ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নীলফামারীতে ট্রাক্টরের চাপায় ইজিবাইক যাত্রী নিহত আমাদের সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে: জাতিসংঘ মহাসচিব যশোর জেনারেল হাসপাতাল থেকে ভুয়া চিকিৎসক আটক অন্তর্বর্তী সরকারের কার্যকর পদক্ষেপে মূল্যস্ফীতির হার কমছে: প্রেস সচিব জাতীয় সংসদ নির্বাচনের সময়কাল নিয়ে আমরা কোনো বক্তব্য করিনি: নাহিদ ইসলাম রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে সংশোধনী প্রস্তাব আনছে ঐকমত্য কমিশন: আলী রীয়াজ জাপানের দ্বীপপুঞ্জে ১৬০০ বার ভূমিকম্পের আঘাত, আতঙ্কিত দ্বীপবাসী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ, আদেশ ১০ জুলাই শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫ অস্ট্রেলিয়ায় বিষাক্ত মাশরুম খাইয়ে শ্বশুর-শাশুড়ি হত্যা, গৃহবধূ দোষী সাব্যস্ত

ইলন মাস্কের নতুন রাজনৈতিক দলের ঘোষণা ‘হাস্যকর’: মন্তব্য ট্রাম্পের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / 9

ছবি সংগৃহীত

 

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জগতের শীর্ষ উদ্যোক্তা ইলন মাস্ক সম্প্রতি ‘আমেরিকা পার্টি’ নামে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। তবে মাস্কের এই ঘোষণাকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় রবিবার নিউ জার্সির মোরিসটাউনের একটি গলফ ক্লাব থেকে ওয়াশিংটন ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন। খবর দিয়েছে রয়টার্স।

ট্রাম্প বলেন, “তৃতীয় একটি রাজনৈতিক দল গঠনের চিন্তা হাস্যকর। রিপাবলিকান পার্টির সঙ্গে আমরা দারুণ সাফল্য পেয়েছি। ডেমোক্র্যাটরা দিক হারিয়েছে, কিন্তু আমেরিকার রাজনীতি বরাবরই দুই-দলীয় কাঠামোর ওপর দাঁড়িয়ে আছে। তৃতীয় দল কেবল বিভ্রান্তি তৈরি করবে।”

তিনি আরও বলেন, “এই দেশের রাজনৈতিক কাঠামো মূলত দুই দলকেই ঘিরে তৈরি। তৃতীয় কোনো দল কখনোই টেকেনি। মাস্ক হয়তো মজা করছে, কিন্তু আমার কাছে বিষয়টি হাস্যকরই মনে হচ্ছে।”

এরপর ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ আরও একধাপ এগিয়ে মাস্ককে আক্রমণ করে লিখেন, “গত পাঁচ সপ্তাহে ইলন মাস্ক পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়েছে, সে এখন যেন একটি চলন্ত ট্রেনের দুর্ঘটনার মতো।”

প্রসঙ্গত, টেসলা ও এক্স (সাবেক টুইটার)-এর মালিক ইলন মাস্ক শনিবার আনুষ্ঠানিকভাবে ‘আমেরিকা পার্টি’ গঠনের ঘোষণা দেন। তিনি দাবি করেন, ট্রাম্প প্রশাসনের কর ছাড় এবং সরকারি ব্যয়ের বিল দেশের অর্থনীতিকে বিপর্যয়ের মুখে ফেলছে, তাই তিনি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছেন।

মাস্কের এই ঘোষণাকে ঘিরে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, মার্কিন রাজনীতিতে তৃতীয় কোনো দলের প্রভাব historically খুবই সীমিত, ফলে মাস্কের এই উদ্যোগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

এদিকে মাস্কের ঘনিষ্ঠ মহল জানিয়েছে, তার নতুন রাজনৈতিক দলের লক্ষ্য হবে প্রযুক্তি, শিক্ষা ও উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া এবং একইসঙ্গে দেশকে ‘নতুন দৃষ্টিভঙ্গি’ থেকে নেতৃত্ব দেওয়া। তবে বাস্তবে এটি কতটা কার্যকর হবে, তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে জোর বিতর্ক রয়েছে।

মাস্কের দল আনুষ্ঠানিকভাবে আগামী কয়েক মাসের মধ্যে রাজনৈতিক কর্মসূচি ও লক্ষ্য ঘোষণা করবে বলে জানা গেছে।

 

নিউজটি শেয়ার করুন

ইলন মাস্কের নতুন রাজনৈতিক দলের ঘোষণা ‘হাস্যকর’: মন্তব্য ট্রাম্পের

আপডেট সময় ১০:৫৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

 

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জগতের শীর্ষ উদ্যোক্তা ইলন মাস্ক সম্প্রতি ‘আমেরিকা পার্টি’ নামে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। তবে মাস্কের এই ঘোষণাকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় রবিবার নিউ জার্সির মোরিসটাউনের একটি গলফ ক্লাব থেকে ওয়াশিংটন ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন। খবর দিয়েছে রয়টার্স।

ট্রাম্প বলেন, “তৃতীয় একটি রাজনৈতিক দল গঠনের চিন্তা হাস্যকর। রিপাবলিকান পার্টির সঙ্গে আমরা দারুণ সাফল্য পেয়েছি। ডেমোক্র্যাটরা দিক হারিয়েছে, কিন্তু আমেরিকার রাজনীতি বরাবরই দুই-দলীয় কাঠামোর ওপর দাঁড়িয়ে আছে। তৃতীয় দল কেবল বিভ্রান্তি তৈরি করবে।”

তিনি আরও বলেন, “এই দেশের রাজনৈতিক কাঠামো মূলত দুই দলকেই ঘিরে তৈরি। তৃতীয় কোনো দল কখনোই টেকেনি। মাস্ক হয়তো মজা করছে, কিন্তু আমার কাছে বিষয়টি হাস্যকরই মনে হচ্ছে।”

এরপর ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ আরও একধাপ এগিয়ে মাস্ককে আক্রমণ করে লিখেন, “গত পাঁচ সপ্তাহে ইলন মাস্ক পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়েছে, সে এখন যেন একটি চলন্ত ট্রেনের দুর্ঘটনার মতো।”

প্রসঙ্গত, টেসলা ও এক্স (সাবেক টুইটার)-এর মালিক ইলন মাস্ক শনিবার আনুষ্ঠানিকভাবে ‘আমেরিকা পার্টি’ গঠনের ঘোষণা দেন। তিনি দাবি করেন, ট্রাম্প প্রশাসনের কর ছাড় এবং সরকারি ব্যয়ের বিল দেশের অর্থনীতিকে বিপর্যয়ের মুখে ফেলছে, তাই তিনি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছেন।

মাস্কের এই ঘোষণাকে ঘিরে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, মার্কিন রাজনীতিতে তৃতীয় কোনো দলের প্রভাব historically খুবই সীমিত, ফলে মাস্কের এই উদ্যোগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

এদিকে মাস্কের ঘনিষ্ঠ মহল জানিয়েছে, তার নতুন রাজনৈতিক দলের লক্ষ্য হবে প্রযুক্তি, শিক্ষা ও উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া এবং একইসঙ্গে দেশকে ‘নতুন দৃষ্টিভঙ্গি’ থেকে নেতৃত্ব দেওয়া। তবে বাস্তবে এটি কতটা কার্যকর হবে, তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে জোর বিতর্ক রয়েছে।

মাস্কের দল আনুষ্ঠানিকভাবে আগামী কয়েক মাসের মধ্যে রাজনৈতিক কর্মসূচি ও লক্ষ্য ঘোষণা করবে বলে জানা গেছে।