১১:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ফিফার শান্তি পুরস্কারে ভূষিত হলেন ট্রাম্প ব্রাজিলে অবতরণের পর আগুনে পুড়ল এয়ারবাস এ-৩২০, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা পাক-আফগান সীমান্তে তীব্র গোলাগুলি, উত্তেজনা চরমে

নতুন ৩ জাতের ধান উদ্ভাবন করেছে গবেষণা ইনস্টিটিউট (ব্রি)

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / 308

ছবি সংগৃহীত

 

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবন করেছে তিনটি নতুন ধানের জাত যেগুলো উচ্চফলনশীল, লবণাক্ততা সহনশীল এবং ব্লাস্ট রোগপ্রতিরোধী। জাতীয় বীজ বোর্ডের ১১৪তম সভায় গত বুধবার এসব জাত অনুমোদন পায়। কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ব্রি’র মহাপরিচালক মোহাম্মদ খালেকুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন উদ্ভাবিত জাতগুলো হলো ব্রি ধান-১১২, ব্রি ধান-১১৩ এবং ব্রি ধান-১১৪। এর মধ্যে ব্রি-১১২ লবণাক্ততা সহনশীল, ব্রি-১১৩ উচ্চফলনশীল বোরো এবং ব্রি-১১৪ ব্লাস্ট রোগপ্রতিরোধী।

বিজ্ঞাপন

ব্রি ধান-১১২ একটি মাঝারি জীবনকালীন রোপা আমনের জাত, যা লবণাক্ততা সহ্য করতে সক্ষম। ডিগপাতা খাড়া এবং গাছের কাণ্ড মজবুত। হেক্টরপ্রতি ফলন ৪.১৪ থেকে ৬.১২ টন পর্যন্ত হতে পারে। গাছের উচ্চতা প্রায় ১০৫ সেন্টিমিটার এবং জীবনকাল ১২০-১২৫ দিন। চাল মাঝারি চিকন ও সাদা, ভাত ঝরঝরে এবং শীষ থেকে সহজে ধান পড়ে না। এই জাতটি উপকূলীয় এলাকায় চাষের পর লবণ সহনশীল সরিষা বা সূর্যমুখী চাষে সহায়ক হবে।

ব্রি ধান-১১৩ হচ্ছে বোরো মৌসুমের জন্য একটি বিকল্প উচ্চফলনশীল জাত। এর গড় জীবনকাল ১৪৩ দিন এবং হেক্টরপ্রতি ফলন ৮.১৫ টন, যা ব্রি ধান-৮৮ এর চেয়ে প্রায় ১১.৫% বেশি। উপযুক্ত পরিচর্যায় ১০.১ টন পর্যন্ত ফলন দিতে পারে। চাল দেখতে অনেকটা নাজিরশাইলের মতো, অ্যামাইলোজের পরিমাণ ২৮% এবং প্রোটিন ৮.৪%। গাছ শক্ত ও মজবুত হওয়ায় সহজে হেলে পড়ে না।

ব্রি ধান-১১৪ একটি ব্লাস্ট রোগপ্রতিরোধী জাত, যা দীর্ঘ জীবনকালীন। এর গড় ফলন হেক্টরপ্রতি ৭.৭৬ টন। দানা মাঝারি মোটা ও সোনালি বর্ণের, ভাত ঝরঝরে এবং পাতার রং গাঢ় সবুজ। গাছ শক্ত হওয়ায় ঢলে পড়ে না।

ব্রি’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান ড. খোন্দকার মো. ইফতেখারুদ্দৌলা বলেন, “নতুন জাতগুলোর মধ্যে কিছু ভিন্নতা থাকলেও, প্রতিটি জাত অধিক ফলন দেবে। কৃষকেরা এ জাতগুলো চাষ করে ভালো লাভ করতে পারবেন।”

