০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল চরমোনাইয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত জোট আইসিসি ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ, ভারতীয় মিডিয়ার দাবি একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান জাতিসংঘের এলডিসি উত্তরণবিষয়ক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত ব্রিটিশ নৌবাহিনীর প্রথম স্বয়ংক্রিয় হেলিকপ্টারের সফল প্রথম উড্ডয়ন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুই বছরের শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৬২

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০০:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / 203

ছবি: সংগৃহীত

 

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৬২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মৃত্যুবরণ করা শিশুটি একজন ছেলে, যার বয়স ছিল দুই বছর। সে বরিশালের শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

বিজ্ঞাপন

গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে বরিশালের হাসপাতালগুলোতে, যেখানে নতুন ভর্তি হয়েছে ১৪১ জন। এছাড়া, ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪৮ জন, চট্টগ্রাম বিভাগের (সিটি করপোরেশন এলাকা বাদে) ৪০ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ১৮ জন, খুলনা ও ময়মনসিংহ বিভাগে ৬ জন করে এবং সিলেট বিভাগে ৩ জন রোগী।

চলতি বছর শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ৪১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২৩ জন পুরুষ এবং ১৮ জন নারী। এ পর্যন্ত মোট ৯ হাজার ৪৮৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, বৃষ্টি ও আবহাওয়ার পরিবর্তনের কারণে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। জনগণকে সতর্ক থাকতে এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে সচেতন হতে বলা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত মনিটরিং চালিয়ে যাচ্ছে এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করতে দেশের হাসপাতালগুলোতে প্রস্তুতি জোরদার করেছে।

ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ডেঙ্গু জ্বরের প্রাথমিক উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে। একই সঙ্গে বাসাবাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ, ফুলের টব, খোলা পাত্র, পরিত্যক্ত টায়ারসহ মশার প্রজননস্থল নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুই বছরের শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৬২

আপডেট সময় ০৬:০০:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

 

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৬২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মৃত্যুবরণ করা শিশুটি একজন ছেলে, যার বয়স ছিল দুই বছর। সে বরিশালের শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

বিজ্ঞাপন

গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে বরিশালের হাসপাতালগুলোতে, যেখানে নতুন ভর্তি হয়েছে ১৪১ জন। এছাড়া, ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪৮ জন, চট্টগ্রাম বিভাগের (সিটি করপোরেশন এলাকা বাদে) ৪০ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ১৮ জন, খুলনা ও ময়মনসিংহ বিভাগে ৬ জন করে এবং সিলেট বিভাগে ৩ জন রোগী।

চলতি বছর শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ৪১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২৩ জন পুরুষ এবং ১৮ জন নারী। এ পর্যন্ত মোট ৯ হাজার ৪৮৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, বৃষ্টি ও আবহাওয়ার পরিবর্তনের কারণে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। জনগণকে সতর্ক থাকতে এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে সচেতন হতে বলা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত মনিটরিং চালিয়ে যাচ্ছে এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করতে দেশের হাসপাতালগুলোতে প্রস্তুতি জোরদার করেছে।

ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ডেঙ্গু জ্বরের প্রাথমিক উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে। একই সঙ্গে বাসাবাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ, ফুলের টব, খোলা পাত্র, পরিত্যক্ত টায়ারসহ মশার প্রজননস্থল নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে।