১০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
‘জুলাই যোদ্ধা’ শনাক্তে গোয়েন্দা তদন্ত শুরু কুয়াকাটার হোটেলে ঝুলন্ত মরদেহ, স্বামী পরিচয়ে থাকা যুবকের খোঁজ নেই যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকা বৃদ্ধি: যোগ হচ্ছে ফিলিস্তিনসহ আরও ছয় দেশ ‘২৫ তারিখ ইনশা আল্লাহ দেশে ফিরছি’: তারেক রহমান হাদিকে গুলি: প্রধান আসামি ফয়সালের বাবা–মা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার সেই মুসলিমকে ‘জাতীয় হিরো’ আখ্যা দিয়ে যা বললেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা জনসমাগমের মধ্যে দক্ষিণখানে যুবলীগ নেতা খুন জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির শ্রদ্ধা গাজায় যুদ্ধবিরতি মানতে ইসরায়েলকে হোয়াইট হাউসের সতর্কবার্তা, নেতানিয়াহুকে সরাসরি বার্তা

২০২৪-২৫ অর্থবছরে রপ্তানি আয়ে ৮.৫৮ শতাংশ প্রবৃদ্ধি, উল্লেখযোগ্য পোশাক খাত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৭:৪২ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / 111

ছবি সংগৃহীত

 

 

সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে দেশের রপ্তানি আয় দাঁড়িয়েছে ৪ হাজার ৮২৮ কোটি ৩৯ লাখ মার্কিন ডলারে, যা আগের অর্থবছরের তুলনায় ৮ দশমিক ৫৮ শতাংশ বেশি। বুধবার (২ জুলাই) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-জুন সময়কালে রপ্তানি আয় ছিল ৪ হাজার ৪৪৬ কোটি ৯৭ লাখ ডলার। চলতি বছরের একই সময়ে তা উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে।

বিশেষভাবে তৈরি পোশাক খাত রপ্তানি আয়ের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে। ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে জুন পর্যন্ত তৈরি পোশাক রপ্তানি আয় ৮ দশমিক ৮৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৩৪ কোটি ৬৯ লাখ ডলারে। আগের বছরের একই সময়ে এই খাতে আয় হয়েছিল ৩ হাজার ৬১৫ কোটি ১৩ লাখ ডলার।

তৈরি পোশাক খাতের মধ্যে নিটওয়্যার রপ্তানি থেকে এসেছে ২ হাজার ১১৫ কোটি ৯০ লাখ ডলার, যা ৯ দশমিক ৭৩ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে। ২০২৩-২৪ অর্থবছরে এই খাত থেকে আয় হয়েছিল ১ হাজার ৯২৮ কোটি ২১ লাখ ডলার।

অন্যদিকে ওভেন পোশাক রপ্তানি আয় ৭ দশমিক ৮২ শতাংশ বেড়ে ১ হাজার ৮১৮ কোটি ৭৮ লাখ ডলারে পৌঁছেছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১ হাজার ৬৮৬ কোটি ৯১ লাখ ডলার।

এছাড়া অন্যান্য খাতের মধ্যে কৃষিপণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, এবং হোম টেক্সটাইলের রফতানি আয়ও ইতিবাচক ধারায় রয়েছে। ইপিবির তথ্য অনুযায়ী, হোম টেক্সটাইল রপ্তানি আয় ২ দশমিক ৪২ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৮৭ কোটি ১৫ লাখ ডলারে। চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি আয় ১০ দশমিক ১৯ শতাংশ বেড়ে হয়েছে ১১৪ কোটি ৫০ লাখ ডলার। কৃষিপণ্যের রপ্তানি আয় ২ দশমিক ৫২ শতাংশ বৃদ্ধির মাধ্যমে ৯৮ কোটি ৮৬ লাখ ডলারে দাঁড়িয়েছে।

তবে সদ্যবিদায়ী জুন মাসে রপ্তানি আয় কিছুটা কমেছে। এ মাসে দেশের পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৩৩৩ কোটি ৭৯ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৫৫ শতাংশ কম।

রপ্তানি উন্নয়ন ব্যুরো আশা প্রকাশ করেছে, বৈশ্বিক বাজারে চাহিদা বৃদ্ধি পেলে আগামীতে এ প্রবৃদ্ধি ধারা আরও শক্তিশালী হবে।

নিউজটি শেয়ার করুন

২০২৪-২৫ অর্থবছরে রপ্তানি আয়ে ৮.৫৮ শতাংশ প্রবৃদ্ধি, উল্লেখযোগ্য পোশাক খাত

আপডেট সময় ০৭:৪৭:৪২ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

 

 

সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে দেশের রপ্তানি আয় দাঁড়িয়েছে ৪ হাজার ৮২৮ কোটি ৩৯ লাখ মার্কিন ডলারে, যা আগের অর্থবছরের তুলনায় ৮ দশমিক ৫৮ শতাংশ বেশি। বুধবার (২ জুলাই) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-জুন সময়কালে রপ্তানি আয় ছিল ৪ হাজার ৪৪৬ কোটি ৯৭ লাখ ডলার। চলতি বছরের একই সময়ে তা উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে।

বিশেষভাবে তৈরি পোশাক খাত রপ্তানি আয়ের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে। ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে জুন পর্যন্ত তৈরি পোশাক রপ্তানি আয় ৮ দশমিক ৮৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৩৪ কোটি ৬৯ লাখ ডলারে। আগের বছরের একই সময়ে এই খাতে আয় হয়েছিল ৩ হাজার ৬১৫ কোটি ১৩ লাখ ডলার।

তৈরি পোশাক খাতের মধ্যে নিটওয়্যার রপ্তানি থেকে এসেছে ২ হাজার ১১৫ কোটি ৯০ লাখ ডলার, যা ৯ দশমিক ৭৩ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে। ২০২৩-২৪ অর্থবছরে এই খাত থেকে আয় হয়েছিল ১ হাজার ৯২৮ কোটি ২১ লাখ ডলার।

অন্যদিকে ওভেন পোশাক রপ্তানি আয় ৭ দশমিক ৮২ শতাংশ বেড়ে ১ হাজার ৮১৮ কোটি ৭৮ লাখ ডলারে পৌঁছেছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১ হাজার ৬৮৬ কোটি ৯১ লাখ ডলার।

এছাড়া অন্যান্য খাতের মধ্যে কৃষিপণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, এবং হোম টেক্সটাইলের রফতানি আয়ও ইতিবাচক ধারায় রয়েছে। ইপিবির তথ্য অনুযায়ী, হোম টেক্সটাইল রপ্তানি আয় ২ দশমিক ৪২ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৮৭ কোটি ১৫ লাখ ডলারে। চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি আয় ১০ দশমিক ১৯ শতাংশ বেড়ে হয়েছে ১১৪ কোটি ৫০ লাখ ডলার। কৃষিপণ্যের রপ্তানি আয় ২ দশমিক ৫২ শতাংশ বৃদ্ধির মাধ্যমে ৯৮ কোটি ৮৬ লাখ ডলারে দাঁড়িয়েছে।

তবে সদ্যবিদায়ী জুন মাসে রপ্তানি আয় কিছুটা কমেছে। এ মাসে দেশের পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৩৩৩ কোটি ৭৯ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৫৫ শতাংশ কম।

রপ্তানি উন্নয়ন ব্যুরো আশা প্রকাশ করেছে, বৈশ্বিক বাজারে চাহিদা বৃদ্ধি পেলে আগামীতে এ প্রবৃদ্ধি ধারা আরও শক্তিশালী হবে।