লাগামহীন ও অবিশ্বাস্য মাত্রার লুটপাট আওয়ামী লীগ সরকারের বড় দৃষ্টান্ত: আসিফ মাহমুদ

- আপডেট সময় ০৪:৪৮:২০ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
- / 7
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লাগামহীন ও অবিশ্বাস্য মাত্রার লুটপাট আওয়ামী লীগ সরকারের শাসনামলের একটি বড় দৃষ্টান্ত।
আজ রোববার (৬ জুলাই) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে উপদেষ্টা আসিফ উল্লেখ করেন, শিল্পী দেবাশিস চক্রবর্তী ‘জুলাই প্রিলিউড সিরিজ’-এর ৫ থেকে ৮ নম্বর পোস্টার তৈরি করেছেন এই লুটপাটকে কেন্দ্র করে। তিনি জানান, শিল্পীর আঁকা এই পোস্টারগুলোতে স্পষ্ট হয়ে উঠবে কেন জুলাই অনিবার্য হয়ে উঠেছিল এবং সেই সময়ে কী কী ঘটনা ঘটেছিল।
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পোস্টে আরও বলা হয়, ‘‘আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। আমি আসছি মানুষকে দিতে’’ মুখে এমন স্লোগান দিলেও স্বৈরশাসক শেখ হাসিনার ভেতরের আসল চিত্র এখন উন্মোচিত। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই সীমাহীন লুটপাটই আওয়ামী লীগ শাসনের বড় দৃষ্টান্ত হিসেবে রয়ে যাবে।’
তিনি আরও লেখেন, এই লুটপাটের প্রেক্ষাপটকে উপজীব্য করে দেবাশিস চক্রবর্তী যে পোস্টারগুলো এঁকেছেন, সেগুলো সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের অংশ হিসেবে প্রকাশ করা হবে।
প্রাথমিকভাবে দশটি পোস্টার ধারাবাহিকভাবে প্রকাশের পরিকল্পনা ছিল জানিয়ে উপদেষ্টা আসিফ বলেন, মানুষের অনুপ্রেরণা ও আগ্রহ দেখে শিল্পী দেবাশিস চক্রবর্তী পোস্টারের সংখ্যা আরও বাড়াতে রাজি হয়েছেন।
পোস্টারে জুলাই মাসের ঘটনাপ্রবাহ এবং এর পেছনের অনিবার্য কারণগুলোর চিত্রই প্রাধান্য পাবে বলে জানানো হয়েছে।
উপদেষ্টা আসিফের ফেসবুক পোস্টে আরও বলা হয়, এই শিল্পকর্মের মাধ্যমে মানুষ সহজেই বুঝতে পারবে কেন জুলাই মাসের ঘটনাগুলো এ দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে আছে এবং কীভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ক্ষমতার অপব্যবহার চলেছিল।
প্রসঙ্গত, শিল্পী দেবাশিস চক্রবর্তী এর আগে নানা সামাজিক ও রাজনৈতিক বিষয়ে তার পোস্টার শিল্পের মাধ্যমে জনসচেতনতা তৈরি করে আলোচিত হয়েছেন।
সূত্র: বাসস