০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
শিরোনাম :
কেনিয়ায় ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, ১২ জনের সবাই নিহত হওয়ার আশঙ্কা ইলন মাস্কের নতুন উদ্যোগ — এআই-চালিত “Grokipedia” চালু বিপুল সংখ্যক জামিন দেওয়ায় ৩ বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি নির্বাচনে প্রতি কেন্দ্রে আনসার থাকবে ১৩ জন: স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপি ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনা হবে: আমীর খসরু শাপলা দেওয়ার সুযোগ নেই, অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি: ইসি সচিব হানিফসহ ৪ জনের অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ পারমাণবিক চালিত আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষার ঘোষণা পুতিনের নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার।

ভারতের উত্তরাখণ্ড ভূমিধসে ৯ শ্রমিক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৬:০৬ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / 63

ছবি সংগৃহীত

 

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলায় ভয়াবহ ভূমিধসের ঘটনায় অন্তত ৯ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। রোববার (২৯ জুন) ভোরে প্রবল ঝড়-বৃষ্টি শুরু হলে এই বিপর্যয় ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, যমুনোত্রী জাতীয় মহাসড়কের শিলাই বেন্ডের কাছে টানা বৃষ্টিপাতের কারণে হঠাৎ এই ভূমিধসের সৃষ্টি হয়। এ সময় একটি হোটেল নির্মাণ প্রকল্পের কাজে নিয়োজিত প্রায় ১৯ জন শ্রমিক ওই এলাকায় অবস্থান করছিলেন। ভূমিধসের পর থেকে তাদের মধ্যে ৯ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে ১০ জনকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন

উত্তরকাশীর জেলা প্রশাসক (ডিএম) প্রশান্ত কুমার আর্য জানিয়েছেন, “রাত প্রায় ৩টার দিকে খবর আসে যে, হোটেল নির্মাণের জন্য থাকা শ্রমিকদের ক্যাম্পসাইটে বড় ধরনের ভূমিধস হয়েছে। ১৯ জন শ্রমিকের মধ্যে ৯ জন নিখোঁজ রয়েছেন, বাকিদের উদ্ধার করা হয়েছে।”

তিনি আরও জানান, নিখোঁজদের উদ্ধারে জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ), রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এসডিআরএফ), পুলিশ, রাজস্ব বিভাগ এবং গণপূর্ত বিভাগ (পিডব্লিউডি) যৌথভাবে তল্লাশি ও উদ্ধারকাজ চালাচ্ছে।

ডিএম আর্য বলেন, “ভূমিধসের কারণে জাতীয় মহাসড়কের একটি অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে যানবাহন চলাচল বিঘ্নিত হয়েছে। রাস্তা মেরামত এবং স্বাভাবিক যানবাহন চলাচল নিশ্চিত করতে আমাদের কিছুটা সময় লাগবে।”

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অঞ্চলে এর আগে কখনও ভূমিধসের এমন ঘটনা ঘটেনি। ফলে স্থানীয় বাসিন্দাদের মাঝেও নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে।

নিখোঁজ শ্রমিকদের জীবিত অবস্থায় উদ্ধার করতে প্রশাসন সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে বলে আশ্বস্ত করেছেন জেলা প্রশাসক। দুর্ঘটনার পর উদ্ধারকারী দলের সদস্যরা রাতভর চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং প্রয়োজন হলে অতিরিক্ত উদ্ধারকারী বাহিনীও মোতায়েন করা হবে।

ভূমিধসপ্রবণ পাহাড়ি এলাকায় ঝড়-বৃষ্টির সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের পরামর্শ দেয়া হয়েছে।

সূত্র: এনডিটিভি

 

নিউজটি শেয়ার করুন

ভারতের উত্তরাখণ্ড ভূমিধসে ৯ শ্রমিক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

আপডেট সময় ০৪:৪৬:০৬ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

 

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলায় ভয়াবহ ভূমিধসের ঘটনায় অন্তত ৯ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। রোববার (২৯ জুন) ভোরে প্রবল ঝড়-বৃষ্টি শুরু হলে এই বিপর্যয় ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, যমুনোত্রী জাতীয় মহাসড়কের শিলাই বেন্ডের কাছে টানা বৃষ্টিপাতের কারণে হঠাৎ এই ভূমিধসের সৃষ্টি হয়। এ সময় একটি হোটেল নির্মাণ প্রকল্পের কাজে নিয়োজিত প্রায় ১৯ জন শ্রমিক ওই এলাকায় অবস্থান করছিলেন। ভূমিধসের পর থেকে তাদের মধ্যে ৯ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে ১০ জনকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন

উত্তরকাশীর জেলা প্রশাসক (ডিএম) প্রশান্ত কুমার আর্য জানিয়েছেন, “রাত প্রায় ৩টার দিকে খবর আসে যে, হোটেল নির্মাণের জন্য থাকা শ্রমিকদের ক্যাম্পসাইটে বড় ধরনের ভূমিধস হয়েছে। ১৯ জন শ্রমিকের মধ্যে ৯ জন নিখোঁজ রয়েছেন, বাকিদের উদ্ধার করা হয়েছে।”

তিনি আরও জানান, নিখোঁজদের উদ্ধারে জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ), রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এসডিআরএফ), পুলিশ, রাজস্ব বিভাগ এবং গণপূর্ত বিভাগ (পিডব্লিউডি) যৌথভাবে তল্লাশি ও উদ্ধারকাজ চালাচ্ছে।

ডিএম আর্য বলেন, “ভূমিধসের কারণে জাতীয় মহাসড়কের একটি অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে যানবাহন চলাচল বিঘ্নিত হয়েছে। রাস্তা মেরামত এবং স্বাভাবিক যানবাহন চলাচল নিশ্চিত করতে আমাদের কিছুটা সময় লাগবে।”

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অঞ্চলে এর আগে কখনও ভূমিধসের এমন ঘটনা ঘটেনি। ফলে স্থানীয় বাসিন্দাদের মাঝেও নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে।

নিখোঁজ শ্রমিকদের জীবিত অবস্থায় উদ্ধার করতে প্রশাসন সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে বলে আশ্বস্ত করেছেন জেলা প্রশাসক। দুর্ঘটনার পর উদ্ধারকারী দলের সদস্যরা রাতভর চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং প্রয়োজন হলে অতিরিক্ত উদ্ধারকারী বাহিনীও মোতায়েন করা হবে।

ভূমিধসপ্রবণ পাহাড়ি এলাকায় ঝড়-বৃষ্টির সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের পরামর্শ দেয়া হয়েছে।

সূত্র: এনডিটিভি