১১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
বিষাক্ত মদ্যপানে মুন্সিগঞ্জে ৪ জনের মৃত্যু, হাসপাতালে আরও ৩ লেবাননে সব অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা অনুমোদন বৈশ্বিক ড্রোন বিক্রি বাড়াতে ১৯৮৭ সালের ব্যাখ্যা পরিবর্তন করছে যুক্তরাষ্ট্র নথি ফাঁস: ২০১৯ সালে মার্কিন বাহিনী উত্তর কোরিয়ার বেসামরিক নাগরিকদের হত্যা করে যুক্তরাজ্য–নরওয়ের মধ্যে ১০ বিলিয়ন পাউন্ডের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সিরিয়া থেকে বেআইনিভাবে তেল উত্তোলন করছে SDF/YPG, AANES চীন সফর শেষে দেশে ফিরেছেন কিম জং উন প্রথমবারের মতো আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে দামেস্ক বিশ্ববিদ্যালয় নুরাল পাগলা’র দরবারে হামলার ঘটনায় মামলা মাজার ভাঙা ও লাশ পুড়িয়ে দেওয়া রাসুলের শিক্ষা নয় : রিজভী

ভারতের উত্তরাখণ্ড ভূমিধসে ৯ শ্রমিক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৬:০৬ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / 20

ছবি সংগৃহীত

 

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলায় ভয়াবহ ভূমিধসের ঘটনায় অন্তত ৯ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। রোববার (২৯ জুন) ভোরে প্রবল ঝড়-বৃষ্টি শুরু হলে এই বিপর্যয় ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, যমুনোত্রী জাতীয় মহাসড়কের শিলাই বেন্ডের কাছে টানা বৃষ্টিপাতের কারণে হঠাৎ এই ভূমিধসের সৃষ্টি হয়। এ সময় একটি হোটেল নির্মাণ প্রকল্পের কাজে নিয়োজিত প্রায় ১৯ জন শ্রমিক ওই এলাকায় অবস্থান করছিলেন। ভূমিধসের পর থেকে তাদের মধ্যে ৯ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে ১০ জনকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়েছে।

উত্তরকাশীর জেলা প্রশাসক (ডিএম) প্রশান্ত কুমার আর্য জানিয়েছেন, “রাত প্রায় ৩টার দিকে খবর আসে যে, হোটেল নির্মাণের জন্য থাকা শ্রমিকদের ক্যাম্পসাইটে বড় ধরনের ভূমিধস হয়েছে। ১৯ জন শ্রমিকের মধ্যে ৯ জন নিখোঁজ রয়েছেন, বাকিদের উদ্ধার করা হয়েছে।”

তিনি আরও জানান, নিখোঁজদের উদ্ধারে জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ), রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এসডিআরএফ), পুলিশ, রাজস্ব বিভাগ এবং গণপূর্ত বিভাগ (পিডব্লিউডি) যৌথভাবে তল্লাশি ও উদ্ধারকাজ চালাচ্ছে।

ডিএম আর্য বলেন, “ভূমিধসের কারণে জাতীয় মহাসড়কের একটি অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে যানবাহন চলাচল বিঘ্নিত হয়েছে। রাস্তা মেরামত এবং স্বাভাবিক যানবাহন চলাচল নিশ্চিত করতে আমাদের কিছুটা সময় লাগবে।”

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অঞ্চলে এর আগে কখনও ভূমিধসের এমন ঘটনা ঘটেনি। ফলে স্থানীয় বাসিন্দাদের মাঝেও নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে।

নিখোঁজ শ্রমিকদের জীবিত অবস্থায় উদ্ধার করতে প্রশাসন সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে বলে আশ্বস্ত করেছেন জেলা প্রশাসক। দুর্ঘটনার পর উদ্ধারকারী দলের সদস্যরা রাতভর চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং প্রয়োজন হলে অতিরিক্ত উদ্ধারকারী বাহিনীও মোতায়েন করা হবে।

ভূমিধসপ্রবণ পাহাড়ি এলাকায় ঝড়-বৃষ্টির সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের পরামর্শ দেয়া হয়েছে।

সূত্র: এনডিটিভি

 

নিউজটি শেয়ার করুন

ভারতের উত্তরাখণ্ড ভূমিধসে ৯ শ্রমিক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

আপডেট সময় ০৪:৪৬:০৬ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

 

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলায় ভয়াবহ ভূমিধসের ঘটনায় অন্তত ৯ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। রোববার (২৯ জুন) ভোরে প্রবল ঝড়-বৃষ্টি শুরু হলে এই বিপর্যয় ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, যমুনোত্রী জাতীয় মহাসড়কের শিলাই বেন্ডের কাছে টানা বৃষ্টিপাতের কারণে হঠাৎ এই ভূমিধসের সৃষ্টি হয়। এ সময় একটি হোটেল নির্মাণ প্রকল্পের কাজে নিয়োজিত প্রায় ১৯ জন শ্রমিক ওই এলাকায় অবস্থান করছিলেন। ভূমিধসের পর থেকে তাদের মধ্যে ৯ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে ১০ জনকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়েছে।

উত্তরকাশীর জেলা প্রশাসক (ডিএম) প্রশান্ত কুমার আর্য জানিয়েছেন, “রাত প্রায় ৩টার দিকে খবর আসে যে, হোটেল নির্মাণের জন্য থাকা শ্রমিকদের ক্যাম্পসাইটে বড় ধরনের ভূমিধস হয়েছে। ১৯ জন শ্রমিকের মধ্যে ৯ জন নিখোঁজ রয়েছেন, বাকিদের উদ্ধার করা হয়েছে।”

তিনি আরও জানান, নিখোঁজদের উদ্ধারে জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ), রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এসডিআরএফ), পুলিশ, রাজস্ব বিভাগ এবং গণপূর্ত বিভাগ (পিডব্লিউডি) যৌথভাবে তল্লাশি ও উদ্ধারকাজ চালাচ্ছে।

ডিএম আর্য বলেন, “ভূমিধসের কারণে জাতীয় মহাসড়কের একটি অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে যানবাহন চলাচল বিঘ্নিত হয়েছে। রাস্তা মেরামত এবং স্বাভাবিক যানবাহন চলাচল নিশ্চিত করতে আমাদের কিছুটা সময় লাগবে।”

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অঞ্চলে এর আগে কখনও ভূমিধসের এমন ঘটনা ঘটেনি। ফলে স্থানীয় বাসিন্দাদের মাঝেও নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে।

নিখোঁজ শ্রমিকদের জীবিত অবস্থায় উদ্ধার করতে প্রশাসন সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে বলে আশ্বস্ত করেছেন জেলা প্রশাসক। দুর্ঘটনার পর উদ্ধারকারী দলের সদস্যরা রাতভর চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং প্রয়োজন হলে অতিরিক্ত উদ্ধারকারী বাহিনীও মোতায়েন করা হবে।

ভূমিধসপ্রবণ পাহাড়ি এলাকায় ঝড়-বৃষ্টির সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের পরামর্শ দেয়া হয়েছে।

সূত্র: এনডিটিভি