ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুই বছরের শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৬২ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় সারাদেশে গ্রেফতার ১,৫৪০ জন ইউক্রেনে সামরিক সহায়তা বাড়াচ্ছে ইউরোপ, পুতিনের যুক্তভুক্তির উচ্চাকাঙ্ক্ষা বহাল এনবিআরের পূর্ণ শাটডাউনে অচল দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম রিজার্ভে স্বস্তি: বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ৩০ বিলিয়ন ডলার ফক্স নিউজের বিরুদ্ধে ৭৮ কোটি ডলারের মানহানি মামলা ক্যালিফোর্নিয়ার গভর্নরের বাফুফে ট্রায়ালে প্রবাসী ঝড়: হামজা-শমিতের পর এবার আসলেন আরো ৪৩ ফুটবলার সর্দি কাশি দূর করার ১১টি ঘরোয়া উপায় ভবিষ্যতে বিদেশে গরুর মাংস রফতানি করাও সরকারের লক্ষ্য: প্রাণিসম্পদ উপদেষ্টা

ফিফা ক্লাব বিশ্বকাপ নিয়ে আবারো কড়া সমালোচনা লা লিগা সভাপতির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / 10

ছবি: সংগৃহীত

 

ফিফা ক্লাব বিশ্বকাপ নিয়ে আবারো কড়া সমালোচনা করেছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। ফুটবলারদের অতিরিক্ত ওয়ার্কলোড নিয়ে এবার তিনি স্পষ্টভাবে আপত্তি তুলেছেন। তার অভিযোগ, এই টুর্নামেন্টের কারণে ইউরোপের ক্লাবগুলোর নিয়মিত সূচিতেও পরিবর্তন আনতে হয়েছে। তেবাস দাবি করেছেন, এখন পর্যন্ত ফিফার প্রত্যাশা পূরণ করতে পারেনি এই আসর, আর ভবিষ্যতেও তিনি এই টুর্নামেন্ট চান না।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর স্বপ্নের প্রকল্প হিসেবে বিবেচিত এই ক্লাব বিশ্বকাপ। এর চ্যাম্পিয়ন ট্রফির নকশাতেও তিনি সরাসরি ভূমিকা রেখেছেন। মাঠে খেলা শুরুর আগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে এটির প্রচারণায়ও অংশ নেন ইনফান্তিনো।

দীর্ঘ ক্লান্তিকর মৌসুমের পরও মোটা অঙ্কের প্রাইজমানির লোভে অনেক ক্লাব এই আসরে অংশ নেয়। ফলে ক্লাব বিশ্বকাপের পক্ষে-বিপক্ষে নানা মত রয়েছে। তবে লা লিগা সভাপতি তেবাস শুরু থেকেই এর কড়া সমালোচক।

গত সপ্তাহে মাদ্রিদে এক অনুষ্ঠানে তিনি এই প্রতিযোগিতাকে ‘প্রীতি ম্যাচের সমতুল্য’ বলে আখ্যা দেন। এর বড় পরিসরে আয়োজনের কোনো যৌক্তিকতা দেখেননি বলেও উল্লেখ করেন। ফুটবলের ব্যস্ত ক্যালেন্ডার থেকে এই আসর বাদ দেওয়ার পক্ষেই মত দেন তেবাস।

এবার ফুটবলারদের শারীরিক চাপ নিয়ে আরো সরব হয়েছেন তিনি। তেবাস বলেন, ‘আমরা এই প্রতিযোগিতার পক্ষে নই। খেলোয়াড়দের কথা ভাবতে হবে। দীর্ঘ মৌসুমের পর তারা ক্লান্ত থাকে, এরপর এই টুর্নামেন্ট খেলতে গিয়ে ওদের ওপর বাড়তি চাপ পড়ছে। অন্য লিগগুলোকেও সম্মান করা উচিত। আর এই টুর্নামেন্ট শুরুর আগে আমাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি, যা খুবই দুঃখজনক।’

প্রথমদিকের ম্যাচগুলোতে স্টেডিয়ামে উল্লেখযোগ্য দর্শকসংখ্যা দেখা যায়নি। তাছাড়া তাপমাত্রা নিয়েও খেলোয়াড় ও কোচদের থেকে অভিযোগ এসেছে। এসব কারণে তেবাস মনে করেন, ফিফা তার নিজের প্রত্যাশা অনুযায়ী এই আসর সফল করতে পারেনি।

