০২:১৬ অপরাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে রাজধানীতে জশনে জুলুস শোভাযাত্রা কুষ্টিয়ায় নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে লাশ উদ্ধার তুরাগ নদীর ১৭ কিলোমিটার ড্রেজিংয়ে অর্থ দেবে বিশ্বব্যাংক যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছে, তারাই এখন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত: আসিফ মাহমুদ বিষাক্ত মদ্যপানে মুন্সিগঞ্জে ৪ জনের মৃত্যু, হাসপাতালে আরও ৩ লেবাননে সব অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা অনুমোদন বৈশ্বিক ড্রোন বিক্রি বাড়াতে ১৯৮৭ সালের ব্যাখ্যা পরিবর্তন করছে যুক্তরাষ্ট্র নথি ফাঁস: ২০১৯ সালে মার্কিন বাহিনী উত্তর কোরিয়ার বেসামরিক নাগরিকদের হত্যা করে যুক্তরাজ্য–নরওয়ের মধ্যে ১০ বিলিয়ন পাউন্ডের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সিরিয়া থেকে বেআইনিভাবে তেল উত্তোলন করছে SDF/YPG, AANES

বগুড়ায় শ্বশুর ও পুত্রবধূকে গলায় ফাঁস দিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • / 47

ছবি সংগৃহীত

 

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগরের লক্ষীমণ্ডল গ্রামে শ্বশুর ও পুত্রবধূকে গলায় ফাঁস দিয়ে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ জুলাই) রাতের এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতরা হলেন আফতাব আলী (৬০) ও তার পুত্রবধূ রিভা আক্তার (২৫)। জানা গেছে, আফতাব আলী দীর্ঘদিন ধরে গ্রামের বাড়িতে পুত্রবধূ রিভাকে নিয়ে বসবাস করতেন। তার ছেলে শাহজাহান বিদেশে, সৌদি আরবে কর্মরত রয়েছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার রাতের খাবার শেষে আফতাব ও রিভা নিজ নিজ কক্ষে ঘুমাতে যান। বুধবার সকালে রিভার পাঁচ বছর বয়সী মেয়ে ঘুম থেকে উঠে মায়ের নিথর দেহ দেখতে পেয়ে চিৎকার করে কান্নাকাটি শুরু করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মরদেহ দেখতে পান এবং সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন।

খবর পেয়ে দুপচাঁচিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা রাতের কোনো একসময় ঘরে ঢুকে আফতাব আলীকে দড়ি দিয়ে ও রিভা আক্তারকে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করে পালিয়ে যায়।

ঘটনার পরপরই পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও দুপচাঁচিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত কার্যক্রম শুরু করে। হত্যাকাণ্ডের পেছনে পূর্ব শত্রুতা, পারিবারিক বিরোধ কিংবা ডাকাতির উদ্দেশ্যে হামলার সম্ভাব্য সব বিষয় মাথায় রেখে তদন্ত চালানো হচ্ছে বলে জানিয়েছেন দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে। পুলিশ হত্যাকারীদের চিহ্নিত ও আটক করতে সম্ভাব্য সব দিক খতিয়ে দেখছে। এলাকাবাসী দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

নিউজটি শেয়ার করুন

বগুড়ায় শ্বশুর ও পুত্রবধূকে গলায় ফাঁস দিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

আপডেট সময় ১১:৫২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

 

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগরের লক্ষীমণ্ডল গ্রামে শ্বশুর ও পুত্রবধূকে গলায় ফাঁস দিয়ে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ জুলাই) রাতের এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতরা হলেন আফতাব আলী (৬০) ও তার পুত্রবধূ রিভা আক্তার (২৫)। জানা গেছে, আফতাব আলী দীর্ঘদিন ধরে গ্রামের বাড়িতে পুত্রবধূ রিভাকে নিয়ে বসবাস করতেন। তার ছেলে শাহজাহান বিদেশে, সৌদি আরবে কর্মরত রয়েছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার রাতের খাবার শেষে আফতাব ও রিভা নিজ নিজ কক্ষে ঘুমাতে যান। বুধবার সকালে রিভার পাঁচ বছর বয়সী মেয়ে ঘুম থেকে উঠে মায়ের নিথর দেহ দেখতে পেয়ে চিৎকার করে কান্নাকাটি শুরু করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মরদেহ দেখতে পান এবং সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন।

খবর পেয়ে দুপচাঁচিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা রাতের কোনো একসময় ঘরে ঢুকে আফতাব আলীকে দড়ি দিয়ে ও রিভা আক্তারকে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করে পালিয়ে যায়।

ঘটনার পরপরই পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও দুপচাঁচিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত কার্যক্রম শুরু করে। হত্যাকাণ্ডের পেছনে পূর্ব শত্রুতা, পারিবারিক বিরোধ কিংবা ডাকাতির উদ্দেশ্যে হামলার সম্ভাব্য সব বিষয় মাথায় রেখে তদন্ত চালানো হচ্ছে বলে জানিয়েছেন দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে। পুলিশ হত্যাকারীদের চিহ্নিত ও আটক করতে সম্ভাব্য সব দিক খতিয়ে দেখছে। এলাকাবাসী দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।