একটি বড় অংশের ভোটার আগামী নির্বাচনে ভোট দিতে যেতে আগ্রহী নন: মাসুদ কামাল

- আপডেট সময় ১০:৩২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
- / 9
সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, বর্তমান নির্বাচন ব্যবস্থার ওপর জনগণের আস্থা ক্রমেই হারিয়ে যাচ্ছে। ফলে দেশের একটি বড় অংশের ভোটার আগামী নির্বাচনে ভোট দিতে যেতে আগ্রহী নন, যা সরকারের জন্য অত্যন্ত উদ্বেগজনক।
মঙ্গলবার (৮ জুলাই) নিজের ইউটিউব চ্যানেল ‘কথা’-তে প্রচারিত এক আলোচনায় তিনি এসব কথা বলেন। তিনি জানান, সাম্প্রতিক এক অনলাইন জরিপে দেখা গেছে, ৭১ শতাংশ ভোটারই মনে করছেন তারা আগামী জাতীয় নির্বাচনে ভোট দেবেন না।
মাসুদ কামালের ভাষ্য অনুযায়ী, “ভোট যেভাবে হচ্ছে, তাতে জনগণের ভোটের প্রতি আগ্রহ কমে গেছে। কেউ কেউ হয়তো আওয়ামী লীগের প্রার্থী না থাকায় ভোট দিতে যাচ্ছেন না, আবার অনেকে মনে করছেন তাদের পছন্দের প্রার্থী খুঁজে পাচ্ছেন না।” তিনি বলেন, “যারা ভোটের আয়োজন করছেন, তাদের জন্য এটি একটি স্পষ্ট সতর্কবার্তা।”
জরিপের নিরপেক্ষতা নিয়ে তিনি বলেন, “অনেকে ভাবতে পারেন, এই চ্যানেলে শুধু আওয়ামী লীগের সমর্থকরাই অংশ নিয়েছেন। কিন্তু আমি তা মানি না। আমি বিএনপি, জামায়াত বা অন্য দলীয় সমর্থকদের অংশ নিতে মানা করিনি। জরিপটি ছিল উন্মুক্ত, যে কেউ ভোট দিতে পেরেছেন। কেউ মুখে কিছু বলতে দ্বিধাবোধ করলেও এখানে গোপন ব্যালটের মতো ক্লিক করেই মতামত জানানো সম্ভব হয়েছে। তাই আমি এই জরিপকে একটি নির্ভেজাল জরিপ মনে করি।”
তিনি আরও বলেন, “সরকারকে এখন ভাবতে হবে—মানুষ কেন ভোট দিতে চাইছে না? সাধারণ জনগণের আস্থার অভাবের জায়গাটা কোথায়? সামনে একটি বড় নির্বাচন আসছে। প্রধান উপদেষ্টা বলেছেন, তিনি দেশের জনগণকে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন উপহার দেবেন। কিন্তু যেখানে ৭১ শতাংশ মানুষই ভোট দিতে যাবে না বলে মনে করে, সেখানে সেই নির্বাচন কীভাবে ইতিহাসের সেরা হবে?”
মাসুদ কামাল আশা প্রকাশ করে বলেন, “সরকার যেন এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করে এবং ভবিষ্যতের নির্বাচন ব্যবস্থাকে আরও গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য করার পদক্ষেপ নেয়।”