০৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
প্রকৃতির হাতে আঁকা ভূমি: নর্থ ডাকোটা ব্যাডল্যান্ড সাংবাদিকতার স্বাধীনতা টিকিয়ে রাখতে আর্থিক ও বুদ্ধিবৃত্তিক স্বনির্ভরতা জরুরি: শফিক রেহমান হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল চরমোনাইয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত জোট আইসিসি ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ, ভারতীয় মিডিয়ার দাবি একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান

ইলন মাস্কের নতুন রাজনৈতিক দলের ঘোষণা ‘হাস্যকর’: মন্তব্য ট্রাম্পের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / 124

ছবি সংগৃহীত

 

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জগতের শীর্ষ উদ্যোক্তা ইলন মাস্ক সম্প্রতি ‘আমেরিকা পার্টি’ নামে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। তবে মাস্কের এই ঘোষণাকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় রবিবার নিউ জার্সির মোরিসটাউনের একটি গলফ ক্লাব থেকে ওয়াশিংটন ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন। খবর দিয়েছে রয়টার্স।

বিজ্ঞাপন

ট্রাম্প বলেন, “তৃতীয় একটি রাজনৈতিক দল গঠনের চিন্তা হাস্যকর। রিপাবলিকান পার্টির সঙ্গে আমরা দারুণ সাফল্য পেয়েছি। ডেমোক্র্যাটরা দিক হারিয়েছে, কিন্তু আমেরিকার রাজনীতি বরাবরই দুই-দলীয় কাঠামোর ওপর দাঁড়িয়ে আছে। তৃতীয় দল কেবল বিভ্রান্তি তৈরি করবে।”

তিনি আরও বলেন, “এই দেশের রাজনৈতিক কাঠামো মূলত দুই দলকেই ঘিরে তৈরি। তৃতীয় কোনো দল কখনোই টেকেনি। মাস্ক হয়তো মজা করছে, কিন্তু আমার কাছে বিষয়টি হাস্যকরই মনে হচ্ছে।”

এরপর ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ আরও একধাপ এগিয়ে মাস্ককে আক্রমণ করে লিখেন, “গত পাঁচ সপ্তাহে ইলন মাস্ক পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়েছে, সে এখন যেন একটি চলন্ত ট্রেনের দুর্ঘটনার মতো।”

প্রসঙ্গত, টেসলা ও এক্স (সাবেক টুইটার)-এর মালিক ইলন মাস্ক শনিবার আনুষ্ঠানিকভাবে ‘আমেরিকা পার্টি’ গঠনের ঘোষণা দেন। তিনি দাবি করেন, ট্রাম্প প্রশাসনের কর ছাড় এবং সরকারি ব্যয়ের বিল দেশের অর্থনীতিকে বিপর্যয়ের মুখে ফেলছে, তাই তিনি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছেন।

মাস্কের এই ঘোষণাকে ঘিরে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, মার্কিন রাজনীতিতে তৃতীয় কোনো দলের প্রভাব historically খুবই সীমিত, ফলে মাস্কের এই উদ্যোগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

এদিকে মাস্কের ঘনিষ্ঠ মহল জানিয়েছে, তার নতুন রাজনৈতিক দলের লক্ষ্য হবে প্রযুক্তি, শিক্ষা ও উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া এবং একইসঙ্গে দেশকে ‘নতুন দৃষ্টিভঙ্গি’ থেকে নেতৃত্ব দেওয়া। তবে বাস্তবে এটি কতটা কার্যকর হবে, তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে জোর বিতর্ক রয়েছে।

মাস্কের দল আনুষ্ঠানিকভাবে আগামী কয়েক মাসের মধ্যে রাজনৈতিক কর্মসূচি ও লক্ষ্য ঘোষণা করবে বলে জানা গেছে।

 

নিউজটি শেয়ার করুন

ইলন মাস্কের নতুন রাজনৈতিক দলের ঘোষণা ‘হাস্যকর’: মন্তব্য ট্রাম্পের

আপডেট সময় ১০:৫৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

 

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জগতের শীর্ষ উদ্যোক্তা ইলন মাস্ক সম্প্রতি ‘আমেরিকা পার্টি’ নামে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। তবে মাস্কের এই ঘোষণাকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় রবিবার নিউ জার্সির মোরিসটাউনের একটি গলফ ক্লাব থেকে ওয়াশিংটন ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন। খবর দিয়েছে রয়টার্স।

বিজ্ঞাপন

ট্রাম্প বলেন, “তৃতীয় একটি রাজনৈতিক দল গঠনের চিন্তা হাস্যকর। রিপাবলিকান পার্টির সঙ্গে আমরা দারুণ সাফল্য পেয়েছি। ডেমোক্র্যাটরা দিক হারিয়েছে, কিন্তু আমেরিকার রাজনীতি বরাবরই দুই-দলীয় কাঠামোর ওপর দাঁড়িয়ে আছে। তৃতীয় দল কেবল বিভ্রান্তি তৈরি করবে।”

তিনি আরও বলেন, “এই দেশের রাজনৈতিক কাঠামো মূলত দুই দলকেই ঘিরে তৈরি। তৃতীয় কোনো দল কখনোই টেকেনি। মাস্ক হয়তো মজা করছে, কিন্তু আমার কাছে বিষয়টি হাস্যকরই মনে হচ্ছে।”

এরপর ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ আরও একধাপ এগিয়ে মাস্ককে আক্রমণ করে লিখেন, “গত পাঁচ সপ্তাহে ইলন মাস্ক পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়েছে, সে এখন যেন একটি চলন্ত ট্রেনের দুর্ঘটনার মতো।”

প্রসঙ্গত, টেসলা ও এক্স (সাবেক টুইটার)-এর মালিক ইলন মাস্ক শনিবার আনুষ্ঠানিকভাবে ‘আমেরিকা পার্টি’ গঠনের ঘোষণা দেন। তিনি দাবি করেন, ট্রাম্প প্রশাসনের কর ছাড় এবং সরকারি ব্যয়ের বিল দেশের অর্থনীতিকে বিপর্যয়ের মুখে ফেলছে, তাই তিনি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছেন।

মাস্কের এই ঘোষণাকে ঘিরে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, মার্কিন রাজনীতিতে তৃতীয় কোনো দলের প্রভাব historically খুবই সীমিত, ফলে মাস্কের এই উদ্যোগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

এদিকে মাস্কের ঘনিষ্ঠ মহল জানিয়েছে, তার নতুন রাজনৈতিক দলের লক্ষ্য হবে প্রযুক্তি, শিক্ষা ও উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া এবং একইসঙ্গে দেশকে ‘নতুন দৃষ্টিভঙ্গি’ থেকে নেতৃত্ব দেওয়া। তবে বাস্তবে এটি কতটা কার্যকর হবে, তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে জোর বিতর্ক রয়েছে।

মাস্কের দল আনুষ্ঠানিকভাবে আগামী কয়েক মাসের মধ্যে রাজনৈতিক কর্মসূচি ও লক্ষ্য ঘোষণা করবে বলে জানা গেছে।