ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ডিএমপির ট্রাফিক বিভাগের দুই দিনে ৩,৬২২ মামলা চাঁদপুরে সেরা সাঁতারু বাছাইয়ে ট্যালেন্ট হান্ট অনুষ্ঠিত, অংশগ্রহণ ২ শতাধিক সাঁতারু ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত অন্তত ১৫ জন আশুরা আমাদের সত্য ও ন্যায়ের পথে সাহস জোগায়: প্রধান উপদেষ্টা হাতিরঝিলে ‘এগিয়ে বাংলাদেশ’ দৌড় প্রতিযোগিতা, অংশগ্রহণে ৮০০ প্রতিযোগী ইসলামবিরোধী কার্যকলাপে কঠোর অবস্থানের হুঁশিয়ারি খেলাফত আমিরের শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতা, ২৪৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ জামালপুরে নগর মাতৃসদনে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যু, আটক ২ নার্স দেশে করোনায় ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬ আওয়ামী নেতাদের দমন-পীড়ন ছিল ইয়াজিদ বাহিনীর সমতুল্য: তারেক রহমান

হাতিরঝিলে ‘এগিয়ে বাংলাদেশ’ দৌড় প্রতিযোগিতা, অংশগ্রহণে ৮০০ প্রতিযোগী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / 1

ছবি সংগৃহীত

 

 

রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী দৌড় প্রতিযোগিতা ‘এগিয়ে বাংলাদেশ’। শুক্রবার (৪ জুলাই) সকালে ‘বাই ডিজিটাল’-এর আয়োজনে এবং ‘রান বাংলাদেশ’-এর সহযোগিতায় এ দৌড়ের আয়োজন করা হয়। দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ৮০০ দৌড়প্রেমী এতে অংশ নেন।

পুলিশ প্লাজার সামনে অ্যাম্ফিথিয়েটার থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় ছিল দুটি সেগমেন্ট— ৭ দশমিক ৫ কিলোমিটার এবং ১৫ কিলোমিটার। নারী-পুরুষসহ সকল বয়সের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে মুখর হয়ে ওঠে হাতিরঝিল এলাকা।

আয়োজকরা জানান, দৌড় আয়োজনের মূল উদ্দেশ্য ছিল নগরবাসীকে স্বাস্থ্য সচেতন করে তোলা এবং তরুণ প্রজন্মকে হাঁটা ও দৌড়ের প্রতি আগ্রহী করা। প্রথমবারের মতো এই দৌড় প্রতিযোগিতা হাতিরঝিলে বিপরীতমুখী (অ্যান্টি-ক্লকওয়াইজ) রুটে অনুষ্ঠিত হয়।

এছাড়া দেশের ইতিহাসে প্রথমবারের মতো এ ইভেন্টে ব্যবহার করা হয় RBAN Timing Solutions প্রযুক্তি, যার মাধ্যমে দৌড় শেষ করার সঙ্গে সঙ্গেই প্রতিযোগীরা নিজের ফলাফল জানতে সক্ষম হন।

প্রতিযোগিতা শেষে সকল অংশগ্রহণকারীকে পদক প্রদান করা হয়। পাশাপাশি বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার।

দৌড়প্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং নগরবাসীর উপস্থিতিতে এক উৎসবের রূপ নেয় এই আয়োজন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এমন উদ্যোগ চলমান থাকলে রাজধানীসহ সারা দেশে সুস্থ জীবনযাপনের সংস্কৃতি আরও সমৃদ্ধ হবে।

নিউজটি শেয়ার করুন

হাতিরঝিলে ‘এগিয়ে বাংলাদেশ’ দৌড় প্রতিযোগিতা, অংশগ্রহণে ৮০০ প্রতিযোগী

আপডেট সময় ০৭:২৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

 

 

রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী দৌড় প্রতিযোগিতা ‘এগিয়ে বাংলাদেশ’। শুক্রবার (৪ জুলাই) সকালে ‘বাই ডিজিটাল’-এর আয়োজনে এবং ‘রান বাংলাদেশ’-এর সহযোগিতায় এ দৌড়ের আয়োজন করা হয়। দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ৮০০ দৌড়প্রেমী এতে অংশ নেন।

পুলিশ প্লাজার সামনে অ্যাম্ফিথিয়েটার থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় ছিল দুটি সেগমেন্ট— ৭ দশমিক ৫ কিলোমিটার এবং ১৫ কিলোমিটার। নারী-পুরুষসহ সকল বয়সের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে মুখর হয়ে ওঠে হাতিরঝিল এলাকা।

আয়োজকরা জানান, দৌড় আয়োজনের মূল উদ্দেশ্য ছিল নগরবাসীকে স্বাস্থ্য সচেতন করে তোলা এবং তরুণ প্রজন্মকে হাঁটা ও দৌড়ের প্রতি আগ্রহী করা। প্রথমবারের মতো এই দৌড় প্রতিযোগিতা হাতিরঝিলে বিপরীতমুখী (অ্যান্টি-ক্লকওয়াইজ) রুটে অনুষ্ঠিত হয়।

এছাড়া দেশের ইতিহাসে প্রথমবারের মতো এ ইভেন্টে ব্যবহার করা হয় RBAN Timing Solutions প্রযুক্তি, যার মাধ্যমে দৌড় শেষ করার সঙ্গে সঙ্গেই প্রতিযোগীরা নিজের ফলাফল জানতে সক্ষম হন।

প্রতিযোগিতা শেষে সকল অংশগ্রহণকারীকে পদক প্রদান করা হয়। পাশাপাশি বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার।

দৌড়প্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং নগরবাসীর উপস্থিতিতে এক উৎসবের রূপ নেয় এই আয়োজন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এমন উদ্যোগ চলমান থাকলে রাজধানীসহ সারা দেশে সুস্থ জীবনযাপনের সংস্কৃতি আরও সমৃদ্ধ হবে।