ঢাকা ১০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাপানের সহায়তা ও বিনিয়োগে জোর দিতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান সংস্কার সহায়তায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি, দ্রুত নির্বাচনের আশা: পররাষ্ট্র উপদেষ্টা চলতি ২০২৫-২৬ অর্থবছর শেষে দেশে খাদ্য মজুদ বেড়েছে: প্রেস উইং সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১,৪৪৩ যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী ঘোষণা ব্রিটিশ পার্লামেন্টের বিচার ব্যবস্থাকে মানুষের দোরগোড়ায় পৌঁছাতে ঐকমত্য তৈরি হয়েছে: জামায়াতে নায়েবে আমির তিন দফা দাবিতে উত্তাল রুয়েট নওগাঁর পোরশা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত নতুন নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক, থাকছে ঋণ গ্রহীতাদের জন্য সুখবর সুনামগঞ্জে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

সুবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে শিক্ষার্থীদের আলটিমেটাম, ক্লাস বর্জনের হুঁশিয়ারি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / 3

ছবি সংগৃহীত

 

 

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) শিক্ষার্থীরা অবিলম্বে পরিবহন সংকট নিরসনের দাবি জানিয়ে প্রশাসনকে আট দিনের আলটিমেটাম দিয়েছেন। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে শান্তিগঞ্জে অস্থায়ী ছাত্রাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের পরিবহনের জন্য ইতোমধ্যে দেড় কোটি টাকা বরাদ্দ থাকলেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমতি না পাওয়ার অজুহাতে প্রশাসন কোনো বাস কেনার উদ্যোগ নিচ্ছে না। ফলে প্রতিদিন শিক্ষার্থীদের ব্যক্তিগতভাবে সিএনজি বা বাসে যাতায়াত করতে হচ্ছে, এতে সময় এবং অর্থ দুই-ই অপচয় হচ্ছে বলে জানান তারা।

শিক্ষার্থীরা আরও বলেন, হাফপাস নিয়ে প্রায়ই যানবাহন চালকদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়তে হচ্ছে। অনেক সময় চালকদের কাছ থেকে অপমানজনক আচরণেরও শিকার হতে হয়। এ নিয়ে এর আগেও বাসচালকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেন তারা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, “আমরা শুধু বাস চাই না, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার চাই। টাকা থাকলেও প্রশাসন অনুমতির কথা বলে দায়িত্ব এড়িয়ে যাচ্ছে। পরিবহনের পাশাপাশি ভালো মানের আবাসন ও লাইব্রেরির ব্যবস্থাও জরুরি।”

শিক্ষার্থীরা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, আগামী ১০ জুলাইয়ের মধ্যে বাসের ব্যবস্থা না হলে তারা ক্লাস বর্জনসহ কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন শিক্ষার্থী জাকারিয়া নাইম, জি এম তাইমুম, সুরভী চৌধুরী, সোহানুর রহমান ও তাকবিল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন মিনহাজুল মিনাল, সাব্বির হোসেন, তনুশ্রী দেব, সুদিপ্তা চৌধুরী, আশরাফ হোসেন, লাবন্য মণ্ডল, আদিবা জামান নাফি, আব্দুর রহমান নিশাদ, রুবাইয়া বর্ষা, তাসমিম অধরা, পূজা রয়, তাসনিম জাহান, সাফিন আহমেদ ও নাহিয়ানসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী।

শিক্ষার্থীরা প্রশাসনকে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তাদের ন্যায্য দাবি মেনে নেওয়া জরুরি।

নিউজটি শেয়ার করুন

সুবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে শিক্ষার্থীদের আলটিমেটাম, ক্লাস বর্জনের হুঁশিয়ারি

আপডেট সময় ০৪:৫৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

 

 

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) শিক্ষার্থীরা অবিলম্বে পরিবহন সংকট নিরসনের দাবি জানিয়ে প্রশাসনকে আট দিনের আলটিমেটাম দিয়েছেন। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে শান্তিগঞ্জে অস্থায়ী ছাত্রাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের পরিবহনের জন্য ইতোমধ্যে দেড় কোটি টাকা বরাদ্দ থাকলেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমতি না পাওয়ার অজুহাতে প্রশাসন কোনো বাস কেনার উদ্যোগ নিচ্ছে না। ফলে প্রতিদিন শিক্ষার্থীদের ব্যক্তিগতভাবে সিএনজি বা বাসে যাতায়াত করতে হচ্ছে, এতে সময় এবং অর্থ দুই-ই অপচয় হচ্ছে বলে জানান তারা।

শিক্ষার্থীরা আরও বলেন, হাফপাস নিয়ে প্রায়ই যানবাহন চালকদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়তে হচ্ছে। অনেক সময় চালকদের কাছ থেকে অপমানজনক আচরণেরও শিকার হতে হয়। এ নিয়ে এর আগেও বাসচালকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেন তারা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, “আমরা শুধু বাস চাই না, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার চাই। টাকা থাকলেও প্রশাসন অনুমতির কথা বলে দায়িত্ব এড়িয়ে যাচ্ছে। পরিবহনের পাশাপাশি ভালো মানের আবাসন ও লাইব্রেরির ব্যবস্থাও জরুরি।”

শিক্ষার্থীরা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, আগামী ১০ জুলাইয়ের মধ্যে বাসের ব্যবস্থা না হলে তারা ক্লাস বর্জনসহ কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন শিক্ষার্থী জাকারিয়া নাইম, জি এম তাইমুম, সুরভী চৌধুরী, সোহানুর রহমান ও তাকবিল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন মিনহাজুল মিনাল, সাব্বির হোসেন, তনুশ্রী দেব, সুদিপ্তা চৌধুরী, আশরাফ হোসেন, লাবন্য মণ্ডল, আদিবা জামান নাফি, আব্দুর রহমান নিশাদ, রুবাইয়া বর্ষা, তাসমিম অধরা, পূজা রয়, তাসনিম জাহান, সাফিন আহমেদ ও নাহিয়ানসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী।

শিক্ষার্থীরা প্রশাসনকে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তাদের ন্যায্য দাবি মেনে নেওয়া জরুরি।