গাজায় ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ নিহত ২০ ফিলিস্তিনি

- আপডেট সময় ০৫:৩৩:০৩ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
- / 4
গাজা উপত্যকায় বুধবার মধ্যরাতে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় অন্তত ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জনই শিশু। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার বরাতে এএফপি এই তথ্য জানিয়েছে।
সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল জানান, খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি তাঁবুতে প্রথম হামলাটি চালায় ইসরায়েলি বিমান। রাতের নিস্তব্ধতা ভেঙে আচমকা চালানো এই হামলায় একই পরিবারের ১০ জন নিহত হন। হামলার সময় তাঁবুর ভেতরে থাকা অধিকাংশই শিশু ও নারী ছিলেন বলে জানা গেছে।
এই হামলার কিছুক্ষণ পর গাজার উত্তরের আল-শাতি শরণার্থীশিবিরেও বিমান হামলা চালানো হয়। সেখানে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। অনেকেই গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।
গাজার বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ আশঙ্কা করছে, ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে চাপা পড়ে রয়েছেন। উদ্ধারকাজ চলমান থাকলেও ভারী ধ্বংসস্তূপ এবং টানা বিমান হামলার কারণে উদ্ধারকর্মীরা মারাত্মক ঝুঁকির মধ্যে কাজ করছেন।
ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তারা এএফপিকে জানায়, হামলার ঘটনার বিষয়ে তদন্ত চলছে।
গাজায় সাংবাদিকতা ও তথ্যপ্রবাহের ওপর ইসরায়েলের কঠোর নিয়ন্ত্রণ থাকায় নিহতের সঠিক সংখ্যা এবং হামলাস্থলের বিস্তারিত চিত্র স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে এএফপি।
এই ভয়াবহ হামলার সময়ই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। তিনি বর্তমানে ওয়াশিংটনে অবস্থান করছেন এবং সেখানেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক মহল এই বৈঠককে গুরুত্বপূর্ণ মনে করলেও গাজায় চলমান সহিংসতার প্রেক্ষাপটে তা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
গাজায় এ ধরনের বিমান হামলায় বেসামরিক প্রাণহানির ঘটনা নতুন নয়, তবে একই পরিবারের ১০ সদস্যের মৃত্যুর ঘটনা জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। মানবাধিকার সংগঠনগুলো অবিলম্বে এই হামলার আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে।