ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ব্রিকস সম্মেলনে শান্তি ও নিরাপত্তায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানকে মোদির কড়া বার্তা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • / 12

ছবি সংগৃহীত

 

ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত ১৭তম ব্রিকস শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আহ্বান জানিয়েছেন। সোমবার (৭ জুলাই) সম্মেলনে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, “সন্ত্রাসবাদ মানবতার মুখোমুখি একটি গুরুতর হুমকি।”

মোদি বলেন, “২০২৫ সালের এপ্রিলে ভারতের পহেলগামে যে সন্ত্রাসী হামলা হয়েছিল, তা শুধু ভারতের উপর নয়, বরং সমগ্র মানবতার উপর আঘাত ছিল। এই ঘটনার প্রেক্ষিতে আমি সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে বিশ্বব্যাপী একতাবদ্ধ ও কঠোর পদক্ষেপের আহ্বান জানাই।”

তিনি আরও বলেন, “সন্ত্রাসবাদীদের অর্থায়ন, প্রচার ও নিরাপদ আশ্রয়দাতাদের সঙ্গে কোনওরকম আপোষ করা চলবে না। এই বিষয়টিতে বিশ্বের প্রতিটি দেশের দৃষ্টিভঙ্গি স্পষ্ট ও কঠোর হওয়া জরুরি। দ্বিমুখী মানদণ্ডের কোনও স্থান নেই।”

সন্ত্রাসবাদ ইস্যুতে ব্রিকস সদস্যদের একযোগে নিন্দা জানানোর জন্য ধন্যবাদ জানিয়ে মোদি বলেন, “সন্ত্রাসবাদ মোকাবেলায় আমাদের শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করতে হবে।”

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা এবং নতুন সদস্য দেশ মিশর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়ার নেতারা ৭ থেকে ৯ জুলাই পর্যন্ত এই সম্মেলনে অংশগ্রহণ করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৬ ও ৭ জুলাই ব্রাজিল সফরে সম্মেলনে যোগ দেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) এক বিবৃতিতে জানায়, এই সম্মেলনে নেতারা বিশ্বব্যাপী শাসনব্যবস্থার সংস্কার, দক্ষিণাঞ্চলীয় দেশের কণ্ঠস্বর জোরদার, শান্তি ও নিরাপত্তা, বহুপাক্ষিকতা, উন্নয়ন ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন।

শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে মোদি বলেন, “বিশ্বের দক্ষিণাঞ্চলের দেশগুলোর উন্নয়নে আরও বেশি সহায়তা দরকার, বিশেষ করে জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তি প্রাপ্তির ক্ষেত্রে।” তিনি উল্লেখ করেন, “২০ শতকে প্রতিষ্ঠিত অনেক বৈশ্বিক সংস্থা বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যর্থ, তাই সেগুলোর সংস্কার সময়ের দাবি।”

সম্মেলনের শেষে তিনি ব্রাজিলের প্রেসিডেন্টকে উষ্ণ আতিথেয়তা ও সফল আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

 

নিউজটি শেয়ার করুন

ব্রিকস সম্মেলনে শান্তি ও নিরাপত্তায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানকে মোদির কড়া বার্তা

আপডেট সময় ০১:২৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

 

ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত ১৭তম ব্রিকস শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আহ্বান জানিয়েছেন। সোমবার (৭ জুলাই) সম্মেলনে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, “সন্ত্রাসবাদ মানবতার মুখোমুখি একটি গুরুতর হুমকি।”

মোদি বলেন, “২০২৫ সালের এপ্রিলে ভারতের পহেলগামে যে সন্ত্রাসী হামলা হয়েছিল, তা শুধু ভারতের উপর নয়, বরং সমগ্র মানবতার উপর আঘাত ছিল। এই ঘটনার প্রেক্ষিতে আমি সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে বিশ্বব্যাপী একতাবদ্ধ ও কঠোর পদক্ষেপের আহ্বান জানাই।”

তিনি আরও বলেন, “সন্ত্রাসবাদীদের অর্থায়ন, প্রচার ও নিরাপদ আশ্রয়দাতাদের সঙ্গে কোনওরকম আপোষ করা চলবে না। এই বিষয়টিতে বিশ্বের প্রতিটি দেশের দৃষ্টিভঙ্গি স্পষ্ট ও কঠোর হওয়া জরুরি। দ্বিমুখী মানদণ্ডের কোনও স্থান নেই।”

সন্ত্রাসবাদ ইস্যুতে ব্রিকস সদস্যদের একযোগে নিন্দা জানানোর জন্য ধন্যবাদ জানিয়ে মোদি বলেন, “সন্ত্রাসবাদ মোকাবেলায় আমাদের শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করতে হবে।”

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা এবং নতুন সদস্য দেশ মিশর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়ার নেতারা ৭ থেকে ৯ জুলাই পর্যন্ত এই সম্মেলনে অংশগ্রহণ করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৬ ও ৭ জুলাই ব্রাজিল সফরে সম্মেলনে যোগ দেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) এক বিবৃতিতে জানায়, এই সম্মেলনে নেতারা বিশ্বব্যাপী শাসনব্যবস্থার সংস্কার, দক্ষিণাঞ্চলীয় দেশের কণ্ঠস্বর জোরদার, শান্তি ও নিরাপত্তা, বহুপাক্ষিকতা, উন্নয়ন ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন।

শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে মোদি বলেন, “বিশ্বের দক্ষিণাঞ্চলের দেশগুলোর উন্নয়নে আরও বেশি সহায়তা দরকার, বিশেষ করে জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তি প্রাপ্তির ক্ষেত্রে।” তিনি উল্লেখ করেন, “২০ শতকে প্রতিষ্ঠিত অনেক বৈশ্বিক সংস্থা বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যর্থ, তাই সেগুলোর সংস্কার সময়ের দাবি।”

সম্মেলনের শেষে তিনি ব্রাজিলের প্রেসিডেন্টকে উষ্ণ আতিথেয়তা ও সফল আয়োজনের জন্য ধন্যবাদ জানান।