১২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

ফ্রান্সের মার্সেইয়ে ভয়াবহ দাবানল, আহত অন্তত ১১০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • / 54

ছবি সংগৃহীত

 

ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর মার্সেইয়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে, এতে অন্তত ১১০ জন আহত হয়েছেন। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রিটেইলউ জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন প্রায় ৮০০ জন দমকলকর্মী। তবে এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

বিভিন্ন ফরাসি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, দাবানলের কারণে অন্তত ৪০০ জনকে তাদের বাসা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দমকল সূত্র জানিয়েছে, এ পর্যন্ত ৯ জন দমকলকর্মী আহত হয়েছেন। বাসিন্দাদের ঘরের ভেতরেই অবস্থান করতে বলা হয়েছে এবং জরুরি নির্দেশ না পাওয়া পর্যন্ত বের না হতে অনুরোধ করা হয়েছে, যাতে জরুরি যানবাহনের চলাচল নিশ্চিত করা যায়।

বিজ্ঞাপন

ফরাসি টেলিভিশন বিএফএমটিভির খবরে বলা হয়েছে, মার্সেইয়ের মেয়র জানিয়েছেন, আগুনের গতি অত্যন্ত আশঙ্কাজনক—প্রতি মিনিটে ১.২ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ছে। তিনি জানান, দমকা হাওয়া, ঘন গাছপালা এবং খাড়া ঢাল এলাকাগুলোতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার জন্য দায়ী।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বর্তমানে যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে রয়েছেন। এক্স হ্যান্ডলে তিনি অগ্নিনির্বাপক কর্মীদের প্রতি সমর্থন জানিয়ে লেখেন, “আহতদের প্রতি সমবেদনা এবং সকল বাসিন্দার প্রতি আহ্বান—নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করুন।” স্বরাষ্ট্রমন্ত্রী রিটেইলউ মঙ্গলবার সন্ধ্যায় মার্সেইয়ে পৌঁছান এবং স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

ইতিমধ্যে ইউরোপের অন্যান্য অংশেও দাবানলের খবর মিলেছে। স্পেনের উত্তর-পূর্বাঞ্চলীয় কাতালোনিয়া অঞ্চলের তারাগোনা প্রদেশে দাবানলের কারণে প্রায় ১৮ হাজার মানুষকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাতভর তীব্র বাতাসে আগুন ছড়িয়ে পড়ে, ফলে প্রায় ৩ হাজার হেক্টর (৭,৪১৩ একর) এলাকা আগুনে পুড়ে গেছে। সেখানে ৩০০ জন অগ্নিনির্বাপক কর্মীসহ অতিরিক্ত জরুরি ইউনিট মোতায়েন করা হয়েছে।

এছাড়া গ্রিসেও সোমবার একদিনে ৪১টি দাবানলের ঘটনা ঘটে। এর মধ্যে ৩৪টি নিয়ন্ত্রণে আনা গেলেও, সাতটি দাবানল এখনো সক্রিয় বলে জানিয়েছে গ্রিক ফায়ার সার্ভিস।

দক্ষিণ ও পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশ গ্রীষ্মের শুরুতেই তীব্র দাবদাহ ও দাবানলের কবলে পড়েছে। এতে হাজার হাজার মানুষ ঘরছাড়া হচ্ছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ছে অঞ্চলগুলো।

সূত্র: বিবিসি

 

নিউজটি শেয়ার করুন

ফ্রান্সের মার্সেইয়ে ভয়াবহ দাবানল, আহত অন্তত ১১০

আপডেট সময় ১০:৪৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

 

ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর মার্সেইয়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে, এতে অন্তত ১১০ জন আহত হয়েছেন। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রিটেইলউ জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন প্রায় ৮০০ জন দমকলকর্মী। তবে এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

বিভিন্ন ফরাসি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, দাবানলের কারণে অন্তত ৪০০ জনকে তাদের বাসা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দমকল সূত্র জানিয়েছে, এ পর্যন্ত ৯ জন দমকলকর্মী আহত হয়েছেন। বাসিন্দাদের ঘরের ভেতরেই অবস্থান করতে বলা হয়েছে এবং জরুরি নির্দেশ না পাওয়া পর্যন্ত বের না হতে অনুরোধ করা হয়েছে, যাতে জরুরি যানবাহনের চলাচল নিশ্চিত করা যায়।

বিজ্ঞাপন

ফরাসি টেলিভিশন বিএফএমটিভির খবরে বলা হয়েছে, মার্সেইয়ের মেয়র জানিয়েছেন, আগুনের গতি অত্যন্ত আশঙ্কাজনক—প্রতি মিনিটে ১.২ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ছে। তিনি জানান, দমকা হাওয়া, ঘন গাছপালা এবং খাড়া ঢাল এলাকাগুলোতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার জন্য দায়ী।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বর্তমানে যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে রয়েছেন। এক্স হ্যান্ডলে তিনি অগ্নিনির্বাপক কর্মীদের প্রতি সমর্থন জানিয়ে লেখেন, “আহতদের প্রতি সমবেদনা এবং সকল বাসিন্দার প্রতি আহ্বান—নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করুন।” স্বরাষ্ট্রমন্ত্রী রিটেইলউ মঙ্গলবার সন্ধ্যায় মার্সেইয়ে পৌঁছান এবং স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

ইতিমধ্যে ইউরোপের অন্যান্য অংশেও দাবানলের খবর মিলেছে। স্পেনের উত্তর-পূর্বাঞ্চলীয় কাতালোনিয়া অঞ্চলের তারাগোনা প্রদেশে দাবানলের কারণে প্রায় ১৮ হাজার মানুষকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাতভর তীব্র বাতাসে আগুন ছড়িয়ে পড়ে, ফলে প্রায় ৩ হাজার হেক্টর (৭,৪১৩ একর) এলাকা আগুনে পুড়ে গেছে। সেখানে ৩০০ জন অগ্নিনির্বাপক কর্মীসহ অতিরিক্ত জরুরি ইউনিট মোতায়েন করা হয়েছে।

এছাড়া গ্রিসেও সোমবার একদিনে ৪১টি দাবানলের ঘটনা ঘটে। এর মধ্যে ৩৪টি নিয়ন্ত্রণে আনা গেলেও, সাতটি দাবানল এখনো সক্রিয় বলে জানিয়েছে গ্রিক ফায়ার সার্ভিস।

দক্ষিণ ও পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশ গ্রীষ্মের শুরুতেই তীব্র দাবদাহ ও দাবানলের কবলে পড়েছে। এতে হাজার হাজার মানুষ ঘরছাড়া হচ্ছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ছে অঞ্চলগুলো।

সূত্র: বিবিসি