লালমনিরহাটে স্কুলের ক্লাসরুম থেকে দপ্তরির ঝুলন্ত লাশ উদ্ধার

- আপডেট সময় ০৬:৪৬:৩০ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
- / 2
লালমনিরহাট সদর উপজেলার হাড়িভাঙ্গা দরগারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুম থেকে সাইফুল ইসলাম নামে এক নৈশ প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে এ ঘটনা ঘটে। সাইফুল ইসলাম সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের হাড়িভাঙ্গা গ্রামের কসাইটারি এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। তিনি তিন সন্তানের জনক ছিলেন এবং স্কুলটিতে দপ্তরি ও নৈশপ্রহরীর দায়িত্ব পালন করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্কুলের এক শিক্ষিকা জরুরি প্রয়োজনে সাইফুলকে ফোন করেন। ফোনে সাড়া না পেয়ে তিনি সকাল আটটার দিকে স্কুলে আসেন। স্কুলের প্রধান ফটক খোলা পেয়ে ভিতরে প্রবেশ করে একটি ক্লাসরুমে গিয়ে ফ্যানের সঙ্গে সাইফুলের ঝুলন্ত দেহ দেখতে পান।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ও শিক্ষকরা ঘটনাস্থলে ছুটে যান। স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জেরে সাইফুল আত্মহত্যা করতে পারেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরনবী জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে তদন্ত সাপেক্ষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।