৩২টি চলচ্চিত্র নির্মাণে ৯ কোটি টাকার অনুদান প্রদানের সিদ্ধান্ত সরকারের

- আপডেট সময় ০৩:০৮:০২ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
- / 2
চলচ্চিত্র শিল্পের বিকাশে ৩২টি চলচ্চিত্র নির্মাণের জন্য ৯ কোটি টাকা অনুদান প্রদানের সিদ্ধান্ত নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
মঙ্গলবার (১ জুন) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়, অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের মধ্যে ১২টি পূর্ণদৈর্ঘ্য এবং ২০টি স্বল্পদৈর্ঘ্য।
প্রতিটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য ৭৫ লাখ টাকা এবং প্রতিটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য ২০ লাখ টাকা করে অনুদান নির্ধারণ করা হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শারমিন আখতার স্বাক্ষরিত দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে রবিনহুডের আশ্চর্য অভিযান, মায়ের ডাক, জুলাই, রূহের কাফেলা, পরোটার স্বাদ, খোঁয়ারি, জীবন অপেরা, জলযুদ্ধ, কবির মুখ দ্যা টাইম কিপার, কফিনের ডানা, নওয়াব ফুজুন্নেসা এবং জুঁই।
অন্যদিকে অনুদানপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো হলো মন্দ-ভালো, ফেলানী, ঝুঁকির মাত্রা, জীবনের গান, হু হ্যাজ মেইড আস ফ্লাই, ভরা বাদর, ১২৩০, বৃন্দারাণীর আঙুল, একটি সিনেমার জন্য, দাফন, সাঁতার, মাংস কম, গগন, অতিথি, বোবা, অদ্বৈত, আশার আলো, গর্জনপুরের বাঘা, হোয়ার দ্য ওয়াটার স্লিপস এবং অপসময়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রজ্ঞাপনে উল্লিখিত শর্তাবলী পূরণ সাপেক্ষে এই অনুদান প্রদান করা হবে।
তথ্য মন্ত্রণালয় মনে করছে, এ ধরনের সরকারি সহায়তা দেশের চলচ্চিত্র শিল্পের প্রসার ও মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে নবীন ও প্রতিশ্রুতিশীল নির্মাতাদের উৎসাহিত করতেও এ উদ্যোগ সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।