারো নেই: নাহিদ ইসলাম গণতন্ত্রকে বিপথে নিতে সংস্কারের নামে সূক্ষ্ম কারচুপি চলছে: ১২ দলীয় জোট প্রধান ব্যবসায়ী সোহাগ হত্যা: টিটন গাজীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর মালয়েশিয়ার কুয়ালালামপুরে শতাধিক পাসপোর্টসহ ৩ বাংলাদেশি গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৯১ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সরকার কখনও মব জাস্টিসকে বরদাশত করে না: পরিবেশ উপদেষ্টা নির্বাচনে সুষ্ঠুতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: উপ-প্রেস সচিব বাংলাদেশ সফরে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জোহানেস যাত চাঁদাবাজি নয়, টাকার লেনদেনের বিরোধেই খুন হন সোহাগ: পুলিশের তদন্ত

আবারও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনেয়ি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / 6

ছবি: সংগৃহীত

 

মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে আবারও হামলার হুমকি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি। শুক্রবার (১১ জুলাই) এক বক্তব্যে তিনি বলেন, “যদি প্রয়োজন হয়, তাহলে আমেরিকার ঘাঁটিতে আবারও হামলা চালানো হবে।”

খামেনেয়ি আরও বলেন, “আল উদেইদ ঘাঁটিতে হামলা কোনো তুচ্ছ ঘটনা নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা ভবিষ্যতে পুনরায় ঘটতে পারে।” কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি ‘আল উদেইদ’-এ ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রসঙ্গ টেনেই তিনি এ মন্তব্য করেন।

তিনি স্পষ্ট করে জানান, “আমরা মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলা চালানোর পূর্ণ সক্ষমতা রাখি।” উল্লেখ্য, ইরানের এই হামলা ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে একটি জবাবি পদক্ষেপ। তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক প্রকল্প ধ্বংস করতে চাইছে।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন শুক্রবার আল-আরাবিয়াকে নিশ্চিত করে জানায়, ইরানের ছোড়া অন্তত একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আল উদেইদ ঘাঁটিতে আঘাত হানে। সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ঘাঁটির একটি রেডোম, যেখানে গুরুত্বপূর্ণ সামরিক যন্ত্রপাতি ও যোগাযোগ সরঞ্জাম রাখা হয়, তা ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখযোগ্য যে, এই আল উদেইদ ঘাঁটিই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর ফরোয়ার্ড সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হয়, যেখান থেকে পুরো মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক কার্যক্রম পরিচালিত ও সমন্বয় করা হয়।

ঘটনার পরপরই যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এক বিবৃতিতে বলেন, “আমরা নিশ্চিত, আমাদের একাধিক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভেতর দিয়েও কিছু একটা প্রবেশ করেছিল।”

তিনি আরও জানান, এই হামলাটি ছিল মার্কিন সামরিক ইতিহাসে সবচেয়ে বড় একক প্যাট্রিয়ট মিসাইল প্রতিরক্ষা অভিযানের উদাহরণ। তবে তিনি বলেন, মার্কিন সেনারা সময়মতো ব্যবস্থা নিয়ে বড় ধরনের ক্ষতি থেকে ঘাঁটিটিকে রক্ষা করতে সক্ষম হয়েছেন।

সূত্র: আল-আরাবিয়া

নিউজটি শেয়ার করুন

আবারও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনেয়ি

আপডেট সময় ১০:৫২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

 

মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে আবারও হামলার হুমকি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি। শুক্রবার (১১ জুলাই) এক বক্তব্যে তিনি বলেন, “যদি প্রয়োজন হয়, তাহলে আমেরিকার ঘাঁটিতে আবারও হামলা চালানো হবে।”

খামেনেয়ি আরও বলেন, “আল উদেইদ ঘাঁটিতে হামলা কোনো তুচ্ছ ঘটনা নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা ভবিষ্যতে পুনরায় ঘটতে পারে।” কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি ‘আল উদেইদ’-এ ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রসঙ্গ টেনেই তিনি এ মন্তব্য করেন।

তিনি স্পষ্ট করে জানান, “আমরা মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলা চালানোর পূর্ণ সক্ষমতা রাখি।” উল্লেখ্য, ইরানের এই হামলা ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে একটি জবাবি পদক্ষেপ। তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক প্রকল্প ধ্বংস করতে চাইছে।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন শুক্রবার আল-আরাবিয়াকে নিশ্চিত করে জানায়, ইরানের ছোড়া অন্তত একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আল উদেইদ ঘাঁটিতে আঘাত হানে। সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ঘাঁটির একটি রেডোম, যেখানে গুরুত্বপূর্ণ সামরিক যন্ত্রপাতি ও যোগাযোগ সরঞ্জাম রাখা হয়, তা ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখযোগ্য যে, এই আল উদেইদ ঘাঁটিই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর ফরোয়ার্ড সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হয়, যেখান থেকে পুরো মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক কার্যক্রম পরিচালিত ও সমন্বয় করা হয়।

ঘটনার পরপরই যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এক বিবৃতিতে বলেন, “আমরা নিশ্চিত, আমাদের একাধিক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভেতর দিয়েও কিছু একটা প্রবেশ করেছিল।”

তিনি আরও জানান, এই হামলাটি ছিল মার্কিন সামরিক ইতিহাসে সবচেয়ে বড় একক প্যাট্রিয়ট মিসাইল প্রতিরক্ষা অভিযানের উদাহরণ। তবে তিনি বলেন, মার্কিন সেনারা সময়মতো ব্যবস্থা নিয়ে বড় ধরনের ক্ষতি থেকে ঘাঁটিটিকে রক্ষা করতে সক্ষম হয়েছেন।

সূত্র: আল-আরাবিয়া