এসএসসির ফল প্রকাশিত হচ্ছে দুই মাসেরও কম সময়ের মধ্যে: শিক্ষা উপদেষ্টা
- আপডেট সময় ০৫:৪৬:১০ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
- / 56
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশে এবার কোনো আনুষ্ঠানিকতা থাকছে না বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই, মাত্র দুই মাসেরও কম সময়ে, সব শিক্ষা বোর্ড নিজেদের মতো করে এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশ করবে।
বুধবার (৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আলোচনার মূল বিষয় ছিল এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশের প্রস্তুতি ও প্রক্রিয়া।
শিক্ষা উপদেষ্টা বলেন, “এবারের ফলাফল হস্তান্তরের ক্ষেত্রে অতিরিক্ত কোনো আনুষ্ঠানিকতা রাখা হয়নি। বাহুল্য এড়িয়ে দ্রুত সময়ের মধ্যেই ফল প্রকাশের ব্যবস্থা নেয়া হয়েছে।” তিনি আরও জানান, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডও নিজ নিজ ব্যবস্থাপনায় ফলাফল প্রকাশ করবে।
উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ১০ এপ্রিল। দেশের ৯টি সাধারণ বোর্ড ছাড়াও কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে একযোগে শুরু হওয়া এ পরীক্ষায় অংশগ্রহণ করে প্রায় ১৯ লাখ শিক্ষার্থী। পরীক্ষার সমাপনী হয় ১৩ মে।
ফলাফল প্রকাশের নির্ভরযোগ্যতা ও স্বচ্ছতা বজায় রেখে দ্রুততার সঙ্গে এই প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। বোর্ডভিত্তিক ফলাফল প্রকাশের মাধ্যমে শিক্ষার্থীরা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইট ও নির্ধারিত মাধ্যম ব্যবহার করে সহজেই ফলাফল জানতে পারবে।
পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। তারা মনে করছেন, আনুষ্ঠানিকতা কমিয়ে ফলাফল প্রকাশে গতিশীলতা আনা হলে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার প্রস্তুতি ও পরবর্তী পরিকল্পনাগুলো আরও সহজ হবে।
শিক্ষা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত তারিখে প্রতিটি বোর্ড নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী ফল প্রকাশ করবে এবং তা শিক্ষার্থীদের জন্য সুষ্ঠুভাবে পৌঁছে দিতে প্রয়োজনীয় প্রযুক্তি ও প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সব মিলিয়ে এবারের এসএসসি ও সমমানের ফল প্রকাশ হতে যাচ্ছে স্বল্প সময়ের মধ্যে, সরল ও স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে যা দেশের শিক্ষা ব্যবস্থায় সময়ানুযায়ী ফলাফল প্রকাশের একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।


























