১০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
জাতির উদ্দেশ্যে সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা জনসমাগমের মধ্যে দক্ষিণখানে যুবলীগ নেতা খুন জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির শ্রদ্ধা গাজায় যুদ্ধবিরতি মানতে ইসরায়েলকে হোয়াইট হাউসের সতর্কবার্তা, নেতানিয়াহুকে সরাসরি বার্তা শিশু সাজিদের মৃত্যু: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ মানুষকে ভয় দেখাতেই এসব হামলা: রিজওয়ানা আটকের পর যা বললেন গুলিতে ব্যবহৃত মোটরসাইকেলের মালিক হান্নান মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

অডিট রিপোর্ট স্বচ্ছ না হলে অর্থনীতির টেকসই উন্নয়ন সম্ভব নয়: গভর্নর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৯:২০ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • / 73

ছবি সংগৃহীত

 

অডিট রিপোর্ট ও আর্থিক বিবরণীর স্বচ্ছতা নিশ্চিত না হলে দেশের সামষ্টিক অর্থনীতির টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বুধবার (৯ জুলাই) রাজধানীতে অনুষ্ঠিত “অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং সামিট-২০২৫” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

গভর্নর ড. মনসুর বলেন, “বাংলাদেশ ব্যাংকের অডিট কোয়ালিটির উন্নতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আমাদের অডিট টিম অত্যন্ত প্রফেশনাল, যারা যথাযথ চিত্র উপস্থাপন করছে। তবে দেশের বিভিন্ন কোম্পানির অডিট রিপোর্ট সাধারণ মানুষ বিশ্বাস করতে চায় না। এই বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনা জরুরি। সঠিক অডিটের অভাবে শেয়ারবাজারেও নেতিবাচক প্রভাব পড়ছে।”

তিনি আরও বলেন, “ব্যাংকগুলো তাদের এনপিএল (নন পারফর্মিং লোন) সংক্রান্ত প্রকৃত তথ্য দেয় না। তাদের উপস্থাপন করা তথ্য বাস্তবতার সঙ্গে মেলে না। ব্যাংকিং খাতে করপোরেট সুশাসনের অভাব রয়েছে, যা আমাদের দূর করতে হবে। এজন্য ‘ব্যাংক কোম্পানি আইন’ পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়া হবে।”

সুশাসনের বিষয়ে গুরুত্বারোপ করে গভর্নর বলেন, “সকল প্রতিষ্ঠানের মধ্যে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। না হলে অর্থনৈতিক টিকে থাকা কঠিন হয়ে পড়বে।”

অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. আব্দুল মোমেন বলেন, “গত ১৫ বছরে দেশের আর্থিক খাতে যেসব অনিয়ম ও লুটপাট হয়েছে, তার কোনো বিচার এখনো হয়নি। বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “যদি আর্থিক খাতে দুর্নীতি ও অনিয়ম চলতেই থাকে, তাহলে জনগণের আস্থা ফেরানো কঠিন হবে। প্রতিটি প্রতিষ্ঠানে অডিট রিপোর্ট যথাযথ ও নিরপেক্ষভাবে তৈরি করতে হবে।”

সামিটে দেশের বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, নিরীক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা অডিটের মানোন্নয়ন, স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান বজায় রাখার ওপর জোর দেন।

 

বিষয় :

নিউজটি শেয়ার করুন

অডিট রিপোর্ট স্বচ্ছ না হলে অর্থনীতির টেকসই উন্নয়ন সম্ভব নয়: গভর্নর

আপডেট সময় ০১:২৯:২০ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

 

অডিট রিপোর্ট ও আর্থিক বিবরণীর স্বচ্ছতা নিশ্চিত না হলে দেশের সামষ্টিক অর্থনীতির টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বুধবার (৯ জুলাই) রাজধানীতে অনুষ্ঠিত “অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং সামিট-২০২৫” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

গভর্নর ড. মনসুর বলেন, “বাংলাদেশ ব্যাংকের অডিট কোয়ালিটির উন্নতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আমাদের অডিট টিম অত্যন্ত প্রফেশনাল, যারা যথাযথ চিত্র উপস্থাপন করছে। তবে দেশের বিভিন্ন কোম্পানির অডিট রিপোর্ট সাধারণ মানুষ বিশ্বাস করতে চায় না। এই বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনা জরুরি। সঠিক অডিটের অভাবে শেয়ারবাজারেও নেতিবাচক প্রভাব পড়ছে।”

তিনি আরও বলেন, “ব্যাংকগুলো তাদের এনপিএল (নন পারফর্মিং লোন) সংক্রান্ত প্রকৃত তথ্য দেয় না। তাদের উপস্থাপন করা তথ্য বাস্তবতার সঙ্গে মেলে না। ব্যাংকিং খাতে করপোরেট সুশাসনের অভাব রয়েছে, যা আমাদের দূর করতে হবে। এজন্য ‘ব্যাংক কোম্পানি আইন’ পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়া হবে।”

সুশাসনের বিষয়ে গুরুত্বারোপ করে গভর্নর বলেন, “সকল প্রতিষ্ঠানের মধ্যে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। না হলে অর্থনৈতিক টিকে থাকা কঠিন হয়ে পড়বে।”

অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. আব্দুল মোমেন বলেন, “গত ১৫ বছরে দেশের আর্থিক খাতে যেসব অনিয়ম ও লুটপাট হয়েছে, তার কোনো বিচার এখনো হয়নি। বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “যদি আর্থিক খাতে দুর্নীতি ও অনিয়ম চলতেই থাকে, তাহলে জনগণের আস্থা ফেরানো কঠিন হবে। প্রতিটি প্রতিষ্ঠানে অডিট রিপোর্ট যথাযথ ও নিরপেক্ষভাবে তৈরি করতে হবে।”

সামিটে দেশের বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, নিরীক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা অডিটের মানোন্নয়ন, স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান বজায় রাখার ওপর জোর দেন।