০২:১৫ অপরাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে রাজধানীতে জশনে জুলুস শোভাযাত্রা কুষ্টিয়ায় নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে লাশ উদ্ধার তুরাগ নদীর ১৭ কিলোমিটার ড্রেজিংয়ে অর্থ দেবে বিশ্বব্যাংক যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছে, তারাই এখন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত: আসিফ মাহমুদ বিষাক্ত মদ্যপানে মুন্সিগঞ্জে ৪ জনের মৃত্যু, হাসপাতালে আরও ৩ লেবাননে সব অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা অনুমোদন বৈশ্বিক ড্রোন বিক্রি বাড়াতে ১৯৮৭ সালের ব্যাখ্যা পরিবর্তন করছে যুক্তরাষ্ট্র নথি ফাঁস: ২০১৯ সালে মার্কিন বাহিনী উত্তর কোরিয়ার বেসামরিক নাগরিকদের হত্যা করে যুক্তরাজ্য–নরওয়ের মধ্যে ১০ বিলিয়ন পাউন্ডের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সিরিয়া থেকে বেআইনিভাবে তেল উত্তোলন করছে SDF/YPG, AANES

৮ দিনে সারা দেশে সেনাবাহিনীর যৌথ অভিযানে গ্রেপ্তার ৩৮৫

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • / 33

ছবি সংগৃহীত

 

দেশের চলমান পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা বজায় রাখতে পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই অংশ হিসেবে গত ১৯ থেকে ২৬ জুন পর্যন্ত আট দিনব্যাপী রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটসমূহ, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে একাধিক যৌথ অভিযান পরিচালনা করেছে।

বৃহস্পতিবার (২৬ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই অভিযানে মোট ৩৮৫ জন অপরাধীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন চিহ্নিত সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী ও সেবনকারী, কিশোর গ্যাং সদস্য, চাঁদাবাজ, অপহরণকারী, ডাকাত, ভেজাল খাদ্য ব্যবসায়ী, চোরাকারবারী, অবৈধ দখলদার, মব ভায়োলেন্স সৃষ্টিকারী, অবৈধ রিক্রুটমেন্ট চক্রের দালাল ও টিসিবি পণ্য আত্মসাৎকারীরা।

আইএসপিআর আরও জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২৬টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৭০ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি, ১১টি ককটেল বোমা, বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, চোরাই পণ্য, ল্যাপটপ, মোবাইল ফোন এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত নানা সরঞ্জামও উদ্ধার করা হয়।

আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, দেশের বিভিন্ন এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে তারা। পাশাপাশি অবৈধ দখলদারদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমে বেসামরিক প্রশাসনকে সহায়তা করছে সেনাবাহিনী।

আইএসপিআর জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

৮ দিনে সারা দেশে সেনাবাহিনীর যৌথ অভিযানে গ্রেপ্তার ৩৮৫

আপডেট সময় ০৮:০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

 

দেশের চলমান পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা বজায় রাখতে পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই অংশ হিসেবে গত ১৯ থেকে ২৬ জুন পর্যন্ত আট দিনব্যাপী রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটসমূহ, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে একাধিক যৌথ অভিযান পরিচালনা করেছে।

বৃহস্পতিবার (২৬ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই অভিযানে মোট ৩৮৫ জন অপরাধীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন চিহ্নিত সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী ও সেবনকারী, কিশোর গ্যাং সদস্য, চাঁদাবাজ, অপহরণকারী, ডাকাত, ভেজাল খাদ্য ব্যবসায়ী, চোরাকারবারী, অবৈধ দখলদার, মব ভায়োলেন্স সৃষ্টিকারী, অবৈধ রিক্রুটমেন্ট চক্রের দালাল ও টিসিবি পণ্য আত্মসাৎকারীরা।

আইএসপিআর আরও জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২৬টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৭০ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি, ১১টি ককটেল বোমা, বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, চোরাই পণ্য, ল্যাপটপ, মোবাইল ফোন এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত নানা সরঞ্জামও উদ্ধার করা হয়।

আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, দেশের বিভিন্ন এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে তারা। পাশাপাশি অবৈধ দখলদারদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমে বেসামরিক প্রশাসনকে সহায়তা করছে সেনাবাহিনী।

আইএসপিআর জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।