ব্রি এখন পর্যন্ত মোট ১২১টি ধানের জাত উদ্ভাবন করেছে, যার মধ্যে ৮টি হাইব্রিড। এই নতুন তিনটি জাত দেশের খাদ্য উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

নতুন ৩ জাতের ধান উদ্ভাবন করেছে গবেষণা ইনস্টিটিউট (ব্রি)

আপডেট সময় ০৫:৪৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

 

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবন করেছে তিনটি নতুন ধানের জাত যেগুলো উচ্চফলনশীল, লবণাক্ততা সহনশীল এবং ব্লাস্ট রোগপ্রতিরোধী। জাতীয় বীজ বোর্ডের ১১৪তম সভায় গত বুধবার এসব জাত অনুমোদন পায়। কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ব্রি’র মহাপরিচালক মোহাম্মদ খালেকুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন উদ্ভাবিত জাতগুলো হলো ব্রি ধান-১১২, ব্রি ধান-১১৩ এবং ব্রি ধান-১১৪। এর মধ্যে ব্রি-১১২ লবণাক্ততা সহনশীল, ব্রি-১১৩ উচ্চফলনশীল বোরো এবং ব্রি-১১৪ ব্লাস্ট রোগপ্রতিরোধী।

বিজ্ঞাপন

ব্রি ধান-১১২ একটি মাঝারি জীবনকালীন রোপা আমনের জাত, যা লবণাক্ততা সহ্য করতে সক্ষম। ডিগপাতা খাড়া এবং গাছের কাণ্ড মজবুত। হেক্টরপ্রতি ফলন ৪.১৪ থেকে ৬.১২ টন পর্যন্ত হতে পারে। গাছের উচ্চতা প্রায় ১০৫ সেন্টিমিটার এবং জীবনকাল ১২০-১২৫ দিন। চাল মাঝারি চিকন ও সাদা, ভাত ঝরঝরে এবং শীষ থেকে সহজে ধান পড়ে না। এই জাতটি উপকূলীয় এলাকায় চাষের পর লবণ সহনশীল সরিষা বা সূর্যমুখী চাষে সহায়ক হবে।

ব্রি ধান-১১৩ হচ্ছে বোরো মৌসুমের জন্য একটি বিকল্প উচ্চফলনশীল জাত। এর গড় জীবনকাল ১৪৩ দিন এবং হেক্টরপ্রতি ফলন ৮.১৫ টন, যা ব্রি ধান-৮৮ এর চেয়ে প্রায় ১১.৫% বেশি। উপযুক্ত পরিচর্যায় ১০.১ টন পর্যন্ত ফলন দিতে পারে। চাল দেখতে অনেকটা নাজিরশাইলের মতো, অ্যামাইলোজের পরিমাণ ২৮% এবং প্রোটিন ৮.৪%। গাছ শক্ত ও মজবুত হওয়ায় সহজে হেলে পড়ে না।

ব্রি ধান-১১৪ একটি ব্লাস্ট রোগপ্রতিরোধী জাত, যা দীর্ঘ জীবনকালীন। এর গড় ফলন হেক্টরপ্রতি ৭.৭৬ টন। দানা মাঝারি মোটা ও সোনালি বর্ণের, ভাত ঝরঝরে এবং পাতার রং গাঢ় সবুজ। গাছ শক্ত হওয়ায় ঢলে পড়ে না।

ব্রি’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান ড. খোন্দকার মো. ইফতেখারুদ্দৌলা বলেন, “নতুন জাতগুলোর মধ্যে কিছু ভিন্নতা থাকলেও, প্রতিটি জাত অধিক ফলন দেবে। কৃষকেরা এ জাতগুলো চাষ করে ভালো লাভ করতে পারবেন।”

ব্রি এখন পর্যন্ত মোট ১২১টি ধানের জাত উদ্ভাবন করেছে, যার মধ্যে ৮টি হাইব্রিড। এই নতুন তিনটি জাত দেশের খাদ্য উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।