নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন: স্বরাষ্ট্র উপদেষ্টা

- আপডেট সময় ০২:১৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
- / 7
নির্বাচনের জন্য দেশে এখন সুষ্ঠু পরিবেশ রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (৬ জুলাই) রাজধানীর উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
তিনি বলেন, “নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করা যায় না। এর জন্য নির্বাচন কমিশন (ইসি) এবং নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সহযোগিতাও প্রয়োজন। প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি রয়েছে, এবং দেশে সুষ্ঠু পরিবেশও বিরাজ করছে।”
মব সন্ত্রাসের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সাম্প্রতিক সময়ে ফরিদপুরসহ বিভিন্ন স্থানে যেসব মব সন্ত্রাসের ঘটনা ঘটেছে, সেগুলোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এর আগে রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ পরিদর্শন করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। সেখানেও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে কোনো জঙ্গি তৎপরতা নেই। মালয়েশিয়ায় আটক তিন বাংলাদেশিকে জঙ্গি হিসেবে চিহ্নিত করা হয়নি, তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ফেরত পাঠানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এদিন শাহজালালের কার্গো ভিলেজ ও উত্তরা পূর্ব থানার পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্সও পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক কার্যক্রম ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করে সন্তুষ্টি প্রকাশ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে নির্দেশ দিয়েছেন বলেও জানান।
তিনি আরও বলেন, নির্বাচনের সময় যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।