১১:০২ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

কিছু ভারতীয় নাগরিকদেরও বাংলাদেশের ভূখণ্ডে পুশইন করছে: বিজিবি মহাপরিচালক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • / 77

ছবি সংগৃহীত

 

বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইন এবং পুশব্যাক কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কখনো কখনো ভারতীয় নাগরিকদেরও বাংলাদেশের ভূখণ্ডে পুশইন করছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) চট্টগ্রামে বিজিবির ১০৩তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিজিবি মহাপরিচালক বলেন, “সীমান্ত এলাকায় প্রতিনিয়ত পুশব্যাক ও পুশইনের মতো ঘটনা ঘটছে। যাদের নিয়ম অনুযায়ী হস্তান্তর করার কথা, তাদের হ্যান্ডওভারের প্রক্রিয়াও চলমান রয়েছে। পাশাপাশি এসব অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করতেও আমরা কাজ করছি।”

তিনি আরও জানান, কিছু ভারতীয় নাগরিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। তাদের প্রতিহত করার জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

নবীন সৈনিকদের উদ্দেশে তিনি বলেন, “সীমান্ত রক্ষার দায়িত্ব অত্যন্ত গর্বের। তোমরা কখনও প্রতিপক্ষের কাছে নমনীয়তা দেখাবে না। প্রয়োজনে জীবন দেবে, কিন্তু দেশের এক ইঞ্চি মাটিও ছাড়বে না। তোমরাই হবে জাতির আস্থার প্রতীক।”

সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান মহাপরিচালক। তিনি বলেন, “সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পর অতিরিক্ত জনবল ভবিষ্যতে জাতীয় নির্বাচনে সহায়তা করার জন্য প্রস্তুত থাকবে।”

বিজিবির এই মহাপরিচালক আরও বলেন, “আমরা নিয়মতান্ত্রিকভাবে সব কিছু মোকাবিলা করছি। সীমান্তে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে।”

সীমান্ত নিরাপত্তা, রাষ্ট্রীয় স্বার্থ এবং জাতীয় নিরাপত্তার দিক বিবেচনায় সীমান্তরক্ষীদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশও দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

কিছু ভারতীয় নাগরিকদেরও বাংলাদেশের ভূখণ্ডে পুশইন করছে: বিজিবি মহাপরিচালক

আপডেট সময় ১২:৩৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

 

বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইন এবং পুশব্যাক কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কখনো কখনো ভারতীয় নাগরিকদেরও বাংলাদেশের ভূখণ্ডে পুশইন করছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) চট্টগ্রামে বিজিবির ১০৩তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিজিবি মহাপরিচালক বলেন, “সীমান্ত এলাকায় প্রতিনিয়ত পুশব্যাক ও পুশইনের মতো ঘটনা ঘটছে। যাদের নিয়ম অনুযায়ী হস্তান্তর করার কথা, তাদের হ্যান্ডওভারের প্রক্রিয়াও চলমান রয়েছে। পাশাপাশি এসব অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করতেও আমরা কাজ করছি।”

তিনি আরও জানান, কিছু ভারতীয় নাগরিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। তাদের প্রতিহত করার জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

নবীন সৈনিকদের উদ্দেশে তিনি বলেন, “সীমান্ত রক্ষার দায়িত্ব অত্যন্ত গর্বের। তোমরা কখনও প্রতিপক্ষের কাছে নমনীয়তা দেখাবে না। প্রয়োজনে জীবন দেবে, কিন্তু দেশের এক ইঞ্চি মাটিও ছাড়বে না। তোমরাই হবে জাতির আস্থার প্রতীক।”

সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান মহাপরিচালক। তিনি বলেন, “সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পর অতিরিক্ত জনবল ভবিষ্যতে জাতীয় নির্বাচনে সহায়তা করার জন্য প্রস্তুত থাকবে।”

বিজিবির এই মহাপরিচালক আরও বলেন, “আমরা নিয়মতান্ত্রিকভাবে সব কিছু মোকাবিলা করছি। সীমান্তে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে।”

সীমান্ত নিরাপত্তা, রাষ্ট্রীয় স্বার্থ এবং জাতীয় নিরাপত্তার দিক বিবেচনায় সীমান্তরক্ষীদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশও দেন তিনি।