ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ রাজনীতি থেকে মাইনাস হবে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে: সালাহউদ্দিন ইউক্রেন যুদ্ধ সমাধানে ফিলিস্তিনের পশ্চিম তীর মডেলের প্রস্তাব ডিএমপি আবারো রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে যান চলাচল বন্ধ, যমুনা সেতুতে শিক্ষার্থীদের ব্লকেড ঢাকা-খুলনা মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ইউক্রেনের ক্ষেপণাস্ত্র কারখানায় রাশিয়ার হামলা নির্বাচন ফেব্রুয়ারি মাস যেন ক্রস না করে : শামসুজ্জামান দুদু ভোলাগঞ্জে সাদা পাথর লুট: দায়ীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট, শুনানি ১৭ আগস্ট ত্রিদেশীয় জয় শেষে ইংল্যান্ড সফরে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল

ইরান-ইসরাইল সংঘর্ষে যুদ্ধবিরতি কার্যকর, ট্রাম্পের সতর্ক বার্তা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / 52

ছবি সংগৃহীত

 

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইরান ও ইসরাইল। মঙ্গলবার (২৪ জুন) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানায়, ইসরাইলি ভূখণ্ডে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলার পর উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

ইসরাইলের চ্যানেল ১২ এবং ওয়াইনেট নিউজ পোর্টালও জানায়, ইরান-ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে এই ঘোষণা আসার আগেই নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে যুদ্ধবিরতির দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পোস্টে ট্রাম্প লেখেন, “যুদ্ধবিরতি এখন কার্যকর। দয়া করে কেউ এটি লঙ্ঘন করবেন না!” যদিও ইরান বা ইসরাইলের কোনো সরকারি সূত্র এখনো তার এই দাবিকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

ট্রাম্প আরও বলেন, “মঙ্গলবার সকাল থেকে ২৪ ঘণ্টার ধাপে ধাপে যুদ্ধবিরতি কার্যক্রম শুরু হয়েছে। প্রথমে ইরান একতরফাভাবে হামলা বন্ধ করবে, ১২ ঘণ্টা পর ইসরাইলও একই পদক্ষেপ নেবে।”

কিন্তু ইসরাইল তখনো পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে কোনো মন্তব্য করেনি। অন্যদিকে ইরানের পক্ষ থেকে জানানো হয়, ইসরাইল যদি আগ্রাসন বন্ধ করে, তাহলেই তারা প্রতিক্রিয়া বন্ধ করবে। তবে হামলা বন্ধ না হলে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিল তারা।

ইরান জানিয়েছে, মঙ্গলবার সকালেই তারা ছয় দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইলে। এতে চার ইসরাইলি নিহত হয়েছে বলেও দাবি করে তেহরান। এরপরই ইরান যুদ্ধবিরতির ঘোষণা দেয় এবং কিছুক্ষণ পর ইসরাইলও যুদ্ধবিরতিতে সম্মতির কথা জানায়।

এর আগে গত ১৩ জুন ইরানের উপর প্রথম হামলা চালায় ইসরাইল। পাল্টা প্রতিশোধমূলক হামলায় জড়ায় ইরানও, ফলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

যুদ্ধবিরতির ঘোষণায় যদিও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে, তবে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণাকে ঘিরে আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে নতুন আলোচনার ঝড়। কারণ, ইরান-ইসরাইল কোনো পক্ষই তার মধ্যস্থতা বা ঘোষণাকে সরাসরি স্বীকার করেনি।

নিউজটি শেয়ার করুন

ইরান-ইসরাইল সংঘর্ষে যুদ্ধবিরতি কার্যকর, ট্রাম্পের সতর্ক বার্তা

আপডেট সময় ১২:৪৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

 

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইরান ও ইসরাইল। মঙ্গলবার (২৪ জুন) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানায়, ইসরাইলি ভূখণ্ডে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলার পর উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

ইসরাইলের চ্যানেল ১২ এবং ওয়াইনেট নিউজ পোর্টালও জানায়, ইরান-ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে এই ঘোষণা আসার আগেই নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে যুদ্ধবিরতির দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পোস্টে ট্রাম্প লেখেন, “যুদ্ধবিরতি এখন কার্যকর। দয়া করে কেউ এটি লঙ্ঘন করবেন না!” যদিও ইরান বা ইসরাইলের কোনো সরকারি সূত্র এখনো তার এই দাবিকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

ট্রাম্প আরও বলেন, “মঙ্গলবার সকাল থেকে ২৪ ঘণ্টার ধাপে ধাপে যুদ্ধবিরতি কার্যক্রম শুরু হয়েছে। প্রথমে ইরান একতরফাভাবে হামলা বন্ধ করবে, ১২ ঘণ্টা পর ইসরাইলও একই পদক্ষেপ নেবে।”

কিন্তু ইসরাইল তখনো পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে কোনো মন্তব্য করেনি। অন্যদিকে ইরানের পক্ষ থেকে জানানো হয়, ইসরাইল যদি আগ্রাসন বন্ধ করে, তাহলেই তারা প্রতিক্রিয়া বন্ধ করবে। তবে হামলা বন্ধ না হলে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিল তারা।

ইরান জানিয়েছে, মঙ্গলবার সকালেই তারা ছয় দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইলে। এতে চার ইসরাইলি নিহত হয়েছে বলেও দাবি করে তেহরান। এরপরই ইরান যুদ্ধবিরতির ঘোষণা দেয় এবং কিছুক্ষণ পর ইসরাইলও যুদ্ধবিরতিতে সম্মতির কথা জানায়।

এর আগে গত ১৩ জুন ইরানের উপর প্রথম হামলা চালায় ইসরাইল। পাল্টা প্রতিশোধমূলক হামলায় জড়ায় ইরানও, ফলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

যুদ্ধবিরতির ঘোষণায় যদিও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে, তবে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণাকে ঘিরে আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে নতুন আলোচনার ঝড়। কারণ, ইরান-ইসরাইল কোনো পক্ষই তার মধ্যস্থতা বা ঘোষণাকে সরাসরি স্বীকার করেনি।