০৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
ট্রাম্পের উপস্থিতিতে সিনারকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন আলকারাজ ডিএমপির অভ্যন্তরীণ রদবদল: ৫ কর্মকর্তার নতুন দায়িত্ব নির্বাচনকালে তথ্যে প্রবাহে গণমাধ্যমকে বাধা দেওয়া হবে না: মাহফুজ আলম পৃথিবীর কোনো শক্তি ফেব্রুয়ারির নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব মৌলভীবাজারে বাগানের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যার চেষ্টা ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে : ইসি আনোয়ারুল বদরুদ্দীন উমরের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক হিজবুল্লাহ নিরস্ত্রীকরণে লেবাননের মন্ত্রিসভার পরিকল্পনার ধাপসমূহ ২০২৬ সালে মায়ামিতে অনুষ্ঠিত হবে জি-২০ সম্মেলন: ট্রাম্প পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত দক্ষিণ ইসরাইল, নিহত ৩ জন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৭:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / 44

ছবি সংগৃহীত

 

ইরানের লাগাতার ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইসরাইল। মঙ্গলবার (২৪ জুন) দেশটির দক্ষিণাঞ্চলের বিয়ার শেভা শহরে ইরানের ছোড়া এক ক্ষেপণাস্ত্র আবাসিক ভবনে আঘাত হানলে অন্তত তিনজন নিহত হন।

টাইমস অব ইসরাইল ও ওয়াইনেট নিউজের প্রতিবেদন অনুযায়ী, বিয়ার শেভার ওই হামলায় গুরুতর আহত তিনজনকে পরে মৃত ঘোষণা করা হয়। নিহতদের মধ্যে একজনের বয়স প্রায় ৪০, একজন নারী যিনি ৩০ বছরের কাছাকাছি, এবং অপর একজন তরুণের বয়স আনুমানিক ২০ বছর।

ইসরাইলের জরুরি সেবাদানকারী সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানায়, আরও ছয়জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।

ঘটনার পর ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানায়, তারা ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। এ কারণে দক্ষিণাঞ্চলজুড়ে সতর্কতা জারি করা হয় এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

প্রসঙ্গত, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে যুদ্ধবিরতির আহ্বান জানানোর পরও ইরান এ হামলা চালায়। ফলে অঞ্চলটিতে উত্তেজনা আরও বেড়েছে। ইরান-ইসরাইল চলমান বিরোধে এটি আরেকটি বড় সংঘর্ষের ইঙ্গিত বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

এদিকে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইসরাইলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। বেসামরিক স্থাপনায় এমন হামলা নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে।

ইসরাইল সরকারের পক্ষ থেকে এখনো কোনো পাল্টা হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে।

এই ঘটনার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও তীব্রতর হলো। আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি শান্ত রাখতে কূটনৈতিক প্রচেষ্টা চালালেও বাস্তবে সংঘর্ষের মাত্রা দিন দিন বাড়ছে।

নিউজটি শেয়ার করুন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত দক্ষিণ ইসরাইল, নিহত ৩ জন

আপডেট সময় ১০:৩৭:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

 

ইরানের লাগাতার ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইসরাইল। মঙ্গলবার (২৪ জুন) দেশটির দক্ষিণাঞ্চলের বিয়ার শেভা শহরে ইরানের ছোড়া এক ক্ষেপণাস্ত্র আবাসিক ভবনে আঘাত হানলে অন্তত তিনজন নিহত হন।

টাইমস অব ইসরাইল ও ওয়াইনেট নিউজের প্রতিবেদন অনুযায়ী, বিয়ার শেভার ওই হামলায় গুরুতর আহত তিনজনকে পরে মৃত ঘোষণা করা হয়। নিহতদের মধ্যে একজনের বয়স প্রায় ৪০, একজন নারী যিনি ৩০ বছরের কাছাকাছি, এবং অপর একজন তরুণের বয়স আনুমানিক ২০ বছর।

ইসরাইলের জরুরি সেবাদানকারী সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানায়, আরও ছয়জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।

ঘটনার পর ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানায়, তারা ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। এ কারণে দক্ষিণাঞ্চলজুড়ে সতর্কতা জারি করা হয় এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

প্রসঙ্গত, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে যুদ্ধবিরতির আহ্বান জানানোর পরও ইরান এ হামলা চালায়। ফলে অঞ্চলটিতে উত্তেজনা আরও বেড়েছে। ইরান-ইসরাইল চলমান বিরোধে এটি আরেকটি বড় সংঘর্ষের ইঙ্গিত বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

এদিকে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইসরাইলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। বেসামরিক স্থাপনায় এমন হামলা নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে।

ইসরাইল সরকারের পক্ষ থেকে এখনো কোনো পাল্টা হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে।

এই ঘটনার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও তীব্রতর হলো। আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি শান্ত রাখতে কূটনৈতিক প্রচেষ্টা চালালেও বাস্তবে সংঘর্ষের মাত্রা দিন দিন বাড়ছে।