শিরোনাম :
আন্দোলনের মুখে পাঠ্যবই থেকে ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি বাদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে নবম ও দশম শ্রেণির পাঠ্যবইয়ে থাকা ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। পাঠ্যপুস্তক বোর্ড সূত্র জানায়, এরই মধ্যে ওয়েবসাইটে দেওয়া বইয়ের অনলাইন ভার্সনে আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতি বাদ দেওয়া হয়েছে। সেখানে নতুন গ্রাফিতি যুক্ত করা হয়েছে।
পাঠ্যবই থেকে আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতি সংশোধন করায় ধন্যবাদ জানিয়েছে ‘স্টুডেন্ট ফর সভারেন্টির’ যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ ইয়াকুব মজুমদার। এ সময় তিনি জড়িতদের শাস্তিরও দাবী জানান।