যে বিষয়গুলোতে সমঝোতা হয়নি সেগুলোর ওপরও আলোচনা চলছে: ড. আলী রীয়াজ

- আপডেট সময় ০১:০০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
- / 3
গত ৫৩ বছরে এমন আলোচনার সুযোগ আর আসেনি উল্লেখ করে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, যে বিষয়গুলোতে এখনো সমঝোতা হয়নি, সেগুলোর ওপরও আলোচনা চলছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার নবম দিনের সংলাপের শুরুতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “প্রতিদিন মনে রাখতে হবে, আমরা সংগ্রামের মধ্য দিয়ে এখানে পৌঁছেছি। রাজনৈতিক দলগুলোর উচিত সেই ইতিহাস স্মরণ করে সামনের দিকে এগিয়ে যাওয়া।”
ড. আলী রীয়াজ আরও বলেন, রাষ্ট্র পুনর্গঠনের যে সম্ভাবনা এসেছে, তা অবহেলায় হারানো যাবে না। ৫৩ বছরে এমন ইতিবাচক আলোচনার সুযোগ তৈরি হয়নি। কমিশনের প্রস্তাবিত ২০টি মৌলিক সংস্কারের মধ্যে এদিন তিনটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিস্তারিত আলোচনা হবে।
এদিনের আলোচনায় রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ এবং জরুরি অবস্থা জারির বিষয়ে কমিশনের প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত গ্রহণ করা হবে। এখন পর্যন্ত যেসব বিষয়ে ঐকমত্য হয়নি, কমিশন সেগুলো আবারও আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চালিয়ে যাবে। চলতি মাসেই জাতীয় সনদ চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে বলে জানান তিনি।
এর আগের বৈঠকে (২ জুলাই) অধ্যাপক আলী রীয়াজ জানান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল এবং নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতিবাচক সমঝোতা হয়েছে।
তিনি বলেন, সীমানা নির্ধারণ নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। নির্বাচন কমিশনের চলমান কার্যক্রমের পাশাপাশি সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী দ্রুত পদক্ষেপ নেয়ার ওপরও জোর দেয়া হয়েছে।
আলোচনা ধাপে ধাপে ভালোভাবেই এগোচ্ছে এবং এভাবে অগ্রগতি অব্যাহত থাকলে জুলাই মাসের মধ্যেই “জুলাই সনদ” ঘোষণা করা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন আলী রীয়াজ।
রাষ্ট্রের সার্বিক সংস্কার, সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্রের ভিত শক্ত করতে রাজনৈতিক দলগুলোর এমন ঐকমত্যকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। একইসাথে কমিশনের পক্ষ থেকেও নতুন কোনো প্রস্তাব এলে তা সকলের অংশগ্রহণে যাচাই-বাছাই করার কথা বলা হয়েছে।