শিরোনাম :
নওগাঁয় জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে বিএনপি নেতা নিহত
নওগাঁর পোরশা উপজেলার নিতপুরে জমি নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা মাইদুর রহমানকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে গানইর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাইদুর রহমান নিতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার জমি নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে বিবাদমান জমিতে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে একা পেয়ে প্রথমে মারধর করে। পরে তার বাম বুকে ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।