ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ব্যবসায়ী সোহাগ হত্যা: টিটন গাজীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর মালয়েশিয়ার কুয়ালালামপুরে শতাধিক পাসপোর্টসহ ৩ বাংলাদেশি গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৯১ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সরকার কখনও মব জাস্টিসকে বরদাশত করে না: পরিবেশ উপদেষ্টা নির্বাচনে সুষ্ঠুতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: উপ-প্রেস সচিব বাংলাদেশ সফরে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জোহানেস যাত চাঁদাবাজি নয়, টাকার লেনদেনের বিরোধেই খুন হন সোহাগ: পুলিশের তদন্ত কিউবার প্রেসিডেন্টের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, উত্তপ্ত হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্ক টিএসসিতে ‘রাজনৈতিক হত্যা স্কোরবোর্ড’ বসানোর ঘোষণা ছাত্র অধিকার পরিষদের

ইউক্রেনে আবারও মার্কিন সামরিক সহায়তা পাঠানোর ঘোষণা ট্রাম্পের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / 8

ছবি: সংগৃহীত

 

যুক্তরাষ্ট্র আবার ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া শুরু করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর আগে, ওয়াশিংটন কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহ সাময়িকভাবে স্থগিত করেছিল, যার ফলে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের দুর্বলতা দেখা দেয়।

এদিকে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে এনবিসি নিউজকে জানান, তিনি ন্যাটোর সঙ্গে একটি নতুন চুক্তি সম্পন্ন করেছেন। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের তৈরি উন্নত প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ন্যাটোর মাধ্যমে ইউক্রেনে পাঠানো হবে।

জেলেনস্কি বারবার সতর্ক করে আসছিলেন যে, যুক্তরাষ্ট্রের সহায়তা স্থগিত থাকলে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যাহত হবে এবং রাশিয়ার চলমান হামলা মোকাবেলা করা কঠিন হয়ে পড়বে। প্যাট্রিয়ট সিস্টেম এবং কামান গোলা এই দুই গুরুত্বপূর্ণ অস্ত্রই ছিল স্থগিত হওয়া সরঞ্জামের তালিকায়।

গত কয়েক সপ্তাহে ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বেড়ে গেছে। এতে বিপুল সংখ্যক বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন, যা ইউক্রেনের নিরাপত্তা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। এই পরিস্থিতিতে জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কাছে অন্তত ১০টি প্যাট্রিয়ট সিস্টেম সরবরাহের আবেদন জানান।

বিশ্বের অন্যতম আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে প্যাট্রিয়ট সিস্টেমের খ্যাতি রয়েছে। এটি শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র শনাক্ত করে তা ভূপাতিত করতে সক্ষম। প্যাট্রিয়ট সিস্টেমের নতুন চালান ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা।

ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণায় বলা হয়েছে, ন্যাটো যুক্তরাষ্ট্র থেকে এসব প্রতিরক্ষা ব্যবস্থা কিনে ইউক্রেনে পাঠাবে। এতে করে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা পুনরায় শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: বিবিসি।

নিউজটি শেয়ার করুন

ইউক্রেনে আবারও মার্কিন সামরিক সহায়তা পাঠানোর ঘোষণা ট্রাম্পের

আপডেট সময় ১০:৪০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

 

যুক্তরাষ্ট্র আবার ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া শুরু করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর আগে, ওয়াশিংটন কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহ সাময়িকভাবে স্থগিত করেছিল, যার ফলে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের দুর্বলতা দেখা দেয়।

এদিকে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে এনবিসি নিউজকে জানান, তিনি ন্যাটোর সঙ্গে একটি নতুন চুক্তি সম্পন্ন করেছেন। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের তৈরি উন্নত প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ন্যাটোর মাধ্যমে ইউক্রেনে পাঠানো হবে।

জেলেনস্কি বারবার সতর্ক করে আসছিলেন যে, যুক্তরাষ্ট্রের সহায়তা স্থগিত থাকলে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যাহত হবে এবং রাশিয়ার চলমান হামলা মোকাবেলা করা কঠিন হয়ে পড়বে। প্যাট্রিয়ট সিস্টেম এবং কামান গোলা এই দুই গুরুত্বপূর্ণ অস্ত্রই ছিল স্থগিত হওয়া সরঞ্জামের তালিকায়।

গত কয়েক সপ্তাহে ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বেড়ে গেছে। এতে বিপুল সংখ্যক বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন, যা ইউক্রেনের নিরাপত্তা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। এই পরিস্থিতিতে জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কাছে অন্তত ১০টি প্যাট্রিয়ট সিস্টেম সরবরাহের আবেদন জানান।

বিশ্বের অন্যতম আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে প্যাট্রিয়ট সিস্টেমের খ্যাতি রয়েছে। এটি শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র শনাক্ত করে তা ভূপাতিত করতে সক্ষম। প্যাট্রিয়ট সিস্টেমের নতুন চালান ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা।

ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণায় বলা হয়েছে, ন্যাটো যুক্তরাষ্ট্র থেকে এসব প্রতিরক্ষা ব্যবস্থা কিনে ইউক্রেনে পাঠাবে। এতে করে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা পুনরায় শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: বিবিসি।