ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ রাজনীতি থেকে মাইনাস হবে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে: সালাহউদ্দিন ইউক্রেন যুদ্ধ সমাধানে ফিলিস্তিনের পশ্চিম তীর মডেলের প্রস্তাব ডিএমপি আবারো রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে যান চলাচল বন্ধ, যমুনা সেতুতে শিক্ষার্থীদের ব্লকেড ঢাকা-খুলনা মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ইউক্রেনের ক্ষেপণাস্ত্র কারখানায় রাশিয়ার হামলা নির্বাচন ফেব্রুয়ারি মাস যেন ক্রস না করে : শামসুজ্জামান দুদু ভোলাগঞ্জে সাদা পাথর লুট: দায়ীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট, শুনানি ১৭ আগস্ট ত্রিদেশীয় জয় শেষে ইংল্যান্ড সফরে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল

বিসিবির সভা আগামীকাল, এজেন্ডায় থাকছে কী?

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / 16

ছবি সংগৃহীত

 

নানা নাটকীয়তার পর গত মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। দীর্ঘ সময় আইসিসির কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা এই প্রাক্তন ক্রিকেটার দায়িত্ব নেয়ার পরই প্রশাসক হিসেবে নিজের দক্ষতার ছাপ রাখতে শুরু করেছেন।

দায়িত্ব নেয়ার পরপরই ক্রিকেটের বিকেন্দ্রীকরণ নিয়ে কার্যক্রম শুরু করেছেন নতুন সভাপতি। পাশাপাশি বিসিবির অভ্যন্তরীণ বিভিন্ন কার্যক্রমও ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন তিনি। এরই অংশ হিসেবে গত মাসে দুটি বোর্ড সভা সম্পন্ন হয়েছে। সোমবার (২৯ জুন) অনুষ্ঠিত হতে যাচ্ছে তার তৃতীয় বোর্ড সভা।

শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে সোমবার বিকেল ৩টায় শুরু হবে এই সভা। মূল আলোচ্য বিষয়ে রয়েছে বিপিএল আয়োজনের সময়সূচি ও পরিকল্পনা। এছাড়া দেশের প্রতিটি বিভাগে ক্রিকেট কার্যক্রমে যে নতুন কাজ শুরু হয়েছে, সেসবের অগ্রগতি নিয়েও সিদ্ধান্ত আসতে পারে এই সভায়।

এদিকে গতকাল (২৮ জুন) শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর টেস্ট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন নাজমুল হোসেন শান্ত। ফলে নতুন টেস্ট অধিনায়ক নির্বাচনের বিষয়টিও সোমবারের সভায় আলোচনায় আসতে পারে বলে জানা গেছে।

তাছাড়া হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিট এবং গেম ডেভেলপমেন্ট বিভাগের অধীনে খেলোয়াড়দের দেশি-বিদেশি সফর, ভবিষ্যতের ম্যাচ আয়োজন, খেলোয়াড় তৈরির বিভিন্ন প্রকল্প নিয়েও আলোচনা হবে এই বৈঠকে। নতুন সভাপতির পরিকল্পনায় বিসিবির প্রশাসনিক সংস্কার এবং মাঠের কার্যক্রমে সমন্বয় আনার বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সোমবারের সভায় বোর্ডের কার্যক্রমে গতি ফেরানোর নানা সিদ্ধান্ত আসবে বলে বিসিবি সংশ্লিষ্টরা আশা করছেন।

নিউজটি শেয়ার করুন

বিসিবির সভা আগামীকাল, এজেন্ডায় থাকছে কী?

আপডেট সময় ০৭:১০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

 

নানা নাটকীয়তার পর গত মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। দীর্ঘ সময় আইসিসির কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা এই প্রাক্তন ক্রিকেটার দায়িত্ব নেয়ার পরই প্রশাসক হিসেবে নিজের দক্ষতার ছাপ রাখতে শুরু করেছেন।

দায়িত্ব নেয়ার পরপরই ক্রিকেটের বিকেন্দ্রীকরণ নিয়ে কার্যক্রম শুরু করেছেন নতুন সভাপতি। পাশাপাশি বিসিবির অভ্যন্তরীণ বিভিন্ন কার্যক্রমও ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন তিনি। এরই অংশ হিসেবে গত মাসে দুটি বোর্ড সভা সম্পন্ন হয়েছে। সোমবার (২৯ জুন) অনুষ্ঠিত হতে যাচ্ছে তার তৃতীয় বোর্ড সভা।

শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে সোমবার বিকেল ৩টায় শুরু হবে এই সভা। মূল আলোচ্য বিষয়ে রয়েছে বিপিএল আয়োজনের সময়সূচি ও পরিকল্পনা। এছাড়া দেশের প্রতিটি বিভাগে ক্রিকেট কার্যক্রমে যে নতুন কাজ শুরু হয়েছে, সেসবের অগ্রগতি নিয়েও সিদ্ধান্ত আসতে পারে এই সভায়।

এদিকে গতকাল (২৮ জুন) শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর টেস্ট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন নাজমুল হোসেন শান্ত। ফলে নতুন টেস্ট অধিনায়ক নির্বাচনের বিষয়টিও সোমবারের সভায় আলোচনায় আসতে পারে বলে জানা গেছে।

তাছাড়া হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিট এবং গেম ডেভেলপমেন্ট বিভাগের অধীনে খেলোয়াড়দের দেশি-বিদেশি সফর, ভবিষ্যতের ম্যাচ আয়োজন, খেলোয়াড় তৈরির বিভিন্ন প্রকল্প নিয়েও আলোচনা হবে এই বৈঠকে। নতুন সভাপতির পরিকল্পনায় বিসিবির প্রশাসনিক সংস্কার এবং মাঠের কার্যক্রমে সমন্বয় আনার বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সোমবারের সভায় বোর্ডের কার্যক্রমে গতি ফেরানোর নানা সিদ্ধান্ত আসবে বলে বিসিবি সংশ্লিষ্টরা আশা করছেন।