তিনি বলেন, ‘আমি আগেও বলেছি, এখনো বলছি এই ক্লাব বিশ্বকাপের বিপক্ষে আমি। এটা ভালো বা খারাপ যেভাবেই শেষ হোক না কেন, ভবিষ্যতে এই টুর্নামেন্ট দেখতে চাই না। শুরুটা ভালো হয়নি, দর্শকও আসেনি। পরে হয়তো মাঠ ভরতে পারে, কিন্তু এই টুর্নামেন্ট এখন পর্যন্ত ফিফার লক্ষ্যও পূরণ করতে পারেনি।’

উল্লেখ্য, নতুন ফরম্যাটের ফিফা ক্লাব বিশ্বকাপ শেষ হবে ১৩ জুলাই।

নিউজটি শেয়ার করুন

ফিফা ক্লাব বিশ্বকাপ নিয়ে আবারো কড়া সমালোচনা লা লিগা সভাপতির

আপডেট সময় ১১:০৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

 

ফিফা ক্লাব বিশ্বকাপ নিয়ে আবারো কড়া সমালোচনা করেছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। ফুটবলারদের অতিরিক্ত ওয়ার্কলোড নিয়ে এবার তিনি স্পষ্টভাবে আপত্তি তুলেছেন। তার অভিযোগ, এই টুর্নামেন্টের কারণে ইউরোপের ক্লাবগুলোর নিয়মিত সূচিতেও পরিবর্তন আনতে হয়েছে। তেবাস দাবি করেছেন, এখন পর্যন্ত ফিফার প্রত্যাশা পূরণ করতে পারেনি এই আসর, আর ভবিষ্যতেও তিনি এই টুর্নামেন্ট চান না।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর স্বপ্নের প্রকল্প হিসেবে বিবেচিত এই ক্লাব বিশ্বকাপ। এর চ্যাম্পিয়ন ট্রফির নকশাতেও তিনি সরাসরি ভূমিকা রেখেছেন। মাঠে খেলা শুরুর আগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে এটির প্রচারণায়ও অংশ নেন ইনফান্তিনো।

দীর্ঘ ক্লান্তিকর মৌসুমের পরও মোটা অঙ্কের প্রাইজমানির লোভে অনেক ক্লাব এই আসরে অংশ নেয়। ফলে ক্লাব বিশ্বকাপের পক্ষে-বিপক্ষে নানা মত রয়েছে। তবে লা লিগা সভাপতি তেবাস শুরু থেকেই এর কড়া সমালোচক।

গত সপ্তাহে মাদ্রিদে এক অনুষ্ঠানে তিনি এই প্রতিযোগিতাকে ‘প্রীতি ম্যাচের সমতুল্য’ বলে আখ্যা দেন। এর বড় পরিসরে আয়োজনের কোনো যৌক্তিকতা দেখেননি বলেও উল্লেখ করেন। ফুটবলের ব্যস্ত ক্যালেন্ডার থেকে এই আসর বাদ দেওয়ার পক্ষেই মত দেন তেবাস।

এবার ফুটবলারদের শারীরিক চাপ নিয়ে আরো সরব হয়েছেন তিনি। তেবাস বলেন, ‘আমরা এই প্রতিযোগিতার পক্ষে নই। খেলোয়াড়দের কথা ভাবতে হবে। দীর্ঘ মৌসুমের পর তারা ক্লান্ত থাকে, এরপর এই টুর্নামেন্ট খেলতে গিয়ে ওদের ওপর বাড়তি চাপ পড়ছে। অন্য লিগগুলোকেও সম্মান করা উচিত। আর এই টুর্নামেন্ট শুরুর আগে আমাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি, যা খুবই দুঃখজনক।’

প্রথমদিকের ম্যাচগুলোতে স্টেডিয়ামে উল্লেখযোগ্য দর্শকসংখ্যা দেখা যায়নি। তাছাড়া তাপমাত্রা নিয়েও খেলোয়াড় ও কোচদের থেকে অভিযোগ এসেছে। এসব কারণে তেবাস মনে করেন, ফিফা তার নিজের প্রত্যাশা অনুযায়ী এই আসর সফল করতে পারেনি।

তিনি বলেন, ‘আমি আগেও বলেছি, এখনো বলছি এই ক্লাব বিশ্বকাপের বিপক্ষে আমি। এটা ভালো বা খারাপ যেভাবেই শেষ হোক না কেন, ভবিষ্যতে এই টুর্নামেন্ট দেখতে চাই না। শুরুটা ভালো হয়নি, দর্শকও আসেনি। পরে হয়তো মাঠ ভরতে পারে, কিন্তু এই টুর্নামেন্ট এখন পর্যন্ত ফিফার লক্ষ্যও পূরণ করতে পারেনি।’

উল্লেখ্য, নতুন ফরম্যাটের ফিফা ক্লাব বিশ্বকাপ শেষ হবে ১৩ জুলাই।