মালয়েশিয়া থেকে ফেরত আসা ৩ জনের কেউ জঙ্গি নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

- আপডেট সময় ০২:২৯:১৯ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
- / 4
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, মালয়েশিয়া থেকে সম্প্রতি ফেরত আসা তিন বাংলাদেশি কোনোভাবেই জঙ্গি নন। তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ায় মালয়েশিয়া সরকার তাদের দেশে ফেরত পাঠিয়েছে।
রবিবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “মালয়েশিয়া থেকে আসা এই তিনজনের বিরুদ্ধে দেশে কোনো জঙ্গি সংশ্লিষ্টতার তথ্য নেই। শুধুমাত্র ভিসার মেয়াদ শেষ হওয়ায় তাদের ফেরত পাঠানো হয়েছে। দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে। গত ১০ মাসে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়নি।”
এ সময় শাহজালালের রপ্তানি কার্গো ভিলেজ ঘিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের আন্দোলনের কারণে রপ্তানি কার্যক্রমে কিছুটা বিঘ্ন ঘটেছে। রপ্তানির পরিস্থিতি স্বাভাবিক আছে কিনা, সেটি সরেজমিনে দেখতেই আজ এখানে আসা।”
তিনি আরও জানান, এটি কেবল একটি পরিদর্শনমূলক সফর, কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠান নয়।
নতুন এক্সপোর্ট টার্মিনালের সুবিধা প্রসঙ্গে লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আমাদের নতুন এক্সপোর্ট টার্মিনালে বড় সুবিধা থাকবে। যদি কোনো কারণে পণ্য লোড না হয়, তাহলে সেই পণ্য কোল্ড স্টোরেজে রাখা যাবে। বর্তমানে এ ধরনের সুবিধা নেই, ফলে বিমানে পণ্য না তুলতে পারলে অনেক সময় ক্ষতি হয়ে যায়।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বাস দিয়ে বলেন, “নতুন এই টার্মিনাল চালু হলে রপ্তানি কার্যক্রম আরও গতিশীল ও সুরক্ষিত হবে।”
তিনি আরও যোগ করেন, “দেশের রপ্তানি প্রবাহ সচল রাখতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”