১২:১৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

নীলফামারীতে শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা বিদ্যালয়ে এসএসসিতে সবাই ফেল, বইছে সমালোচনার ঝড়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • / 73

ছবি সংগৃহীত

 

নীলফামারী জেলার ডিমলা উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র দুইজন শিক্ষার্থী।দুঃখজনকভাবে, কেউই পাস করতে পারেনি। ফলে সমালোচনার ঝড় বইছে পুরো উপজেলায়।

রোববার (১২ মে) সকাল ১০টায় এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এরপরই জানা যায়, পুরো উপজেলায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠান শূন্য পাসের তালিকায় রয়েছে, তার মধ্যে শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়ের নামও রয়েছে।

বিজ্ঞাপন

বিদ্যালয় সূত্রে জানা যায়, ১২ জন শিক্ষক থাকা সত্ত্বেও এবার মাত্র দুইজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। কিন্তু কেউই উত্তীর্ণ হতে না পারায় স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, “এভাবে কেউ পাস না করতে পারায় আমাদের এলাকার মান-সম্মান প্রশ্নের মুখে পড়েছে। শিক্ষকরা নিয়মিত ক্লাস নেন কি না, সেটাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খতিয়ে দেখা উচিত।”

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হাবিবের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়, ফলে তার মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

ডিমলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাকিম বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক। কেন এমন ফলাফল হলো, শিক্ষার্থী এত কম কেন, এসব বিষয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়রা বলছেন, সরকারি তত্ত্বাবধান ও শিক্ষক-কর্মকর্তাদের নজরদারির অভাবে এমন ফলাফল এসেছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে বিদ্যালয়ের সুনাম ও শিক্ষার্থীদের ভবিষ্যত আরও অনিশ্চিত হয়ে পড়বে।

নিউজটি শেয়ার করুন

নীলফামারীতে শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা বিদ্যালয়ে এসএসসিতে সবাই ফেল, বইছে সমালোচনার ঝড়

আপডেট সময় ০৭:০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

 

নীলফামারী জেলার ডিমলা উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র দুইজন শিক্ষার্থী।দুঃখজনকভাবে, কেউই পাস করতে পারেনি। ফলে সমালোচনার ঝড় বইছে পুরো উপজেলায়।

রোববার (১২ মে) সকাল ১০টায় এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এরপরই জানা যায়, পুরো উপজেলায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠান শূন্য পাসের তালিকায় রয়েছে, তার মধ্যে শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়ের নামও রয়েছে।

বিজ্ঞাপন

বিদ্যালয় সূত্রে জানা যায়, ১২ জন শিক্ষক থাকা সত্ত্বেও এবার মাত্র দুইজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। কিন্তু কেউই উত্তীর্ণ হতে না পারায় স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, “এভাবে কেউ পাস না করতে পারায় আমাদের এলাকার মান-সম্মান প্রশ্নের মুখে পড়েছে। শিক্ষকরা নিয়মিত ক্লাস নেন কি না, সেটাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খতিয়ে দেখা উচিত।”

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হাবিবের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়, ফলে তার মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

ডিমলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাকিম বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক। কেন এমন ফলাফল হলো, শিক্ষার্থী এত কম কেন, এসব বিষয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়রা বলছেন, সরকারি তত্ত্বাবধান ও শিক্ষক-কর্মকর্তাদের নজরদারির অভাবে এমন ফলাফল এসেছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে বিদ্যালয়ের সুনাম ও শিক্ষার্থীদের ভবিষ্যত আরও অনিশ্চিত হয়ে পড়বে।