১১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নতুন ফাঁস হওয়া নথিতে ইসরায়েলের সঙ্গে অ্যামাজন ও গুগলের গোপন চুক্তি উন্মোচিত তাইওয়ানে প্রথমবারের মতো প্রো ইসরাইলি লবি AIPAC প্রতিনিধিদলের সফর প্রবল বর্ষণে নিউইয়র্ক ও নিউ জার্সির রাস্তাঘাট প্লাবিত, যানবাহন ডুবে গেছে পানিতে নিরাপত্তা হুমকিতে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ‘পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব’ — যুক্তরাষ্ট্রকে কটাক্ষ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান, তুরস্ক-কাতারের মধ্যস্থতায় সমঝোতা প্রথম উড্ডয়ন সম্পন্ন করল নাসার নীরব সুপারসনিক জেট X-59 ‘হ্যাঁ’–‘না’ পোস্টে তোলপাড় সোশ্যাল মিডিয়া ইবতেদায়ী শিক্ষকদের মিছিল ছত্রভঙ্গ করে দিলো পুলিশ জুলাই সনদে সাইন করে ভুল করেছেন, এখন কাফফারা দিন: বিএনপিকে নাসীরুদ্দীন

অডিট রিপোর্ট স্বচ্ছ না হলে অর্থনীতির টেকসই উন্নয়ন সম্ভব নয়: গভর্নর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৯:২০ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • / 48

ছবি সংগৃহীত

 

অডিট রিপোর্ট ও আর্থিক বিবরণীর স্বচ্ছতা নিশ্চিত না হলে দেশের সামষ্টিক অর্থনীতির টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বুধবার (৯ জুলাই) রাজধানীতে অনুষ্ঠিত “অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং সামিট-২০২৫” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

গভর্নর ড. মনসুর বলেন, “বাংলাদেশ ব্যাংকের অডিট কোয়ালিটির উন্নতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আমাদের অডিট টিম অত্যন্ত প্রফেশনাল, যারা যথাযথ চিত্র উপস্থাপন করছে। তবে দেশের বিভিন্ন কোম্পানির অডিট রিপোর্ট সাধারণ মানুষ বিশ্বাস করতে চায় না। এই বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনা জরুরি। সঠিক অডিটের অভাবে শেয়ারবাজারেও নেতিবাচক প্রভাব পড়ছে।”

তিনি আরও বলেন, “ব্যাংকগুলো তাদের এনপিএল (নন পারফর্মিং লোন) সংক্রান্ত প্রকৃত তথ্য দেয় না। তাদের উপস্থাপন করা তথ্য বাস্তবতার সঙ্গে মেলে না। ব্যাংকিং খাতে করপোরেট সুশাসনের অভাব রয়েছে, যা আমাদের দূর করতে হবে। এজন্য ‘ব্যাংক কোম্পানি আইন’ পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়া হবে।”

সুশাসনের বিষয়ে গুরুত্বারোপ করে গভর্নর বলেন, “সকল প্রতিষ্ঠানের মধ্যে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। না হলে অর্থনৈতিক টিকে থাকা কঠিন হয়ে পড়বে।”

অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. আব্দুল মোমেন বলেন, “গত ১৫ বছরে দেশের আর্থিক খাতে যেসব অনিয়ম ও লুটপাট হয়েছে, তার কোনো বিচার এখনো হয়নি। বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “যদি আর্থিক খাতে দুর্নীতি ও অনিয়ম চলতেই থাকে, তাহলে জনগণের আস্থা ফেরানো কঠিন হবে। প্রতিটি প্রতিষ্ঠানে অডিট রিপোর্ট যথাযথ ও নিরপেক্ষভাবে তৈরি করতে হবে।”

সামিটে দেশের বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, নিরীক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা অডিটের মানোন্নয়ন, স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান বজায় রাখার ওপর জোর দেন।

 

বিষয় :

নিউজটি শেয়ার করুন

অডিট রিপোর্ট স্বচ্ছ না হলে অর্থনীতির টেকসই উন্নয়ন সম্ভব নয়: গভর্নর

আপডেট সময় ০১:২৯:২০ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

 

অডিট রিপোর্ট ও আর্থিক বিবরণীর স্বচ্ছতা নিশ্চিত না হলে দেশের সামষ্টিক অর্থনীতির টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বুধবার (৯ জুলাই) রাজধানীতে অনুষ্ঠিত “অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং সামিট-২০২৫” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

গভর্নর ড. মনসুর বলেন, “বাংলাদেশ ব্যাংকের অডিট কোয়ালিটির উন্নতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আমাদের অডিট টিম অত্যন্ত প্রফেশনাল, যারা যথাযথ চিত্র উপস্থাপন করছে। তবে দেশের বিভিন্ন কোম্পানির অডিট রিপোর্ট সাধারণ মানুষ বিশ্বাস করতে চায় না। এই বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনা জরুরি। সঠিক অডিটের অভাবে শেয়ারবাজারেও নেতিবাচক প্রভাব পড়ছে।”

তিনি আরও বলেন, “ব্যাংকগুলো তাদের এনপিএল (নন পারফর্মিং লোন) সংক্রান্ত প্রকৃত তথ্য দেয় না। তাদের উপস্থাপন করা তথ্য বাস্তবতার সঙ্গে মেলে না। ব্যাংকিং খাতে করপোরেট সুশাসনের অভাব রয়েছে, যা আমাদের দূর করতে হবে। এজন্য ‘ব্যাংক কোম্পানি আইন’ পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়া হবে।”

সুশাসনের বিষয়ে গুরুত্বারোপ করে গভর্নর বলেন, “সকল প্রতিষ্ঠানের মধ্যে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। না হলে অর্থনৈতিক টিকে থাকা কঠিন হয়ে পড়বে।”

অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. আব্দুল মোমেন বলেন, “গত ১৫ বছরে দেশের আর্থিক খাতে যেসব অনিয়ম ও লুটপাট হয়েছে, তার কোনো বিচার এখনো হয়নি। বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “যদি আর্থিক খাতে দুর্নীতি ও অনিয়ম চলতেই থাকে, তাহলে জনগণের আস্থা ফেরানো কঠিন হবে। প্রতিটি প্রতিষ্ঠানে অডিট রিপোর্ট যথাযথ ও নিরপেক্ষভাবে তৈরি করতে হবে।”

সামিটে দেশের বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, নিরীক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা অডিটের মানোন্নয়ন, স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান বজায় রাখার ওপর জোর দেন।