ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ডিএমপির ট্রাফিক বিভাগের দুই দিনে ৩,৬২২ মামলা চাঁদপুরে সেরা সাঁতারু বাছাইয়ে ট্যালেন্ট হান্ট অনুষ্ঠিত, অংশগ্রহণ ২ শতাধিক সাঁতারু ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত অন্তত ১৫ জন আশুরা আমাদের সত্য ও ন্যায়ের পথে সাহস জোগায়: প্রধান উপদেষ্টা হাতিরঝিলে ‘এগিয়ে বাংলাদেশ’ দৌড় প্রতিযোগিতা, অংশগ্রহণে ৮০০ প্রতিযোগী ইসলামবিরোধী কার্যকলাপে কঠোর অবস্থানের হুঁশিয়ারি খেলাফত আমিরের শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতা, ২৪৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ জামালপুরে নগর মাতৃসদনে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যু, আটক ২ নার্স দেশে করোনায় ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬ আওয়ামী নেতাদের দমন-পীড়ন ছিল ইয়াজিদ বাহিনীর সমতুল্য: তারেক রহমান

করাচিতে পাঁচতলা ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৪, উদ্ধার অভিযান অব্যাহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০১:১০ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / 2

ছবি সংগৃহীত

 

 

পাকিস্তানের করাচিতে পাঁচতলা একটি ভবন ধসে পড়ায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। দ্বিতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষের আটকে থাকার আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।

শনিবার (৫ জুলাই) জিও টিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, জীবিতদের বের করে আনা এবং মরদেহ উদ্ধারের জন্য টানা অভিযান চালাচ্ছেন উদ্ধারকারীরা। ভবনটির ধ্বংসাবশেষের নিচে অন্তত ছয় থেকে সাতজনের আটকে থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।

শুক্রবার করাচির লিয়ারির বাগদাদি এলাকায় ঘনবসতিপূর্ণ অঞ্চলের এই পুরনো ভবনটি ধসে পড়ে। কয়েক দশক আগে নির্মিত এই ভবনটিতে ২০টি অ্যাপার্টমেন্টে ৪০ জনেরও বেশি মানুষ বসবাস করতেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ধ্বংসাবশেষ থেকে এখন পর্যন্ত ১৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনার পরপরই এলাকাটি ঘিরে ফেলে নিরাপত্তা জোরদার করা হয়। রেঞ্জার্স এবং সিটি ওয়ার্ডেনদের মোতায়েন করা হয়েছে যাতে সাধারণ মানুষ সেখানে ভিড় না করে। উদ্ধার কাজ দ্রুত করতে ভারী যন্ত্রপাতিও আনা হয়েছে।

উদ্ধারকারীরা ‘ট্র্যাপড পার্সন লোকেটর’ নামে একটি যন্ত্র ব্যবহার করছেন, যা ধ্বংসস্তূপের নিচে হৃদস্পন্দন শনাক্ত করে জীবিতদের অবস্থান চিহ্নিত করতে সহায়তা করে।

দীর্ঘ সময় ধরে চলা এ অভিযান আরও সাত থেকে আট ঘণ্টা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে উদ্ধারকারী দল। এখনো নিখোঁজদের স্বজনরা ঘটনাস্থলে উদ্বেগ নিয়ে অপেক্ষা করছেন।

প্রসঙ্গত, পাকিস্তানের বিভিন্ন শহরে পুরনো ও নাজুক ভবনগুলোর রক্ষণাবেক্ষণের অভাবে প্রায়ই ভবনধসের ঘটনা ঘটে। বিশেষজ্ঞরা ভবনগুলোর সুষ্ঠু সংস্কার ও পর্যবেক্ষণ জোরদারের তাগিদ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

করাচিতে পাঁচতলা ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৪, উদ্ধার অভিযান অব্যাহত

আপডেট সময় ০৩:০১:১০ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

 

 

পাকিস্তানের করাচিতে পাঁচতলা একটি ভবন ধসে পড়ায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। দ্বিতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষের আটকে থাকার আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।

শনিবার (৫ জুলাই) জিও টিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, জীবিতদের বের করে আনা এবং মরদেহ উদ্ধারের জন্য টানা অভিযান চালাচ্ছেন উদ্ধারকারীরা। ভবনটির ধ্বংসাবশেষের নিচে অন্তত ছয় থেকে সাতজনের আটকে থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।

শুক্রবার করাচির লিয়ারির বাগদাদি এলাকায় ঘনবসতিপূর্ণ অঞ্চলের এই পুরনো ভবনটি ধসে পড়ে। কয়েক দশক আগে নির্মিত এই ভবনটিতে ২০টি অ্যাপার্টমেন্টে ৪০ জনেরও বেশি মানুষ বসবাস করতেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ধ্বংসাবশেষ থেকে এখন পর্যন্ত ১৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনার পরপরই এলাকাটি ঘিরে ফেলে নিরাপত্তা জোরদার করা হয়। রেঞ্জার্স এবং সিটি ওয়ার্ডেনদের মোতায়েন করা হয়েছে যাতে সাধারণ মানুষ সেখানে ভিড় না করে। উদ্ধার কাজ দ্রুত করতে ভারী যন্ত্রপাতিও আনা হয়েছে।

উদ্ধারকারীরা ‘ট্র্যাপড পার্সন লোকেটর’ নামে একটি যন্ত্র ব্যবহার করছেন, যা ধ্বংসস্তূপের নিচে হৃদস্পন্দন শনাক্ত করে জীবিতদের অবস্থান চিহ্নিত করতে সহায়তা করে।

দীর্ঘ সময় ধরে চলা এ অভিযান আরও সাত থেকে আট ঘণ্টা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে উদ্ধারকারী দল। এখনো নিখোঁজদের স্বজনরা ঘটনাস্থলে উদ্বেগ নিয়ে অপেক্ষা করছেন।

প্রসঙ্গত, পাকিস্তানের বিভিন্ন শহরে পুরনো ও নাজুক ভবনগুলোর রক্ষণাবেক্ষণের অভাবে প্রায়ই ভবনধসের ঘটনা ঘটে। বিশেষজ্ঞরা ভবনগুলোর সুষ্ঠু সংস্কার ও পর্যবেক্ষণ জোরদারের তাগিদ দিয়েছেন।